পরিসমাপ্তি ঘটলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৪’এর প্রথম কোয়ালিফায়ার। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকায় শীর্ষ দুই স্থানে থাকা কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। আজকের মেগা ম্যাচে টস জেতেন হায়দ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের ভিতরেই ৪ উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স দলের প্রমুখ বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc) ৩ উইকেট নেন এবং বৈভব অরোরা এক উইকেট নিয়ে সানরাইজার্স দলের ব্যাটিং স্তম্ভকে ভেঙে চুরমার করে দেন।
১৫৯’ রানে শেষ হয় হায়দ্রাবাদের প্রথম ইনিংস
ট্রেভিস হেড (Travis Head) আজকের ম্যাচেও খাতা খুলতে হন ব্যার্থ, এমনকি ফর্মে থাকা অভিষেক শর্মা (Abhishek Sharma) ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। দুই ওপেনার ব্যাটসম্যানের ব্যর্থতার জন্য আজকে মুখ থুবড়ে পড়লো সানরাইজার্স। দলের হয়ে সর্বাধিক ৩৫ বলে ৭টি চার ও ১টি ছক্কার বিনিময় ৫৫ রানের একটি লড়াকু ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। পাশাপাশি ২১ বলে ৩২ রান বানান উইকেট রক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)।
Read More: IPL 2024: “তৃতীয় খেতাব আসছেই…” সানরাইজার্সকে গুঁড়িয়ে ফাইনালে নাইট’রা, উচ্ছ্বাসে ভাসছে নেটপাড়া !!
হায়দ্রাবাদ দল ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায় এবং তারা নির্ধারিত ওভারে ১৫৯ রান বানাতেই সক্ষম হয়। কলকতার হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন স্টার্ক এবং ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। জয়ের জন্য ১৬০ রান দরকার ছিল কলকাতার। চলতি মরশুমে প্রথম বার ওপেনিং জুটির পরিবর্তন ঘটে কলকাতা দলে। আজ ওপেনিং করতে আসেন রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz) ও সুনীল নারিন (Sunil Narine)।
৩৮ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে KKR
রান তাড়া করতে এসে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন কলকাতা দলের দুই ওপেনিং ব্যাটসম্যান সুনীল নারিন (Sunil Narine) ও রহমাতুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)। ১৪ বলে ২টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ২৩ রান বানান গুরবাজ, ১৬ বলে ৪টি চার হাঁকিয়ে ২১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২৮ বলে ৫টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৫১ রান বানান পাশাপশি, ২৪ বলে ৫টি চার ও ৪ছক্কার বিনিময়ে ৫৮ রান বানিয়েছেন। ১৩.৪ ওভারে ১৬৪ রান বানিয়ে ফাইনালের জন্য জায়গা পাকা করে ফেললো।