জমে উঠেছে ইন্ডিয়ান প্রেমিয়ার লীগের মহা মঞ্চ (IPL 2024)। চলতি আইপিএলে দুরন্ত পারফরমেন্স দেখাচ্ছে রাজস্থান রয়্যালস, পয়েন্ট তালিকার বিচারে সঞ্জু স্যামসনের (Sanju Samson) দলটি শীর্ষে বিরাজমান রয়েছে। পাশাপশি, গত ৩ মে মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) ১২ বছর পর ওয়ানখেড়ের ময়দানে পরাস্ত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আর এই মুম্বই বনাম কলকাতা ম্যাচে ওয়ানখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ভিআইপি বক্সে বসে বেশ উপভোগ করেছেন ম্যাচটি। তবে উক্ত দিনে নতুন একটি টি-শার্ট পরিধান করে চমক লাগিয়ে দিয়েছেন নেট জনতাদের।
নতুন টি-শার্টে ধরা দিলেন জাহ্নবী

নতুন টি-শার্টে ভক্তদের চমকে দিয়েছেন জাহ্নবী। জামার সামনেই পছন্দের ক্রিকেটারের নাম লিখে রেখেছেন তিনি। সমাজ মাধ্যমে সেই ফটো প্রকাশ্যে আসতে না আসতেই রিতিমতন হয়ে উঠেছে ভাইরাল। তবে এই ক্রিকেটার ভারতীয় দলের দুই মডার্ন ডে গ্রেট বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মা (Rohit Sharma) নন। জাহ্নবীর হৃদয়ে গেঁথে রেখেছেন তার প্রিয় এমএস ধোনির (MS Dhoni) নাম। ক্যাপ্টেন কুল মাহি শেষবারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে আত্মপ্রকাশ করেছেন, তার ব্যাটিং দেখতে কাতারে কাতারে লোকের ভিড় দেখা যাচ্ছে স্টেডিয়ামে। চলতি আইপিএলে (IPL 2024) মাহি ৮ ইনিংসে ১১০ গড়ে ও ২২৯.১৯ স্ট্রাইক রেটে ১১০ রান বানিয়েছেন সঙ্গে তিনি ১০ টি চার ও ৯ টা ছক্কা হাঁকিয়েছেন।
মাহির নাম হৃদয়ে লিখলেন জাহ্নবী

জাহ্নবী কাপুর মুম্বই ও কলকাতা ম্যাচে নীল রঙের একটি টি-শার্ট পরেন এবং তার জামার সামনে ‘মাহি ৬’। সমাজ মাধ্যমে জাহ্নবী তার এই আউটফিটের ফটো প্রকাশ্যে এনে পোস্টের ক্যাপশনে রাজকুমার রাওকে ট্যাগ করে লেখেন, “মাহির দিন… মিস্টার মাহি আপনাকে মিস করছি।” এবং শার্টের পিছনে লেখা ছিল, “ক্রিকেটই জীবন আর জীবনই ক্রিকেট।” ভক্তরা জাহ্নবীর টি-শার্টের সামনে লেখা মাহি নাম দেখে মনে করেন জাহ্নবী নিশ্চিতরূপে এমএস ধোনির (MS Dhoni) জন্যই এই পোশাক পরিধান করেছেন।
তবে আসলে জাহ্নবীর টি-শার্টে লেখা মাহি এমএস ধোনির উদ্যেশ্যে নয় বরং অভিনেত্রীর আসন্ন ক্রিকেট নিয়ে সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি‘র প্রচারে এই টি-শার্ট ব্যাবহার করেছেন তিনি। চলতি মাসের ৩১ তারিখ মুক্তি পাবে এই সিনেমা এবং এই সিনেমায় জাহ্নবীর বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও।
Janhvi Kapoor at the Wankhede stadium last night. pic.twitter.com/GiKCXSD5EJ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 4, 2024