jaffer-on-jasprit-bumrah-workload

এই মুহূর্তে ভারত তথা ক্রিকেট বিশ্বের সেরা বোলার নিঃসন্দেহে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। নিখুঁত নিয়ন্ত্রণ, স্যুইং আর গতির মিশ্রনে যে কোনো সময়ে ম্যাচের মোড় ঘোরানোর দক্ষতা রাখেন তিনি। মাসখানেক আগেই অস্ট্রেলিয়া সিরিজে ঝড় তুলেছিলেন। জ্বলে উঠেছেন ইংল্যান্ডের মাঠেও। লিডসে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। লর্ডসেও তাঁর ঝুলিতে পাঁচ সাফল্য। SENA দেশে সফলতম এশীয় পেসার হয়েছিলেন আগেই। ‘ক্রিকেটের মক্কায়’ বুমরাহ ছাপিয়ে গিয়েছেন কপিল দেবকেও। ‘হরিয়ানা হারিকেন’ নয় বরং এই মুহূর্তে ভারতীয় বোলারদের মধ্যে SENA দেশে সর্বোচ্চ সংখ্যক ‘ফাইফার’-এর মালিকও বুমরাহ’ই (Jasprit Bumrah)। তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও প্রায়শই সংশয় থাকে ফিটনেস নিয়ে। ইতিপূর্বে চোটের জন্য দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। যার ফলে পেস বিভাগের সেরা অস্ত্রকে ভেবেচিন্তে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

Read More: লর্ডস টেস্টের মাঝেই বিবাহবিচ্ছেদ তারকা খেলোয়াড়ের, স্তম্ভিত অনুরাগীরা !!

ওয়ার্কলোড নিয়ে সতর্ক বোর্ড-

“বুমরাহ’ই বলতে পারবে…” ওয়ার্কলোড প্রসঙ্গে অকপট ওয়াসিম জাফর, সতর্ক করলেন টিম ইন্ডিয়াকে !! 1

২০২২-এর অগস্টে ইংল্যান্ড সফর চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। টি-২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে তড়িঘড়ি মাঠে ফেরার চেষ্টা করেন তিনি। তাতে হিতে বিপরীত হয়। লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি। স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ায় করাতে হয় অস্ত্রোপচারও। ২০২৩-এ আয়ারল্যান্ড সফরে শেষমেশ মাঠে ফেরেন তারকা পেসার। এরপর ২০২৫-এর গোড়ায় অস্ট্রেলিয়া সফর চলাকালীন চোটের কবলে পড়েন তিনি। টানা পাঁচ টেস্ট খেলার ধকল সামলাতে পারে নি তাঁর শরীর। ফের পিঠেই সমস্যা দেখাগিয়েছিলো তাঁর। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াড থেকে ছিটকে যান টিম ইন্ডিয়ার ‘তুরুপের তাস।’ এরপরই বুমরাহকে (Jasprit Bumrah) ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে বোর্ড। জোর দেওয়া হয়েছে তাঁর ওয়া র্কলোড ম্যানেজমেন্টে।

ইংল্যান্ড সফরের সবক’টি ম্যাচ তিনি যে খেলবেন না তা সিরিজ শুরুর আগেই স্পষ্ট করে দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। লিডসে প্রথম ম্যাচটি খেলেছেন। এরপর এজবাস্টনে বিশ্রামে ছিলেন পেস তারকা। একাদশে ফিরেছেন লর্ডসে। তাঁর এই বেছে বেছে ম্যাচ খেলা নিয়ে দেখা গিয়েছে বিতর্ক। আন্তর্জাতিক আঙিনায় এভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চলতে পারে না, বলছেন বিশেষজ্ঞদের একাংশ। সম্প্রতি এই নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো প্রাক্তনী ওয়াসিম জাফর’কে। পেস তারকার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “আমার মনে হয় ও নিজে ওর শরীরকে সবচেয়ে ভালো চেনে। ১০ বছরেরও বেশী সময় ধরে খেলছে। ফিজিও ও মেডিক্যাল স্টাফেরাও ভালো বলতে পারবেন। অনুরাগী হিসেবে আমরা নিশ্চয়ই চাইব যে ও সব ম্যাচ খেলুক। কিন্তু চোট পেলে যে আর খেলতে পারবে না সেটাও আমাদের মাথায় রাখা প্রয়োজন।”

বুমরাহ প্রসঙ্গে মত দিলেন জাফর-

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

কোন ম্যাচে তিনি খেলবেন এবং কোন ম্যাচে বিশ্রাম নেবেন, সেই সিদ্ধান্ত জসপ্রীত বুমরাহ’ই (Jasprit Bumrah) নিন, চান ওয়াসিম জাফর (Wasim Jaffer)। তিনি বলেছেন, “আমার মনে হয় চিকিৎসকেরা যে পরামর্শ দিচ্ছেন বা বুমরাহ নিজে যা বলছে সেটাই মানা উচিৎ। ও নিজেই জানিয়েছে যে পাঁচটা টেস্ট ম্যাচ খেলতে পারবে না। সেই কারণেই ও অধিনায়কত্ব অবধি প্রত্যাখ্যান করেছে। সেই সিদ্ধান্তটাকে সম্মান জানাতেই হবে। আমি নিশ্চিত যে ও নিজেও সবক’টা ম্যাচে মাঠে থাকতে চাইবে কিন্তু ওর বোলিং-এর ধরণ, বোলিং অ্যাকশন ও ওয়ার্কলোডের কারণে সেটা সম্ভব নয়। বুমরাহ আহত হোক সেটা কখনোই আমরা চাইতে পারি না। একটা বা দু’টো ম্যাচে ওর না থাকা মেনে নেওয়া যায়। কিন্তু তিন-চার-পাঁচ বা ছ’টা ম্যাচে না থাকা মানতে পারব না। আমাদের বিচক্ষণ হতে হবে এই ব্যাপারে।”

দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার-

Also Read: IND vs ENG 3rd Test: ডাকেটের আগ্রাসনে রাশ টানলেন সিরাজ, ইংল্যান্ড ওপেনারকে আগুনে ‘সেন্ড-অফ’ ভারতীয় পেসারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *