বৃষ্টির কারণে কপাল পুড়লো KKR’এর, SRH’এর বিরুদ্ধে খেলতে হবে প্রথম কোয়ালিফায়ার !! 1

আজ চলতি আইপিএলের (IPL 2024) গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স দলের মধ্যে (RR vs KKR)। আজকের ম্যাচটি বৃষ্টির কারণে গিয়েছে ভেস্তে, যে কারণে উভয় দলকে একটি করে পয়েন্ট দেওয়া হয়েছে। গ্রুপ পর্যায়ের ৭০’টি ম্যাচের পরিসমাপ্তির পর পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং তালিকায় তৃতীয় স্থানে নেমে আসলো রাজস্থান রয়্যালস (RR)। সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টিপাতের পর অবশেষে বৃষ্টির ধরণ দেখে সাত ওভারের খেলা চালু হয় দুই দলের মধ্যে। তবে টসের পরেই আবার শুরু হয়ে যায় বৃষ্টি। নির্ধারিত সময়ের মধ্যে খেলা শুরু না হওয়ার কারণে আজকের ম্যাচটি বিনা ফলাফলেই পরিসমাপ্ত হয়।

দুই দলকে একটি করে পয়েন্ট দেওয়ার পর ২০ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে বিরাজমান রয়েছে নাইট রাইডার্স (KKR) এবং ১ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস (RR) ১৭ পয়েন্ট পেলেও নেট রান রেটের বিচারে তাদের পক্ষে দ্বিতীয় স্থানে পৌঁছানো সম্ভব হলো না। কারন রবিবার সকালের ম্যাচেই পাঞ্জাব কিংসকে (PBKS) পরাস্ত করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) এবং তারাও ১৭ পয়েন্ট নিয়ে রাজস্থানের থেকে ভালো নেট রান রেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, গতকাল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RR) চতুর্থ দল হিসাবে চলতি আইপিএলে কোয়ালিফাই করেছে।

Read More: IPL 2024: রোহিতের দলত্যাগ রুখতে তৎপর মুম্বই ইন্ডিয়ান্স, মাঠেই বৈঠক সারলেন নীতা ও আকাশ আম্বানি !!

প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ

Ipl 2024
IPL 2024 | Image: Getty Images

বৃষ্টিতে আজকের খেলা ভেস্তে যাওয়ার ফলে প্রথম দুই দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স (KKR) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দল আগামী ২১ মে মুখোমুখি হতে চলেছে। পাশাপশি, তৃতীয় ও চতুর্থ দল হিসেবে প্লে-অফের জন্য কোয়ালিফাই করা রাজস্থান রয়্যালস (RR) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) আগামী ২২ তারিখ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই মুখোমুখি হতে চলেছে।

প্রসঙ্গত, প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দল সরাসরি ফাইনালের মঞ্চে প্রবেশ করবে। তবে প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও বাড়তি একটি সুযোগ থাকবে হেরে যাওয়া দলটির কাছে। এলিমিনেটরে মুখোমুখি হওয়া দুই দলের মধ্যে যে দল হারবে সেই দল আইপিএলের মঞ্চ থেকে বিদায় নেবে এবং জয়ী দলটিকে আগামী ২৪মে চেন্নাইতে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হওয়া দলের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে। দুই কোয়ালিফায়ার ম্যাচে জয়ী দল দুটি ২৬মে চেন্নাইতেই মেগা ফাইনাল খেলবে।

চলতি আইপিএলে কলকাতা ও হায়দ্রাবাদ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। প্রথমে ব্যাটিং করে কলকাতা দল ২০৮ রান বানিয়েছিল এবং সেই রান তাড়া করতে এসে ৪ রানে পরাজিত হয় সানরাইজার্স। আসন্ন প্লে-অফে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।

Read Also: IPL 2024: ব্যাটিং শক্তিতে বলীয়ান হায়দ্রাবাদ, পাঞ্জাবকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় কামিন্স’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *