গত বছরের পয়লা মে লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে আইপিএলের (IPL) আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। এরপর গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যান তিনি। পরীক্ষানিরীক্ষার পর অস্ত্রোপচারের নিদান দিয়েছিলেন চিকিৎসকেরা। সেইমত লন্ডনে অস্ত্রোপচার করান তিনি। বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয়। খেলা হয় নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল। এরপর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শুরু করেন অনুশীলন। মাঠে ফেরেন সেপ্টেম্বর মাসে এশিয়া কাপের (Asia Cup 2023) আসরে। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে সমর্থকদের মনে আশার সঞ্চার করেছিলেন তিনি।
এরপর ভারতের মাঠে ওডিআই বিশ্বকাপেও চমৎকার পারফর্ম্যান্স করেন কে এল রাহ্যল (KL Rahul)। ১১ ম্যাচে ৭৫.৩৩ গড়ে ৪৫২ রান করেন তিনি। হয়ে উঠেছিলেন মিডল অর্ডারের অন্যতম ভরসা। উইকেটের পিছনে দস্তানা হাতেও দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তিনি। সাদা বলের বৃত্ত থেকে বেরিয়ে লাল বলের আঙিনাতেও টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করার পথে এগিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নের কঠিন পিচে যখন গোটা দল বেকায়দায়, রাহুলের (KL Rahul) অকুতোভয় শতরান নজর কেড়েছিলো। এমনকি নতুন বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও লড়াককু ৮০ রানের ইনিংস এসেছিলো তাঁর ব্যাট থেকে। এরপরেই ফের দুর্ভাগ্যের শিকার হন তিনি। ফের একবার চোট থাবা বসায় তাঁর শরীরে।
Read More: স্তম্ভিত ক্রিকেটদুনিয়া, চোখের জলে বাইশ গজ’কে বিদায় জানালেন এই তারকা !!
রাহুলের খেলা নিয়ে রয়েছে সংশয়-
হায়দ্রাবাদে ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট শেষ হওয়ার পরে জানা যায় কোয়াড্রিসেপস পেশীতে চোট পেয়েছেন কে এল রাহুল (KL Rahul)। প্রথমে তাঁর আঘাত’কে বিশেষ গুরুতর মনে করেন নি চিকিৎসকেরা। কেবল বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টটিতে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। রাহুল জাতীয় শিবির ছেড়ে কর্ণাটকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে উড়ে যায় রিহ্যাবের জন্য। সমাজমাধ্যমে ট্রেনিং-এর ভিডিও’ও পোস্ট করেছিলেন। রাহুল রাজকোট, রাঁচী বা ধর্মশালায় মাঠে নামতে পারবেন ধরে নিয়েই তাঁকে শেষ তিন টেস্টের স্কোয়াডেও জায়গা দিয়েছিলেন অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি। কিন্তু পরিস্থিতিতে বদল আসে আচমকাই। জানা যায় মিডল অর্ডার তারকার চোট বেশ গুরুতর। তৃতীয় ও চতুর্থ টেস্টে তাই রাহুলকে (KL Rahul) বাইরে রেখেই মাঠে নামতে হয়েছে ভারতকে।
রাহুলের (KL Rahul) চোট সম্পর্কে নতুন তথ্য মিলেছে ক্রিকবাজ সূত্রে। তারা জানাচ্ছে যে ধর্মশালাতে ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। পরীক্ষানিরীক্ষার জন্য সম্ভবত রাহুলকে ইংল্যান্ডে পাঠাচ্ছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। প্রসঙ্গত গতকালই ইংল্যান্ডে গোড়ালির অস্ত্রোপচার হয়েছে ভারতীয় ক্রিকেটের আরেক নক্ষত্র মহম্মদ শামির (Mohammed Shami)। সামনেই রয়েছে আইপিএল। ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন শামি। তাঁকে পাচ্ছে না গুজরাত টাইটান্স (IPL)। রাহুলের চোটের খবরে সংশয়ে কে এল রাহুলের দল লক্ষ্ণৌ সুপারজায়ান্টস’ও (LSG)। গত মরসুমের অর্ধেক সময়ই রাহুলকে (KL Rahul) পায় নি তারা, নেতৃত্বভার সামলেছিলেন ক্রুণাল পান্ডিয়া। এবার কি অপেক্ষা করে রয়েছে তাদের জন্য, তা জানা যাবে আর দিনকয়েকের মধ্যেই।