“সেরা স্ক্রিপ্ট রাইটার বলে কথা…” পুরষ্কৃত জয় শাহ, নেটমাধ্যম ভরলো কটাক্ষের বন্যায় !! 1

গত তিন-চার বছরে ভারতীয় ক্রিকেটের অন্যতম চর্চিত নাম জয় শাহ (Jay Shah)। গুজরাত ক্রিকেট সংস্থার উচ্চপদে এক সময় ছিলেন। বর্তমানে রয়েছেন দেশের ক্রিকেট প্রশাসনে। ২০১৯ সালে ক্রিকেট নিয়ামক সংস্থার সচিব পদে বসেন তিনি। এরপর দুই দফায় সামলাচ্ছেন দায়িত্ব। প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়’কে (Sourav Ganguly) দ্বিতীয় দফায় দায়িত্ব দেওয়া না হলেও জয় শাহ (Jay Shah) কি করে প্রথা ভেঙে দ্বিতীয় দফায় সচিব পদে রয়ে গেলেন তা নিয়ে ২০২২ সালের অক্টোবর-নভেম্বর নাগাদ বিস্তর জলঘোলা হয়েছিলো। ব্যবসায়ী, ক্রিকেট প্রশাসক ছাড়াও জয় শাহের আরও একটি পরিচয় রয়েছে। তিনি ভারতীয় জনতা পার্টি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) পুত্র। জয় শাহের ভারতীয় ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পিছনে রাজনৈতিক মদত উড়িয়ে দিতে তাই চান না অনেকে।

Read More: এবার বোলিং কোচের ভূমিকায় নীরজ চোপড়া, গতি বাড়ানোর টিপস দিলেন জসপ্রীত বুমরাহ’কে !!

বিসিসিআই সচিব পদে জয় শাহের (Jay Shah) কার্যকাল এখনও অবধি কেটেছে ভালোয় মন্দয় মিশিয়ে। আইপিএলের ব্র্যান্ডকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া, ভারতীয় ক্রিকেটে আরও বেশী অর্থের বিনিয়োগ নিয়ে আসার জন্য যেমন অনেকেই সাধুবাদ জানিয়েছেন তাঁকে, তেমন সমালোচনাও জুটেছে বিস্তর। সরাসরি ক্রিকেটীয় নানা বিষয়ে হস্তক্ষেপ, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান হিসেবে নেওয়া জয় শাহের (Jay Shah) একাধিক সিদ্ধান্ত মনঃপুত হয় নি ক্রিকেটপ্রেমীদের। নিজে কখনও ক্রিকেটার ছিলেন না জয় শাহ। ‘যিনি ক্রিকেটার নন, তিনি ক্রিকেটের ভালোমন্দ কি করে বুঝবেন?’ প্রশ্ন তুলেছেন নিন্দুকেরা। সাদা-কালোর মিশেলে তিনি যে সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্র তা নিয়ে অবশ্য মতভেদ নেই কারও মধ্যে।

সম্প্রতি ভারতীয় বোর্ড সচিব’কে পুরষ্কৃত করেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সংক্ষেপে CII। স্পোর্টস বিজনেস লিডার হিসেবে স্মারক তুলে দেওয়া হয়েছে জয় শাহের (Jay Shah) হাতে। সেই ছবি শেয়ার’ও করা হয়েছে বিসিসিআই-এর এক্স (পূর্বতন ট্যুইটার) অ্যাকাউন্ট থেকে। অনেকে তাঁকে শুভেচ্ছা জানালেও জয় শাহের (Jay Shah) পুরষ্কার প্রাপ্তি ভালো চোখে নেন নি ক্রিকেট অনুরাগীদের একটা বড় অংশ। তাঁর স্পোর্টস বিজনেস লিডার পুরষ্কার পাওয়া নিয়ে কটাক্ষ করে এক ব্যক্তি লিখেছেন, ‘খেলাকে তো বিজনেস বা ব্যবসাতেই পরিণত করেছেন জয় শাহ। শুধু আর্থিক লাভ-লোকসানের কথা ভাবার ফলেই আইসিসি মঞ্চে সাফল্য অধরা থাকছে।‘ ‘কিসের ভিত্তিতে এই পুরষ্কার পেলেন জয় শাহ?’ প্রশ্ন তুলেছেন আরও একজন। ‘যে ভাবে বিশ্বকাপের চিত্রনাট্য লিখেছেন, তাতে সেরা চিত্রনাট্যকারের পুরষ্কার পেলেও অবাক হতাম না’ টিপ্পনি আরও এক নেটিজেনের।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: ১৫৮ কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার BCCI, বাইজুসের বিরুদ্ধে আইনি পথে হাঁটছেন জয় শাহ, রজার বিনি’রা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *