নাইট রাইডার্স (KKR) আইপিএল (IPL) জেতার পরেই উৎসবের মেজাজ নেটদুনিয়ায়। যেভাবে টুর্নামেন্টের শুরু থেকে শেষ অবধি দাপট ধরে রেখে খেতাব জিতেছে কলকাতা, তাতে উচ্ছ্বসিত অনেকেই। খোদ ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) অবধি শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খানের দলকে। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে তিনি লেখেন, “কি দুর্দান্ত ধারাবাহিক পারফর্ম্যান্স কেকেআর। ওদের ব্যাটাররা দুর্দান্তভাবে শুরু করেছিলো টুর্নামেন্ট’টা। আর শেষলগ্নে মঞ্চ মাতালো বোলাররা। পরপর উইকেট নিয়ে রান তাড়া করা সহজ করে দিলো।” খেলোয়াড় ও কোচিং স্টাফদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একইসাথে প্রশংসা করেছেন রানার্স-আপ সানরাইজার্স হায়দ্রাবাদেরও (SRH)। ফাইনাল না জিতলেও তাদের খেলা যে নজর কেড়েছে তা জানিয়েছেন শচীন।
শচীন, আম্বাতি রায়ডু’রা যখন শুভেচ্ছার জোয়ারে ভাসিয়েছেন কেকেআর’কে (KKR), তখন খানিক খোঁচা দেওয়ার লোভ সামলাতে পারেন নি ওয়াসিম জাফর (Wasim Jaffer)। বরাবরই হাসিঠাট্টা করতে ভালোবাসেন তিনি। কলকাতার আইপিএল (IPL) জয়ের পরেও তাঁর ট্যুইটে ফুটে উঠেছে হাস্যরস। তিনি নাইট তারকা আন্দ্রে রাসেলের একটি ভিডিও পোস্ট করে লেখেন, “ফাইনাল ম্যাচ, ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং?” আদতে বিপিএল টুর্নামেন্ট জয়ের পর এক বাংলাদেশী সাংবাদিক রাসেলের (Andre Russell) সাক্ষাৎকার নেওয়ার সময় উচ্চারণ করেছিলেন এই শব্দগুলি। তাঁর ভুলে ভরা ইংরেজি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পরিণত হয়েছে মিমে। আইপিএল (IPL) জয়ের পর সেই শব্দবন্ধ ব্যবহার করেই রাসেলের সাথে মস্করা করেছেন জাফর (Wasim Jaffer)। নেটিজেনদের বেশ পছন্দও হয়েছে জাফরের ট্যুইট।
দেখুন জাফরের সেই ট্যুইট-
Final match you perform what happening @Russell12A 😅 #KKRvSRH #IPLFinal #IPL2024 pic.twitter.com/ztiYcxzWNc
— Wasim Jaffer (@WasimJaffer14) May 26, 2024
Read More: IPL শেষ হতেই গ্রাউন্ড ম্যানদের মালামাল করলেন জয় শাহ, দিলেন লাখ লাখ টাকা উপহার !!
“…হোয়্যাট হ্যাপেনিং?” খোঁচা দিলো KKR’ও-
একা ওয়াসিম জাফর (Wasim Jaffer) নয়। এই হাসিঠাট্টায় যোগ দিয়েছে খোদ কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্র্যাঞ্চাইজিও। তাদের পক্ষ থেকে ফেসবুক, ট্যুইটার, ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে বহু ভিডিও ও ছবি পোস্ট করা হয়েছে দলের ট্রফি সেলিব্রেশনের। সুদূর ইংল্যান্ড থেকে ভিডিও কলের মাধ্যমে উদ্যাপনে যোগ দিতে দেখা গিয়েছে ফিল সল্টকেও (Phil Salt)। কিন্তু নেটদুনিয়ার নজর কেড়ে নিয়েছে রাসেল (Andre Russell) ও নারাইনের (Sunil Narine) সাথে সোশ্যাল মিডিয়া অ্যাডমিনের কথোপকথন। প্রথমে নারাইনকেই জিজ্ঞাসা করা হয়, “ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়্যাট হ্যাপেনিং?” বিপিএল-এর বেহাল ইংরেজি আইপিএলে (IPL) শুনে সদা গম্ভীর নারাইনের মুখেও হাসির ঝিলিক। এরপর জিজ্ঞাসা করা হয়েছিলো রাসেলকেও। হেসে ফেলেন তিনিও। বিপিএল-এর সাংবাদিককে যেমনটা বলেছিলেন, তেমনই বলেন, “আপনি কি বলতে চাইছেন?”
সেলিব্রেশনে যোগ দেওয়ার আগে আন্দ্রে রাসেলকে (Andre Russell) অবশ্য দেখা গেলো আবেগপ্রবণ হয়ে পড়তে। দিল্লী ডেয়ারডেভিলস (DD) থেকে ২০১৪ সালে তিনি যোগ দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে (KKR)। এর আগে একবার নাইটদের ট্রফিজয়ী দলের সদস্য হলেও মাঠে নামার সেবার সুযোগ বিশেষ পান নি। এবারই প্রথম ফাইনাল খেললেন তিনি। ৩ উইকেট নিয়ে জয়ে বড় অবদানও রাখলেন। খেলা শেষে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরার ধরা পড়ে যে রাসেলের চোখে জল। সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, “এই ফ্র্যাঞ্চাইজি আমার জন্য অনেক কিছু করেছে। আমার ফিটনেস থেকে শুরু করে অন্য অনেক কিছুর খেয়াল রেখেছে। আমাদের তরফ থেকে এটা ওদের জন্য একটা উপহার। আমি প্রচণ্ড খুশি।” সাথে তিনি ধন্যবাদ জানান ‘মেন্টর’ গৌতম গম্ভীরকেও।
দেখে নিন KKR-এর পোস্ট’টি-
IYKYK 😆 pic.twitter.com/P1SO36WziN
— KolkataKnightRiders (@KKRiders) May 27, 2024