IPL 2024 Final: সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করে আইপিএল ইতিহাসে তৃতীয়বার শিরোপা জয় করে নিলো কলকাতা নাইট রাইডার্স। ৫৭ বল বাঁকি থাকতেই সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে পরাস্ত করলো কলকাতার নাইটসরা। টস জিতে প্রথমে ব্যাটিং করতে আসা সানরাইজার্স দলের সিদ্ধান্তকে একেবারে ভুল প্রমাণ করে ছাড়েন কিংবদন্তি অজি পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)। স্টার্কের গতির সামনে প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরেন সানরাইজার্স দলের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। দ্বিতীয় ওভারেই আবার একবার কলকাতার বিরুদ্ধে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন সানরাইজার্স দলের আর এক ওপেনার ট্রেভিস হেড (Travis Head)।
১১৩ রানে শেষ হয় হায়দ্রাবাদের ব্যাটিং
এমনকি পাওয়ার প্লের ভিতরেই ইনফর্ম রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi) বড় শট খেলার প্রচেষ্টায় উইকেট হারান, ১৩ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। পাওয়ার প্লের ভিতরে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে আসে নাইট রাইডার্স দল। আজকের ম্যাচে দলের হয়ে সর্বাধিক স্কোরটি বানান ক্যাপ্টেন কামিন্স, ১৯ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। SRH’এর হয়ে ২৩ বলে ২০ রান বানান এইডেন মার্করাম। হর্ষিত রানার (Harshit Rana) দুরন্ত স্পেলে কাবু হয়ে যায় হায়দ্রাবাদ দলের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা।
১০ বলে ১৩ রান বানিয়ে আউট হন নীতিশ রেড্ডি ও ১৭ বলে ১৬ রান বানিয়ে উইকেটরক্ষক হেনরিখ ক্লাসেন (Heinrich Klassen) প্যাভিলিয়নে ফিরতেই শুরু হয়ে যায় বিপত্তি। মাত্র ১১৩ রানে শেষ হয় হায়দ্রাবাদ দলের ব্যাটিং। কলকাতার হয়ে সর্বাধিক ৩ উইকেট তুলে নেন অন্দ্রে রাসেল (Andre Russell), ২টি করে উইকেট সংগ্রহ করেন মিচেল স্টার্ক ও হর্ষিত রানা। বাঁকি ৩ বোলারের খাতায় ১টি করে উইকেট যোগ হয়।
৫৭ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে কলকাতা
এই রান তাড়া করতে এসে, পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলে নাইট রাইডার্স দলের ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতেই ৭২ রান জুড়ে দেন নাইটরা। প্রথম ওভারে ৫ রান দিয়ে বেশ ভালো সূচনা দেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন প্যাট কামিন্স এবং তার প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দেন সুনীল নারিন (Sunil Narine)। দ্বিতীয় বলে বড় শট খেলার প্রচেষ্টায় উইকেট হারান তিনি। ১১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিং করতে আসেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন তিনি।
দলের হয়ে ৫টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৩২ বলে ৩৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ, পাশাপশি দলের হয়ে সর্বাধিক স্কোরটি বানান ভেঙ্কটেশ আইয়ার, দলের হয়ে ২৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কার বিনিমিয়ে ৫২ রান বানান তিনি এবং ক্যাপ্টেন আইয়ার ৬ রান বানিয়ে ৫৭ বল বাঁকি থাকতেই কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন করে তুললো।