২০২৪ সালে দুর্ধর্ষ পারফর্ম্যান্স করেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টি-২০ বিশ্বকাপে ভারতের খেতাব জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। ১৫ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। টেস্টের আঙিনাতেও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি। দেশের মাঠে ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জাত চিনিয়েছেন। অস্ট্রেলিয়া সফরেও অবিশ্বাস্য পারফর্ম্যান্স তাঁর। ২০২৪ ক্যালেন্ডার বর্ষে ১৪ টেস্টে ৭১ উইকেট নিয়েছেন তিনি। ব্যাগি গ্রিনদের বিরুদ্ধে মাত্র ৪ টেস্টে ১২.৮৩ গড়ে তুলে নিয়েছেন ৩০ উইকেট। প্রথম বোলার হিসেবে ২০’র নীচে বোলিং গড় বজায় রেখে ২০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন বুমরাহ (Jasprit Bumrah)। রয়েছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে। ভারতীয় পেস তারকাকে সম্মানিত করলো ক্রিকেট অস্ট্রেলিয়াও। তাদের বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক করা হলো বুমরাহকে (Jasprit Bumrah)।
Read More: IND vs AUS: টিম ইন্ডিয়ার লজ্জার হারের পরেও দুর্দান্ত রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ, ICC দিচ্ছে যোগ্য সম্মান !!
নজরে যশস্বী, দলে রুট-ব্রুক-কামিন্দু-
অস্ট্রেলীয় ক্রিকেট সংস্থার তরফ থেকে বর্ষসেরা টেস্ট একাদশ প্রকাশ করা হয়েছে সম্প্রতি। সেখানে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ২৩ বর্ষীয় তরুণ দুর্ধর্ষ পারফর্ম করেছেন ব্যাট হাতে। ১৫ টেস্টে ৫৪.৭৪ গড়ে তাঁর সংগ্রহ ১৪৭৮ রান। ৩টি শতরান করেছেন তিনি। ভারতের হয়ে এক ক্যালেন্ডার বর্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করারও নজির গড়েছেন তিনি। মুম্বইয়ের তরুণের নির্বাচন নিয়ে তাই প্রশ্ন তোলার কোনো অবকাশই নেই। দ্বিতীয় ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন বেন ডাকেট (Ben Duckett)। ‘বাজবল’ ক্রিকেটের অন্যতম মুখ ইংল্যান্ডের বাম হাতি। ২০২৪ সালে ১৭টি টেস্ট খেলেছেন তিনি। ৩৭.০৬ গড়ে করেছেন ১১৪৯ রান। রয়েছে ভারত ও পাকিস্তানের মাটিতে দু’টি শতরান’ও। অর্ধশতকের সংখ্যা ৬।
তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। টেস্টের আঙিনায় ২০২৪-এ নিজেকে মেলে ধরেছেন ভারতীয় বংশোদ্ভূত তরুণ। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ভারতের মত প্রতিপক্ষের বিরুদ্ধে বেশ কিছু কার্যকরী ইনিংসও খেলেছেন তিনি। ১২ টেস্টে ৪২.৭৮ গড়ে তাঁর সংগ্রহ ৯৮৪ রান। শতকের সংখ্যা ২। অর্ধশতক রয়েছে ৪টি। অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ামক সংস্থা চার নম্বরে রেখেছে জো রুট’কে (Joe Root)। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ধারাবাহিক টেস্ট ব্যাটার নিঃসন্দেহে ইংল্যান্ডের কিংবদন্তি। ১৭ টেস্টে ৫৫.৫৭ গড়ে ২০২৪ সালে তাঁর ব্যাট থেকে এসেছে ১৫৫৬ রান। ৬টি শতরান করেছেন তিনি। এই বছরই ১২০০০ টেস্ট রানের মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। স্যর অ্যালিস্টার কুক’কে টপকে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ শতকের রেকর্ড’ও নিজের করে নিয়েছেন।
সেরা একাদশের মিডল অর্ডারে ইংল্যান্ডের দ্বিতীয় সদস্য হ্যারি ব্রুক (Harry Brook)। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মাটিতে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন তিনিও। স্বদেশীয় রুট’কে সরিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিং-এ উঠে এসেছেন এক নম্বরে। ১২ টেস্টে ৫৫ গড়ে তাঁর সংগ্রহ ১১০০ রান। ৪টি শতরান ও ৩টি অর্ধশতক করেছেন ব্রুক। ক্রিকেট অস্ট্রেলিয়া ষষ্ঠ স্থানে রেখেছে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে (Kamindu Mendis)। উঠতি প্রতিভা হিসেবে এই বছর নজর কেড়েছেন তিনিও। রুট, জয়সওয়াল বা ব্রুকদের পিছনে ফেলে অবিশ্বাস্য ৭৪.৯২ গড়ে ব্যাটিং করেছেন বছর ২৬-এর তরুণ। ৫টি শতরান-সহ ৯ টেস্টে তিনি করেছেন ১০৪৯ রান। উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি (Alex Carey)। ৩৩.৮৪ গড়ে তিনি করেছেন ৪৪০ রান। দস্তানা হাতে শিকারের সংখ্যা ৪৬।
এক স্পিনার ও তিন পেসার রয়েছেন দলে-
সেরা একাদশে স্পিনার হিসেবে জায়গা পাওয়ার দৌড়ে ছিলেন রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, নাথান লিয়ঁ’রা। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ামক সংস্থা সুযোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে (Keshav Maharaj)। বাম হাতি অফস্পিনার ৭ ম্যাচে ১৯.২০ গড়ে নিয়েছেন ৩৫টি উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন দুই বার। রয়েছেন নিউজিল্যান্ডের বাম হাতি পেসার ম্যাট হেনরি। ৯ টেস্টে ১৮.৫৮ গড়ে তিনি নিয়েছেন ৪৮ উইকেট। ভারতের মাটিতে কিউইদের টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন হেনরি (Matt Henry)। বুমরাহ’র (Jasprit Bumrah) সঙ্গী হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড’ও (Josh Hazlewood)। বোলিং গড়ের দিক থেকে তিনি এগিয়ে রয়েছেন ভারতীয় পেস নক্ষত্রের থেকেও। বর্তমানের চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। ২০২৪ ক্যালেন্ডার বর্ষে ১৩.৬০ গড়ে ৩৫ উইকেট নিয়েছেন অজি পেসার।
এক নজরে সম্পূর্ণ একাদশ-
যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, রচিন রবীন্দ্র, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কেশব মহারাজ, ম্যাট হেনরি, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), জশ হ্যাজেলউড।