jasprit-bumrah-seen-with-mystery-girl

লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে যদিও থামতে হয়েছিলো উইকেটশূন্য। শেষমেশ সেই ম্যাচ পাঁচ উইকেটের ব্যবধানেই হারে ভারতীয় দল। মাসখানেক আগে অস্ট্রেলিয়া সফরে একটানা পাঁচটি টেস্ট খেলার পর পিঠের চোটের কবলে পড়েছিলেন বুমরাহ। তাই ইংল্যান্ডের বিপক্ষে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় ম্যাচে দেশের সেরা পেস অস্ত্রকে দেখা যাবে কিনা তা নিয়ে রীতিমত চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছিলো হেডিংলে টেস্টের পর থেকেই। শেষমেশ তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে টিম ম্যানেজমেন্ট। শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা যখন এজবাস্টনে দেশকে জেতানোর জন্য ঘাম ঝরাচ্ছেন, তখন বুমরাহ’র (Jasprit Bumrah) সময় কাটছে রিজার্ভ বেঞ্চে।

Read More: IND vs ENG 2nd Test: স্মিথ-ব্রুকের জোড়া শতরান সত্ত্বেও এগিয়ে ভারত, এজবাস্টন মাতালেন মহম্মদ সিরাজ !!

আজ টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীন ড্রেসিংরুমে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরাবন্দী হন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দেখা যায় পেস তারকা নিমগ্ন হয়ে ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন। তবে নেটজনতার নজর কেড়ে নেন তাঁর পাশে উপবিষ্ট এক তরুণী। বুমরাহ (Jasprit Bumrah) যতটা মনোযোগ দিয়ে মাঠের দিকে তাকিয়ে ছিলেন, ঠিক ততটা মনোযোগ দিয়েই ঐ তরুণী তাকিয়ে ছিলেন বিশ্বসেরা বোলারের দিকে। কে ঐ তরুণী? কিছুক্ষণের মধ্যেই শুরু হয় তাঁর পরিচয় সংক্রান্ত খোঁজখবর। ‘সঞ্জনা গণেশন অতীত, এখন ড্রেসিংরুমেই নয়া বান্ধবী খুঁজে নিয়েছেন বুমরাহ,’ নেটমাধ্যমে লেখেন একজন। ‘নতুন করে ঘর বাঁধছেন বুমরাহ?’ প্রশ্ন তুলতে দেখা গিয়েছে আরও এক নেটনাগরিককে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য ফাঁস হয় ঐ তরুণীর পরিচয়। জানা যায় যে তাঁর নাম রাজল আরোরা। দীর্ঘদিন ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার হিসেবে রয়েছেন তিনি।

বুমরাহবিহীন (Jasprit Bumrah) ভারতীয় বোলিং লাইন-আপ এজবাস্টনে আদৌ পায়ের তলার মাটি খুঁজে পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। আজ যাবতীয় প্রশ্নের জবাব দিলেন আকাশ দীপ ও মহম্মদ সিরাজ। দিনের শুরুতেই জো রুট ও বেন স্টোকসকে পরপর দুই বলে সাজঘরে ফিরিয়ে ভারতকে এগিয়ে দেন হায়দ্রাবাদের সিরাজ। এরপর জেইমি স্মিথ ও হ্যারি ব্রুকের ৩০২ রানের জুটি লড়াইতে ফিরিয়েছিলো ইংল্যান্ডকে। তবে তৃতীয় সেশনে পরপর ব্রুক ও ওকস’কে ফিরিয়ে ফের ম্যাচের রাশ কেড়ে নেন বাংলার আকাশ দীপ। ইনিংসে ৪ উইকেট তাঁর ঝুলিতে। বাকি কাজটা সম্পূর্ণ করেন সিরাজ (Mohammed Siraj)। ব্রাইডন কার্স ও জশ টাং-কে দুর্দান্ত ইনস্যুইং-এ লেগ বিফোর করেন তিনি। তাঁর অনবদ্য ডেলিভারি ছিটকে দেয় শোয়েব বশিরের অফস্টাম্পের বেল। ৬ উইকেট তুলে নিয়ে ভারতকে ১৮০ রানের লিড এনে দেন তিনি।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs ENG 2nd Test: “DSP’র রোষে ইংল্যান্ড…” সিরাজের ঝুলিতে ৬ উইকেট, শুভেচ্ছায় ভাসালো সোশ্যাল মিডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *