jasprit-bumrah-new-no-1-test-bowler
Jasprit Bumrah | Image: Getty Images

ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে এই মুহূর্তে সেরা ফাস্ট বোলার কে? বিশ্বের যে প্রান্তেই এই প্রশ্ন করা হোক না কেন, উত্তরদাতাদের ৮০ শতাংশের মুখে শোনা যাবে জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) নাম। ভারতের ডান হাতি পেসার মন্ত্রমুগ্ধ করে রেখেছেন বাইশ গজের দুনিয়াকে। স্যুইং, গতি, নিয়ন্ত্রণ-সব দিক থেকেই অনন্য তিনি। মৃতপ্রায় পিচকেও প্রাণবন্ত বানিয়ে নিয়মিত উইকেট তুলে নিতে সিদ্ধহস্ত তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিলো সীমিত ওভারের দুই ফর্ম্যাটে। একটা সময় তাঁকে ‘হোয়াইট বল’ স্পেশ্যালিস্ট দাগিয়েও দিতে চেয়েছিলেন অনেকে। কিন্তু প্রতিভা, পরিশ্রম আর অধ্যবসায়ের জোরে আজ লাল বলকেও বশ্যতা স্বীকার করিয়েছেন তিনি। কেরিয়ারের প্রথম ১৭টি টেস্ট খেলেছিলেন বিদেশের মাটিতে। বর্তমানে উপমহাদেশের বাইশ গজেও প্রতিপক্ষের ত্রাসের নাম-জসপ্রীত জসবীরসিং বুমরাহ (Jasprit Bumrah)।

Read More: রিলিজ করেছিলো টিম ইন্ডিয়া, ইরানী কাপে রোহিত-জয় শাহদের ‘জবাব’ দিলেন সরফরাজ খান !!

বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ ছন্দে বুমরাহ-

Rohit Sharma and Jasprit Bumrah | Getty Images
Rohit Sharma and Jasprit Bumrah | Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে বুমরাহ (Jasprit Bumrah) ম্যাজিক শুরু হতে বেশী সময় লাগে নি। চেপকের পিচে টাইগার ওপেনার সাদমান ইসলামকে (Sadman Islam) বোল্ড করে হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন ভারতীয় পেসারকে। নড়ার সময়টুকুও পান নি সাদমান। অফ স্টাম্পের বেল চুম্বন করে চলে গিয়েছিলো বুমরাহ’র ভেতরের দিকে আসা ডেলিভারি। প্রথম টেস্টের প্রথম ইনিংসেই তিনি তুলে নেন চার উইকেট। সাদমানের পাশাপাশি ফেরান মুশফিকুর রহিম (Mushfiqur Rahim), হাসান মাহমুদ ও তাস্কিন আহমেদকে। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙার দায়িত্ব নিয়েছিলেন বুমরাহ’ই। তাঁর লেন্থে বিভ্রান্ত হন জাকির হাসান। শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি। গালি অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করেন যশস্বী জয়সওয়াল। টেস্টে ঐ ৫টিই উইকেট পেয়েছিলেন ভারতের পেস বিভাগের প্রাণ ভোমরা।

দ্বিতীয় টেস্টে মাত্র আড়াই দিনের মধ্যে বাংলাদেশের ২০ উইকেট তুলেছেন ভারতের বোলাররা। পাশাপাশি দাপুটে ব্যাটিং করে ছিনিয়ে নিয়েছেন স্মরণীয় জয়। এই সাফল্যেও বড় অবদান রেখেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম ইনিংসে দুটি স্বপ্নের ডেলিভারিতে ফিরিয়েছিলেন মুশফিকুর রহিম ও মেহদী হাসান মিরাজকে। ভেতরে আসা বল বুঝতেই পারেন নি অভিজ্ঞ মুশফিকুর। ‘লিভ’ করতে গিয়ে বোল্ড হন তিনি। আর মেহদীকে (Mehidy Hasan Miraz) ফেরান ‘আনপ্লেয়েবল’ আউটস্যুইং-এ। শুভমান গিলের হাতে ধরা পড়েন বাংলাদেশী অলরাউন্ডার। তুলে নেন তাইজুল ইসমালের উইকেট’ও। দ্বিতীয় ইনিংসেও আগুনে ছন্দে ছিলেন। ফের বোল্ড করেন মুশফিকুর’কে। মেহদীকেও ফেরান আরও একটি অসাধারণ আউটস্যুইং-এ। টাইগারদের দুর্দশা বাড়িয়ে লেগ বিফোর করেন তাইজুল ইসলাম’কে। দুই ইনিংসে মিলিয়ে কানপুরে তাঁর সংগ্রহ ৬ উইকেট।

আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষস্থান দখল করলেন বুমরাহ-

Ravichandran Ashwin and Jasprit Bumrah | Image: Getty Images
Ravichandran Ashwin and Jasprit Bumrah | Image: Getty Images

বাংলাদেশ সিরিজে নয়া রেকর্ড স্থাপন করেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন ভারতীয় তারকা। দুই টেস্ট মিলিয়ে মোট ১১ উইকেট তুলে নিয়ে আদায় করে নিয়েছেন আইসিসি’র স্বীকৃতিও। প্রতি বুধবার নতুন র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করে থাকা বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। আজ একধাপ এগিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। তিনি স্থানচ্যুত করেছেন সতীর্থ রবিচন্দ্রণ অশ্বিন’কে (Ravichandran Ashwin)। এই মুহূর্তে বুমরাহ’র রেটিং পয়েন্টস ৮৭০। ঠিক এক পয়েন্ট পিছিয়ে রয়েছেন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন রবীন্দ্র জাদেজা’ও। আপাতত ষষ্ঠ স্থানে রিনি। এর আগে গত ফেব্রুয়ারিতেও এক নম্বরে উঠে এসেছিলেন বুমরাহ। ক্রিকেটদুনিয়াতে তিনিই একমাত্র বোলার যিনি টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০, তিন ফর্ম্যাটেই পৌঁছেছেন র‍্যাঙ্কিং-এর মগডালে।

দেখে নিন বর্তমান বিশ্বর‍্যাঙ্কিং-

Also Read: টেস্ট সিরিজ শেষ হতেই সরলেন অধিনায়ক, চিন্নাস্বামীতে দায়িত্ব নিচ্ছেন নয়া ‘ক্যাপ্টেন’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *