KL Rahul: ‘স্টিং অপারেশন’ শব্দবন্ধের সাথে পরিচয় রয়েছে ভারতীয় ক্রিকেটজনতার। গত বছরের গোড়াতেই গোপন ক্যামেরার সামনে মুখ খুলে টিম ইন্ডিয়া (Team India) ও বিসিসিআই-কে অস্বস্তিতে ফেলেছিলেন তৎকালীন মুখ্য নির্বাচক চেতন শর্মা। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা নাকি দলে জায়গা পাওয়ার জন্য নির্বাচকদের কাছে তদ্বির করেন। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) নাকি চোট লুকিয়ে মাঠে নামেন। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য ক্রিকেটাররা নাকি নিষিদ্ধ ইঞ্জেকশন ব্যবহার করেন-এমনই সব বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি। মুখ খুলেছিলেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে (Sourav Ganguly) বিরাট কোহলির দ্বন্দ্ব নিয়ে। তিনি আঙুল তুলেছিলেন বিরাটের দিকেই।
এই ভিডিও সামনে আসার পর বিতর্কের ঝড় উঠেছিলো। শাস্তির মুখে পড়ে মুখ্য নির্বাচক পদ হারাতে হয় চেতন শর্মা’কে (Chetan Sharma)। ক্রিকেটারদের দিকে তিনি যে অভিযোগ তুলেছিলেন তা যদিও প্রমাণিত হয় নি। তবুও টিভি চ্যানেলের গোপন ক্যামেরার সামনে চেতনের বলা কথাগুলি নিয়ে জলঘোলা চলে বেশ কিছুদিন। চেতনের পর স্টিং অপারেশনের কাঁটায় এবার বিদ্ধ কে এল রাহুল’ও (KL Rahul)। নাহ! তিনি কোনো টিভি চ্যানেল বা অন্য সংবাদমাধ্যমের গোপন ক্যামেরার সামনে বেঁফাস কিছু বলে ফেলেন নি। তবুও তাঁর একটি ‘স্টিং অপারেশন’-এর ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। সেখানে স্বয়ং রাহুল নয়, বরং রাহুলের অভিনয় করতে দেখা গিয়েছে এক কনটেন্ট ক্রিয়েটরকে।
Read More: “এভাবেই ওর ক্যারিয়ারটা নষ্ট করবে…” শ্রীলংকার বিরুদ্ধে সঞ্জুকে দলের সুযোগ না দিতেই সমাজ মাধ্যম শুরু হল চর্চা !!
মজার ‘স্টিং’ রাহুল’কে নিয়ে-
গত বছরের গোড়ার দিকে চেতন শর্মা’র (Chetan Sharma) স্টিং অপারেশন যখন ভারতীয় ক্রিকেটের ভিত নড়িয়ে দিয়েছিলো, তখনই তারকা ব্যাটার কে এল রাহুলকে (KL Rahul) নিয়ে এমন এক মজার স্টিং অপারেশনের ভিডিও বানান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সতীশ রয়। সেই সময় চূড়ান্ত অফ ফর্মে থাকা সত্ত্বেও রাহুলকে কার্যত বয়ে নিয়ে চলেছিলো টিম ইন্ডিয়া (Team India)। টেস্ট ও একদিনের ম্যাচে একের পর এক সুযোগ পাওয়া সত্ত্বেও সেরা ছন্দের ধারেপাশেও দেখা যাচ্ছিলো না কর্ণাটকের ক্রিকেটারকে। সেই নিয়ে ঠাট্টা করেই এই ভিডিওটি বানিয়েছিলেন সতীশ (Satish Ray)। তাতে নিজেই অভিনয় করেছিলেন ক্রিকেট তারকার ভূমিকায়। তাঁকে বলতে শোনা গিয়েছিলো যে আদতে দলের হেভিওয়েটদের গোপন তথ্য রয়েছে তাঁর কাছে। সেই কারণেই কারও সাহস নেই বাদ দেওয়ার।
ফিটনেস ফ্রিক বিরাট কোহলিকে নিয়ে কে এল রাহুল-রূপি সতীশের (Satish Ray) টিপ্পনি, “আদতে স্থূলকায় কোহলি। সিক্স প্যাক অ্যাব নেই তাঁর। বরং ভিএফএক্স-এর জাদুতে তা তৈরি করা হয়।” হার্দিক পান্ডিয়া নাকি আদতে ‘গৌরবর্ণ’, গোপন তথ্য ফাঁস করে জানান তিনি। রাহুলের ভূমিকায় অভিনয় করা সতীশ স্পষ্ট চ্যালেঞ্জ জানান অধিনায়ক রোহিত শর্মা’কে, বলেন, “দম আছে আমায় বাদ দেওয়ার? কি বলবে ও আমায়?” এছাড়াও ‘ঋণাত্মক’ সংখ্যায় রান করলেও তাঁকে যে বাদ দেওয়া হবে না, তাও দম্ভের সাথে প্রকাশ করতে শোনা যায় তাঁকে। নেহাৎ মজার ছলে বানানো এই ভিডিও নিয়ে সেই সময় হইচই পড়েছিলো সোশ্যাল মিডিয়ায়। এখনও সমান জনপ্রিয় সেটি। ইউটিউবে ২ লক্ষ ও ইন্সটাগ্রামে ৩ লক্ষের বেশী নেটিজেন লাইক দিয়েছেন এই ভিডিওতে।
দেখে নিন সতীশের ভিডিও’টি-
দুর্দান্ত কামব্যাক করেছেন কে এল রাহুল-
গত বছর সতীশ যখন এই স্টিং অপারেশনের মজার ভিডিওটি প্রকাশ করেছিলেন তখন ফর্ম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কে এল রাহুল (KL Rahul)। কর্ণাটকের ক্রিকেটারকে বাদও দিয়ে দেওয়া হয়েছিলো ভারতের টেস্ট দল থেকে। এরপর আইপিএলে গুরুতর চোটের সম্মুখীন হন তিনি। ছিটকে যান টুর্নামেন্ট থেকে। করাতে হয় অস্ত্রোপচার। দীর্ঘ সময়ের জন্য রিহ্যাবের মধ্যে দিয়ে যেতে হয়েছিলো তাঁকে। চোট সারিয়ে সেপ্টেম্বর মাসে যখন মাঠে ফেরেন তখন থেকে অবশ্য নয়া অবতারে রাহুলকে দেখা গিয়েছে ক্রিকেটের বাইশ গজে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে করেছেন শতরান। ওডিআই বিশ্বকাপেও ভারতের মিডল অর্ডারের স্তম্ভ হয়ে উঠতে দেখা গিয়েছিলো তাঁকে। ১১ ম্যাচে করেন ৪৫২ রান। গড় ছিলো ৭৫.৩৩।
এরপর অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই শতরান করেন তিনি। টেস্ট ক্রিকেটেও অনবদ্য পারফর্ম্যান্স করতে দেখা যায় কে এল রাহুল’কে (KL Rahul)। কঠিন পিচে চোখ ধাঁধানো শতরান করেন প্রোটিয়াদের বিপক্ষে। ঘরের মাঠে এরপর ইংল্যান্ডের বিপক্ষেও চমৎকার ইনিংস খেলেন তিনি। প্রায় দুই বছর আন্তর্জাতিক টি-২০ থেকে দূরে থাকলেও বাকি দুই ফর্ম্যাটে রাহুল যে দলে ‘অটোমেটিক চয়েজ’ তা স্বীকার করে নিয়েছেন মুখ্য নির্বাচক অজিত আগরকারও। ওডিআই ক্রিকেটে উইকেটরক্ষার দায়িত্বও কাঁধে তুলে নেন রাহুল (KL Rahul)। যা বাড়তি সাহায্য করে টিম ইন্ডিয়াকে। আগামী ২ অগস্ট থেকে শ্রীলঙ্কার বিপক্ষে রয়েছে ভারতের ওডিআই সিরিজ। সেখানেও দেখা যাবে রাহুলকে।