রবীন্দ্র জাদেজা নিজের দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে পরিচিত। তিনি মাঠে দুর্দান্ত সব ক্যাচ নেন। সেই সঙ্গে তার থ্রোও ভীষণই ভালো। বাউন্ডারিতে স্লাইড করে বল ধরতেও তিনি দক্ষ আর বলের পেছনেও তিনি যথেষ্ট দ্রুত দৌড়ন। যখনই তিনি ডাইভ মারার সুযোগ পান তখনও তিনি পেছিয়ে থাকেননা। বেশ কয়েকবার তিনি নিজের দুর্দান্ত ফিটনেসের নমুনা মাঠে দেখিয়েছেন। জাদেজা ওয়াগনরের […]