CT 2025: এগিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আগামী মাসের ১৯ তারিখ করাচীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা পাকিস্তান ও নিউজিল্যান্ডের। ভারত মাঠে নামছে টুর্নামেন্টের দ্বিতীয় দিন। দুবাইয়ের বাইশ গজে তাদের প্রতিপক্ষ পড়শি রাষ্ট্র বাংলাদেশ। ২৩ তারিখ গ্রুপ-এ’র দ্বিতীয় ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হতে হচ্ছে ‘মেন ইন ব্লু’কে। ক্রিকেটের এল-ক্লাসিকো নিয়ে এখন থেকেই চড়েছে উত্তাপ। মার্চের দুই তারিখে গ্রুপে ভারতের শেষ ম্যাচটি রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। শেষ দুটি টেস্ট সিরিজে যে সমস্ত ভুলচুক করেছে দল, আপাতত তা শুধরে নেওয়ার চেষ্টায় টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) জন্য দল নির্বাচণ। কোহলি-রোহিতদের অফ ফর্মের পাশাপাশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জসপ্রীত বুমরাহ’র চোট’ও।
Read More: রোহিত-কোহলি’দের ‘ত্রাস’ কে ছাড়াই নিউজিল্যান্ড প্রকাশ করলো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল !!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত বুমরাহ-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) সিরিজের শেষ টেস্ট চলাকালীন পিঠের পেশীতে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সিডনিতে দ্বিতীয় ইনিংসে এক ওভারও হাত ঘোরাতে পারেন নি তিনি। খেলা শেষে যখন সিরিজ সেরার পুরষ্কার নিতে এসেছিলেন, তখন আক্ষেপের সুরেই তাঁকে বলতে শোনা যায়, “সবচেয়ে প্রাণবন্ত পিচে বোলিং করতে পারলাম না। কিন্তু শরীরকে তো সম্মান দিতেই হবে, তার বিরুদ্ধে লড়াই করা যায় না।” এই চোটই চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) থেকেও ছিটকে দিতে পারে তাঁকে, আশঙ্কা ক্রিকেটমহলের। সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে যে এখনও পিঠ ফুলে রয়েছে বুমরাহ’র। কবে তিনি সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকেরা। দুবাইতে তাঁর খেলা নিয়ে জমেছে আশঙ্কার কালো মেঘ।
ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) আসন্ন টি-২০ বা একদিনের সিরিজে বুমরাহ (Jasprit Bumrah) যে থাকছেন না তা নিশ্চিত। খবর মিলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ পর্বেও তাঁর মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। দেশের সেরা পেস অস্ত্রকে ছাড়াই সম্ভবত বাংলাদেশ, পাকিস্তান বা নিউজিল্যান্ডের বাধা টপকাতে হবে টিম ইন্ডিয়াকে। কেবলমাত্র সেমিফাইনাল বা ফাইনালে মাঠে ফিরতে পারেন তিনি। বুমরাহ’র (Jasprit Bumrah) চোটের জন্য আঙুল উঠছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের দিকেই। অস্ট্রেলিয়া সিরিজে ১৫১.৩ ওভার বোলিং করেছেন তিনি। মাত্র ৫টি টেস্টে এত পরিমাণ বোলিং, এর আগে কখনও করতে হয় নি তাঁকে। বাড়তি ওয়ার্কলোড’ই কাল হয়েছে বুমরাহ’র জন্য, অভিযোগ করেছেন মহম্মদ কাইফ, হরভজন সিং-এর মত প্রাক্তনীরা।
প্রত্যাবর্তন শামি’র, ট্রাম্প কার্ড আর্শদীপ-
প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক আঙিনায় ফিরছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩ ওডিআই বিশ্বকাপের পর গোড়ালির চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তিনি। অস্ত্রোপচার ও রিহ্যাবের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। গত নভেম্বরে ঘরোয়া ক্রিকেট দিয়ে কামব্যাক করেন তিনি। রঞ্জি, সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে বেশ কিছু ম্যাচ খেলার পর শামির ফিটনেস নিয়ে সবুজ সংকেত দিয়েছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স বিভাগের বিশেষজ্ঞরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পেয়েছেন তিনি। আশা করা হচ্ছে যে খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025)। টি-২০ না খেললেও একদিনের ক্রিকেটে মাঠে নামতে চলেছেন মহম্মদ সিরাজ’ও। বুমরাহ’র অনুপস্থিতিতে সিরাজ ও শামি’র সাথে তৃতীয় পেস বিকল্প হওয়ার সম্ভাবনা বাম হাতি আর্শদীপ সিং-এর (Arshdeep Singh)।