Big Breaking: জন্টি রোডস হতে চলেছেন টিম ইন্ডিয়ার নতুন কোচ, BCCI করলো বড় ঘোষণা !! 1

বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়ার (Team India) পারফরমেন্স অতুলনীয়। আপাতত সুপার এইটের মঞ্চে প্রবেশ করে গিয়েছে ভারতীয় দল, ভারতীয় দলের কাছে আছে বড় চ্যালেঞ্জ সুপার এইটের মঞ্চে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার। আর বিশ্বকাপ কাটতে না কাটতেই প্রকাশিত হবে ভারতীয় দলের নতুন কোচের নাম।

আইপিএললের মাঝামাঝি সময়ে রাহুল দ্রাবিড় জানিয়ে দিয়েছিলেন তিনি ভারতীয় দলের সঙ্গে আর কাজ করতে চান না, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দ্রাবিড় ভারতীয় দলের কোচিং না করানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের লক্ষ্য থাকবে একজন পরিপক্ক প্লেয়ারকে জাতীয় দলের কোচ বানানোর।

Read More: Team India: গৌতম গম্ভীরকে হেড কোচ করা ভারী পড়ছে BCCI’এর, কাঙাল হতে চলেছে বোর্ড !!

গৌতম গম্ভীরের হাতে তুলে দেওয়া হবে টিম ইন্ডিয়ার দায়িত্ব

Gautam Gambhir, team india
Gautam Gambhir | Image: Getty Images

বেশ কয়েক সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলের (Team India) পরবর্তী প্রধান কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপের পর গম্ভীর দলের সঙ্গে যোগ দেবেন। শুধু গম্ভীর নন তিনি তার পছন্দের পাত্রদের সাপোর্টিং স্টাফ হিসাবে রাখতে পারেন। এখন ভারতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বোলিং কোচ পরশ মামরে এবং ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপ দায়িত্বে রয়েছেন।

দ্রাবিড়ের সাথে সাথে তাঁদের মেয়াদও শেষের দিকে। জানা গিয়েছে, গম্ভীর তাঁর সঙ্গে পছন্দের কোচিং স্টাফ নিয়ে আসবেন। বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় দলে প্রধান কোচের পাশাপশি দলের ফিল্ডিং কোচের পরিবর্তন হতে চলেছে। ভারতীয় দলের পরবর্তী ফিল্ডিং কোচ হবেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি প্লেয়ার জন্টি রোডস (Jonty Rhodes)।

জন্টি রোডস হচ্ছেন ভারতের ফিল্ডিং কোচ

Jonty Rhodes, team india
Jonty Rhodes | Image: Getty Images

২০১৯ সালে ফিল্ডিং কোচের জন্য আবেদন করেছিলেন জন্টি রোডস। কিন্তু বোর্ড ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরকে ধরে রাখতে চেয়েছিল। তৎকালীন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী শ্রীধর ও ভরত অরুণকে নিয়োগ করেছিলেন। তবে এবার নতুন করে সাপোর্টিং স্টাফ গঠন করতে চায় টিম ইন্ডিয়া ও গৌতম গম্ভীর। আপাতত বিসিসিআইয়ের (BCCI) পছন্দের তালিকায় একনম্বরে উঠে আসলেন জন্টি রোডস।

যদিও এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি বিসিসিআই। জানা গিয়েছে বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পরেই ঘোষণা করা হবে ভারতীয় দলের প্রধান কোচ ও সাপোর্টিং স্টাফ দের নাম। যদিও বিগত কিছু সময় ধরে ভারতের ফিল্ডিং কোচের ভূমিকা বেশ ভালো ভাবেই পালন করেছিলেন, তবে দিলীপকে হয়তো ধরে রাখবে না টিম ম্যানেজমেন্ট।

Read Also: শাকিব আদৌ অপমান করেন নি শেহবাগ’কে, ভিডিও প্রকাশ্যে আসতেই মিললো প্রমাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *