পরিসমাপ্তি ঘটলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) সপ্তদশ সিজিনের। দীর্ঘ ৭৪ ম্যাচ শেষে জানা গেল আইপিএল বিজেতার নাম। চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্স (KKR) মেগা ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) পরাস্ত করে আইপিএল ইতিহাসের তৃতীয় শিরোপা জয় করলো। মেগা ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে যথেষ্ঠ এগিয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স এবং প্রথমে ব্যাটিং করতে এসে হায়দ্রাবাদ দলের ব্যাটিং বিভাগ তাসের ঘরের মতন ভেঙে যায়। মেগা ফাইনালে কেবল মাত্র ১১৩ রান বানাতে সক্ষম হয় হায়দ্রাবাদ বাদ। চলতি মরশুমে হায়দ্রাবাদ ২৮৭ রানের পাহাড় সমান স্কোর করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে, তবে প্লে-অফের ম্যাচে তাদের কলকাতার বিরুদ্ধে দুই ম্যাচেই সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
তৃতীয় ট্রফি জয় করলো KKR
অন্যদিকে এই রান তাড়া করতে এসে হায়দ্রাবাদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং প্রদর্শনী দেখান ওপেনার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ও ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। বড় ম্যাচে আবার একবার অর্ধ-শতরান হাঁকালেন ভেঙ্কটেশ, ২৬ বলেই ৫২ রানের ইনিংস খেলেন তিনি, পাশাপাশি মরসুমের দ্বিতীয় ম্যাচ খেলা গুরবাজ ৩৯ রানের ইনিংস খেলে ৫৭ বল বাঁকি থাকতেই কলকাতার হয়ে জয় সুনিশ্চিত করেন। ২০১২ সালে প্রথম চেন্নাইকে হারিয়ে আইপিএল খেতাব জয় করেছিল কলকাতা, এরপর ২০১৪ সালে তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবকে (পাঞ্জাব কিংস) হারিয়ে দ্বিতীয় খেতাব জয় করেছিল কলকাতা নাইট বাহিনী। আর চলতি মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে ট্রফি জয়ের হ্যাটট্রিক করলো কলকাতা।
গ্রাউন্ডস ম্যানদের উদ্যেশ্যে বড় পুরস্কার ঘোষণা করলেন জয় শাহ
জানা গিয়েছে, চলতি আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি লক্ষ করা গিয়েছিল এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করে গ্রাউন্ডস ম্যানরা খেলার জন্য মাঠ উপযুক্ত করে তোলেন। তাই বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) মাঠ পিছু ২৫ লক্ষ টাকার অনুদান দিয়েছেন গ্রাউন্ডস ম্যান ও পিচ কিউরেটরদের জন্য। পাশাপাশি ৩ ভেন্যুতে তিনি অতিরিক্ত ১০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন চলতি আইপিএলে মাঠ ও পিচ পরিচর্যার জন্য কঠোর পরিশ্রম করার জন্য। তাছাড়া চলতি আইপিএলে হায়দ্রাবাদ ক্রিকেট কাউন্সিলকে সেরা পিচ ও মাঠ পরিচর্যার জন্য পুরস্কার ঘোষণা করেছে আইপিএল কতৃপক্ষ।