জয়ের পর কিংস ইলেভেন পাঞ্জাবকে একেবারে নোংরা চিমটি দিলেন জোফ্রা আর্চার 1

গতকাল কার্যত এবারের আইপিএল তো বটেই, গত ১২ মরশুমের আইপিএল এর সেরা ম্যাচ হয়েছে বলা যেতেই পারে। শারজাহের ছোট মাঠে রানের বন্যায় শেষ অবধি জয়লাভ করে রাজস্থান রয়্যালস। মাত্র ৪২ বলে ৮৫ রান করে রাজস্থানকে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছিলেন স্যামসন। তার সাথে যোগ্য সঙ্গত দিয়েছিলেন স্টিভ স্মিথ এবং রাহুল তেওয়াটিয়া। শুরুর দিকে মাত্র ২৭ বলে ৫০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন স্মিথ, আর শেষের দিকে দুরন্ত ব্যাটিংয়ে ৩১ বলে ৫৩ রান করে রাজস্থানকে জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া।

IPL 2020, RR vs KXIP, Rajasthan Royals vs Kings XI Punjab: Players To Watch Out For | Cricket News

শুরুতে রাজস্থান রয়্যালসের বোলারদের পিটিয়ে ২২৩ রানের বিশাল লক্ষ্য তুলে দিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। মায়াঙ্ক আগরওয়ালের দুরন্ত শতরান এবং অধিনায়ক কে এল রাহুলের দায়িত্বশীল ইনিংসের জেরে এই বিশাল রানে পৌঁছেছিল তারা। আর সেই ইনিংসে প্রচুর মার খেয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার। আর সেই নিয়ে ইনিংস ব্রেকে কিংস ইলেভেন পাঞ্জাবের টুইটার হ্যান্ডেল একটি মজাদার টুইট করে। প্রথম ইনিংসে জোফ্রা আর্চার চার ওভারে বিনা উইকেটে ৪৬ রান দিয়ে আসেন। আর সেই লজ্জাজনক বোলিং ফিগার নিজেদের টুইটারে পোস্ট করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব।

কিন্তু দ্বিতীয় ইনিংসে স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন – এবং শেষে রাহুল তেওয়াটিয়ার ঝোড়ো ইনিংসে হারা ম্যাচ জিতে যায় রাজস্থান। রান তাড়া করতে নেমে ব্যাট হাতেও কয়েকটি ছয় মারেন জোফ্রা আর্চারও। আর এরপর কিংস ইলেভেন পাঞ্জাবের সেই টুইটের জবাব দিলেন আর্চার। একেবারে ছোট্ট কথায় নোংরা চিমটি দিলেন ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। কিংস ইলেভেন পাঞ্জাবের টুইটারের জবাবে আর্চার লেখেন, “বলা যেতে পারে, বিষয়টা ঠিকঠাকই হল।”

গত ম্যাচেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন আর্চার। শেষ ওভারে লুঙ্গি এনগিডির প্রথম দুই বলে ২৭ রান হাঁকিয়েছিলেন আর্চার। আর তারপর গতকাল ম্যাচ যখন কঠিন পরিস্থিতিতে ছিল, তখন মাত্র তিন বলে ১৩ রানের দুরন্ত ক্যামিও খেলেছেন, যার মধ্যে দুটি বলই ছয় হাঁকিয়েছেন তিনি। ফলে বোলিংয়ে ব্যর্থ হলেও ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসকে ভরসা দিতে পারেন, তা আবারও প্রমাণ করে দিয়েছেন এই ইংরেজ ফাস্ট বোলার।

Grateful to Rajasthan Royals for taking a chance on me: Jofra Archer - Sports News

যদিও কালকের সারপ্রাইজ প্যাকেজ ছিলেন অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া। বোলিংয়ে সেরকম প্রভাব না দেখালেও ব্যাটিংয়ে একেবারে সকলকে অবাক করে দিয়েছিলেন। অনেকে ভুরু কুঁচকেছিলেন রাহুল তেওয়াটিয়ার ব্যাটিং অর্ডারে উঠে আসা নিয়ে। দলে রবিন উত্থাপ্পা, রিয়ান পরাগ, জোফ্রা আর্চার, টম কারানের মত বিগ হিটার থাকতে কেন রাহুল তেওয়াটিয়াকে আগে নামানো হয়েছিল, সে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। প্রথমদিকে না সামলাতে পারলেও পরে যা দেখালেন তেওয়াটিয়া, অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন সবাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *