কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন রবীন্দ্র জাদেজা ! প্রত্যাবর্তন নিয়ে কড়া সিদ্ধান্ত জানিয়ে দিলো BCCI !! 1

এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলছে ভারতীয় দল। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা অবশ্য ‘মেন ইন ব্লু’র বৃত্ত থেকে অনেকটা দূরের বাসিন্দা এখন। গত বছরের অগস্ট মাসে হংকং-এর বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচের পরে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটের আঙিনায় দেখা যায় নি তাঁকে। হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। অস্ত্রপচার করাতে হয়েছে তাঁকে। দীর্ঘদিন বেঙ্গালুরুর ন্যশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলেছে তাঁর। ফিট হয়ে উঠতে যথেষ্ঠ কাঠখড় পোড়াতে হয়েছে জাড্ডু’কে (Ravindra Jadeja)। টি-২০ বিশ্বকাপ খেলতে পারেন নি। অস্ট্রেলিয়াতে জাদেজার অভাব বোধ করেছিলো ভারতীয় দল। মনে করা হয়েছিলো ২০২২ এর শেষের ডিকে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে ফিরতে পারবেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে প্রত্যাবর্তনের দিন পিছিয়েছে। এরপর শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে সীমিত ওভারের সিরিজ গুলিতেও তাঁকে দলে রাখতে পারে নি ভারতীয় বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজা ফিরতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে। তবে সরাসরি ‘টিম ইন্ডিয়া’র জার্সি পরার সুযোগ তাঁকে দিচ্ছে না BCCI। রঞ্জি ট্রফির ম্যাচে নিজের ফিটনেস প্রমাণ করতে পারলে তবেই ভারতীয় দলের অংশ করা হবে তাঁকে। সাফ জানিয়ে দিলো দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা।

রঞ্জি খেলতে হবে রবীন্দ্র জাদেজা’কে, জানালো বোর্ড-

ravindra jadeja | image: twitter
Ravindra Jadeja needs to play Ranji trophy to pass his fitness test ahead of IND vs AUS series

হাঁটুর অস্ত্রপচারের পর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজে তারকা অলরাউন্ডারকে পায় নি দল। কবে ক্রিকেটের আঙিনায় প্রত্যাবর্তন ঘটাবেন তিনি, তা নিয়েও দেখা গিয়েছিলো সংশয়। হাঁটুর চোট নিয়েই স্ত্রী রিভাবা জাদেজার হয়ে গুজরাতে ভোটের প্রচার করতে দেখা গিয়েছিলো তাঁকে। স্ত্রী ভোটে জয়ী হওয়ায় প্রকাশ্যে আনন্দে মাতার ভিডিও’ও ভাইরাল হয়েছিলো। সেই নিয়ে জনমানসে খানিক ক্ষোভেরও সঞ্চার হয়। কবে ফিরবেন জাড্ডু? উঠতে শুরু করেছিলো সেই প্রশ্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম দুই টেস্টের দলে তাঁকে রেখেছেন ভারতীয় দলের নির্বাচকেরা। তবে একইসাথে জানিয়ে দেওয়া হয়েছে ফিটনেস টেস্ট পাস করলে তবেই খেলার সুযোগ পাবেন জাদেজা (Ravindra Jadeja)। আর তাঁর ফিটনেস পরীক্ষার মঞ্চ হিসেবে এবার রঞ্জি ট্রফিকে বেছে নেওয়ার নির্দেশ দিলো BCCI। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে তালিমনাড়ুর বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। সেই ম্যাচ খেলতে শেল্ডন জ্যাকসন, জয়দেব উনাদকাটদের সাথে চেন্নাই পৌঁছে গিয়েছেন জাদেজা (Ravindra Jadeja)। চিপকের মাঠ তাঁর হৃদয়ের খুব কাছে। আইপিএলে চেন্নাই সুপার কিংস (CSK) জার্সিতে বহু দুর্দান্ত মুহূর্ত তিনি উপভোগ করেছেন এখানেই। তাই বিমান মাটি ছুঁতেই ট্যুইটারে ‘ভানাক্কাম চেন্নাই’ বা ‘নমস্কার চেন্নাই’ লিখতে ভোলেন নি জাদেজা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৪ ম্যাচে ৬৫৭৯ রান রয়েছে তাঁর। করেছেন তিনটি ট্রিপল সেঞ্চুরিও। বল হাতে নিয়েছেন ৪৫৩ উইকেট। ২০১৮ সালের পর প্রথমবার সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি খেলবেন তিনি। জাদেজার পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দেশের ক্রিকেটমহল।

দেখে নিন জাদেজার ট্যুইটবার্তাটি-

Read More: IND vs NZ: কিউইদের বিরুদ্ধে তৃতীয় ODI-তে বিশ্রামে রোহিত ? হার্দিক নয়, ভারতকে নেতৃত্ব দিতে পারেন এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *