স্তম্ভিত ক্রিকেটদুনিয়া, চোখের জলে বাইশ গজ’কে বিদায় জানালেন এই তারকা !! 1

চলছে টেস্ট ক্রিকেটের মরসুম। ভারতের মাঠে টিম ইন্ডিয়ার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। গতকাল রাঁচীর মাঠে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে সিরিজ মুঠোবন্দী করেছেন রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল’রা। আগামী বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে ক্রিকেটদুনিয়ার আরও দুই হেভিওয়েট- নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। টি-২০ সিরিজে ইতিমধ্যে জয় পেয়েছে অজিরা। টেস্টের আসরে দুই ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বীর মধ্যে জয় পায় কে, তা নিয়ে রয়েছে আগ্রহ। গত দুই টেস্ট বিশ্বচ্যাম্পিয়নের দ্বৈরথ শুরুর আগেই অবশ্য মিললো চমকে দেওয়ার মত খবর। সিরিজ শুরুর আগেই সব ধরণের ক্রিকেট থেকে দাঁড়ালেন কিউই ক্রিকেটের অন্যতম তারকা নিল ওয়াগনার (Neil Wagner)।

বেসিন রিজার্ভে আয়োজিত হতে চলেছে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (NZ vs AUS) সিরিজের প্রথম ম্যাচটি। তার আগে কিউই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওয়াগনারকে জানিয়ে দেওয়া হয়েছিলো যে দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি নেই। প্রথম একাদশে সুযোগ মিলবে না, তা জানার পর আর দেরী করেন নি ওয়াগনার। সরাসরি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বেসিন রিজার্ভের মাঠে অনুশীলন চালাচ্ছে নিউজিল্যান্ড দল। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিলো ওয়াগনার’কে (Neil Wagner) কোচ গ্যারি স্টেড’কে (Gary Stead) পাশে বসিয়েই এক সাংবাদিক সম্মেলনে ক্রিকেটের বাইশ গজ থেকে সরে যাওয়ার খবর সাংবাদিকদের জানান বছর ৩৭-এর পেসার। লম্বা কেরিয়ারকে বিদায় জানানোর মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ক্রিকেট কিংবদন্তির চোখে দেখা যায় জল।

Read More: WPL 2024: “বিপক্ষকে কাত করতে বোলিংয়ে বেশ কিছু….”ম্যাচের সেরা হয়ে বড় খোলসা করলেন মারিজান ক্যাপ !!

দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ইতি টানছেন ওয়াগনার-

Neil Wagner | ক্রিকেট | Image: Twitter
Neil Wagner | Image: Twitter

সাংবাদিক সম্মেলনে অবসরের সিদ্ধান্ত জানানোর পর নিল ওয়াগনার (Neil Wagner) জানান, “আমি জানতাম সময় ফুরিয়ে আসছে। কথায় আছে, যখনই আপনি অবসরের কথা ভাববেন, বুঝে নেবেন যে সময় হয়ে গিয়েছে। আমিও জানতাম সময়টা আসবে দ্রুতই। গত সপ্তাহে অনেক ভেবেচিন্তে, আগামীর কথা মাথায় রেখে, ভবিষ্যতে যে টেস্টগুলি রয়েছে সেগুলির কথা ভেবে আমার মনে হয়েছে যে সরে যাওয়ার জন্য এটাই আদর্শ সময়।” তিনি আরও বলেন, “এটা কখনোই সহজ নয়। এটা একটা আবেগপ্রবণ রাস্তা, একটা বড় রোলারকোস্টার। কিন্তু আমার মনে হয়েছে যে এখন সময় উপস্থিত ব্যাটন’টা অন্য কারও হাতে তুলে দেওয়ার আর ব্ল্যাক ক্যাপ’টাকে ছেড়ে যাওয়ার, যাতে (আগামী প্রজন্ম) এই টুপির মর্যাদা আরও এগিয়ে নিয়ে যেতে পারে।”

১২ বছরের দীর্ঘ কেরিয়ারের বেশ কিছু সেরা মুহূর্ত’ও বেছে নিয়েছেন ওয়াগনার (Neil Wagner)। তালিকায় রয়েছে ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়। ক্রাইস্টচার্চে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৭ মিনিট ব্যাট করে দলকে সিরিজ জিতিয়েছিলেন ওয়াগনার। সেই অভিজ্ঞতাকেও রাখলেন পচন্দের তালিকায়। কেরিয়ারে ৬৪ টেস্টে নিয়েছেন ২৬০ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটসংখ্যা ৮২১। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নর্থ সাউন্ডের মাঠে অভিষেক হয়েছিলো ওয়াগনারের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে কেরিয়ারে দাঁড়ি টানলেন তিনি। ওয়াগনারের বিদায়ে শোকাহত নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক টিম সাউদী (Tim Southee)। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, “দলের জন্য ও সবকিছু করতে প্রস্তুত থাকত। লম্বা কেরিয়ারে ও কেবল শ্রদ্ধাই অর্জন করেছে।”

Also Read: WPL 2024: বল হাতে ইউপি দলের কোমর ভাঙলেন রাধা যাদব, ৪ উইকেট তুলে নিয়ে গড়লেন দিল্লির জয়ের ভিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *