dhoni-on-relationship-with-virat-kohli

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলি (Virat Kohli)-ভারতীয় ক্রিকেটের দুই নক্ষত্র। এক দশকেরও বেশী সময় টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। জিতেছে ওডিআই বিশ্বকাপ, টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি। এর মধ্যে কেবলমাত্র ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ বাদে সবক’টি টুর্নামেন্টেই অধিনায়ক এম এস-এর অন্যতম সেনাপতি ছিলেন কোহলি (Virat Kohli)। ব্যাট হাতে বহু কঠিন ম্যাচে সহজ জয় ভারতকে এনে দিয়েছেন তিনি। ধোনি অধিনায়ক থাকাকালীনই নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন বিরাটকে। সহ-অধিনায়ক পদে থেকে ঝাড়খণ্ডের সুপারস্টারের থেকে অনেক কিছু যে শিখেছেন তা সাক্ষাৎকারে এর আগে স্বীকারও করেছেন বিরাট। জানিয়েছিলেন, “ আমি সবসময়ই ওর সাথে আলোচনা করতাম। ওকে কোনো পরামর্শ দেওয়ার থাকলে তাও দিতাম। আমি বরবারই ওর ডান হাত ছিলাম।” এবার বিরাটকে নিয়ে মুখ খুললেন ধোনি’ও।

Read More: শুধুমাত্র আইপিএল নয় বিদেশী লীগও খেলবেন ভারতীয় ক্রিকেটাররা, সম্মতি দিচ্ছে BCCI !!

কোহলির তারিফ করলেন ধোনি-

MS Dhoni and VIrat Kohli | Image: Twitter
MS Dhoni and VIrat Kohli | Image: Twitter

সাধারণত সংবাদমাধ্যমকে এড়িয়েই চলেন মহেন্দ্র সিং ধোনি (MS DHoni)। ভালোবাসেন লাইমলাইট থেকে দূরে থাকতে। সোশ্যাল মিডিয়া এমনকি মোবাইল ফোন’ও বিশেষ ব্যবহার করেন না বলেই জানা যায়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) একবার জানিয়েছিলেন যে অবসরের সিদ্ধান্ত তৎকালীন অধিনায়ক ধোনিকে জানাতে চেয়ে ফোন করেছিলেন তিনি। কিন্তু যোগাযোগ করে উঠতে পারেন নি ‘মাহি’র সাথে। সম্প্রতি অন্তর্মুখী ক্রিকেট তারকা হায়দ্রাবাদে একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে নানা প্রসঙ্গের পাশাপাশি উঠে এসেছে বিরাট কোহলির (Virat Kohli) কথাও। এক দশকেরও বেশী সময় একসাথে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দু’জনে। সতীর্থকে প্রশংসায় ভরাতে কোনোরকম কার্পণ্য করে নি বিশ্বজয়ী অধিনায়ক।

বিরাট (Virat Kohli) এর আগে বহু সাক্ষাৎকারে নিজের অন্যতম পছন্দের সতীর্থ হিসেবে বেছে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি’কে। কঠিন সময়ে কেবল ‘মাহি ভাই’ যে পাশে ছিলেন, জানিয়েছেন তাও। সাক্ষাৎকারে বিরাটের প্রতি স্নেহ প্রকাশ করলেও ধোনি’ও (MS Dhoni)। জানান, “বিশ্ব ক্রিকেটের সেরাদের তালিকায় বিরাজমান বিরাট কোহলি। আমরা দীর্ঘসময় সতীর্থ ছিলাম একে অপরের। ওর সাথে ব্যাটিং করা একটা দারুণ অভিজ্ঞতা। দুই বা তিন রান নেওয়া…” আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। বিরাটের সাথে সাধারণত আইপিএলের মঞ্চে দেখা-সাক্ষাৎ হয় তাঁর। কি কথা হয় দুই তারকার মধ্যে? জানিয়েও তাও। “দেখা হলে আমরা সাধারণত একে অপরের জীবনে কি ঘটছে সেই নিয়ে আলোচনা করি” ধোনির সংযোজন।

ধোনি ‘খাঁটি বন্ধু’, বলেছিলেন বিরাট-

MS Dhoni and VIrat Kohli | Image: Getty Images
MS Dhoni and VIrat Kohli | Image: Getty Images

মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) মন্তব্য সামনে আসার পর ভাইরাল হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) পুরনো একটি সাক্ষাৎকার। ২০২৩ সালের আইপিএল চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পডকাস্টে ধোনিকে নিয়ে মুখ খোলেন কোহলি। জানান, “উনি নিজেই আমার সাথে যোগাযোগ করেন কারণ ওনাকে পাওয়া মুশকিল। আমি যদি কোনো দিন ওনাকে ফোন করি, ৯৯ শতাংশ নিশ্চিত যে ফোন ধরবেন না। কারণ উনি ফোন দেখেনই না। দু’বার উনি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করেছেন। যে মেসেজটি করেছিলেন তাতে লিখেছিলেন, ‘যখন এটা প্রত্যাশিতই যে তোমাকে মানসিকভাবে দৃঢ় থাকবে হবে, লোকে তোমায় সেই নজরেই দেখে, তখন তুমি আদতে কেমন আছো, সেই প্রশ্নটা কেউ করে না।” ফর্ম সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার বিরাট যে ধোনির পাঠানো বার্তার মধ্যে ভরসার আশ্রয় খুঁজে পেয়েছিলেন, তাও জানান।

দেখুন কোহলির সেই সাক্ষাৎকার-

Also Read: IND vs SL: রুদ্ধশ্বাস ম্যাচে সেয়ানে সেয়ানে টক্কর ভারত-শ্রীলঙ্কা’র, টাই’তে হলো পরিসমাপ্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *