KKR
Kolkata Knight Riders | Image: Getty Images

পরিসমাপ্তি ঘটলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২৪’এর (IPL 2024)। পুরো টুর্নামেন্ট জুড়ে অসম্ভব ভালো ক্রিকেট খেলেছে কলকাতা নাইট রাইডার্স এবং আজকের মেগা ফাইনালে তৃতীয় বারের জন্য শিরোপা জয় করলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কলকাতা নাইট রাইডার্স। আজকের মেগা ইভেন্টে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। দুই দলের লড়াইয়ে আবার একবার বাজিমাত করলো সানরাইজার্স দল, ক্যাপ্টেন হিসাবে প্রথম কোনো ফাইনাল হারলেন প্যাট কামিন্স (Pat Cummins)। আজকের মেগা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছিলেন তিনি এবং প্রথমে ব্যাটিং করতে এসে সম্পূর্ণরূপে ব্যার্থ হয় সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। প্রথম ওভার থেকেই উইকেট হারাতে শুরু করে হায়দ্রাবাদ দল।

SRH’কে হারিয়ে তৃতীয় খেতাব জয় করলো KKR

KKR vs SRH, IPL 2024
KKR vs SRH | Image: Getty Images

পাওয়ার প্লেতেই ৩ টপ অর্ডার ব্যাটসম্যানদের হারায় সানরাইজার্স। সানরাইজার্স দলের সেরা সর্বাধিক রান বানিয়েছেন ক্যাপ্টেন কামিন্স, ১৯ বলে বানিয়েছেন ২৪ রান এবং দ্বিতীয় সর্বাধিক রানটি (২০) বানিয়েছেন প্রাক্তন ক্যাপ্টেন এইডেন মার্করাম (Aiden Markram)। প্রথমে ব্যাটিং করতে এসে লজ্জার নজির গড়লো সানরাইজার্স হায়দ্রাবাদ, ফাইনালের ইতিহাসে তাদের বানানো ১১৩ রানটি হলো টুর্নামেন্ট ইতিহাসের সবথেকে কম রান।

Read More: IPL 2024: ব্যাট হাতে আইপিএলের বাইশ গজে রাজত্ব ‘কিং’ কোহলির, প্রত্যাবর্তন ‘পার্পল’ প্যাটেলের !!

এই রান তাড়া করতে এসে, দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরেন অলরাউন্ডার সুনীল নারিন (Sunil Narine)। দলের হয়ে সর্বাধিক ২৬ বলে ৫২ রানের ইনিংসটি খেলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) এবং ৩২ বলে ৩৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস মেগা ফাইনালে দলকে উপহার দিয়েছেন রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। মাত্র ১০.৩ ওভারেই জয় সুনিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের পরেই কলকাতা শিবিরের প্লেয়াররা দৌড় লাগাতে শুরু করে দেন এবং তাদের এই সেলিব্রেশন এখন সমাজ মাধ্যমে ভাইরাল।

দেখেনিন ভিডিও

টুর্নামেন্ট জুড়ে বেশ দারুন প্রদর্শন দেখিয়েছে দুই দলই। তবে চলতি মরসুমে দুই দল যে ৩ বার মুখোমুখি হয়েছে, সেই ৩ বারের মধ্যেই কলকাতা দল ৩ বার সানরাইজার্সকে পরাজিত করেছে। গ্রুপ পর্যায়ে ১৪ ম্যাচে ৯ ম্যাচে জয় পেয়েছিল কলকাতা এবং বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল দুটি ম্যাচ তাই পয়েন্ট তালিকায় শীর্ষে বিরাজমান ছিল  কলকাতা। প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে যায় কলকাতা এবং ২০১২, ২০১৪ সালের পর অবশেষে ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অধিনায়কত্বে তৃতীয় আইপিএল খেতাব জয় করলো KKR।

Read Also: IPL 2024 Final: ট্রফি জিতে আবেগে ভাসলেন গৌতম গম্ভীর, সেলিব্রেশনে মাতলেন সুনীল নারাইনের সাথে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *