jadeja-has-made-no-impact-in-t20-wc
jadeja-has-made-no-impact-in-t20-wc

কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) মসৃণ ছন্দে ছুটছে টিম ইন্ডিয়ার (Team India) জয়রথ। গতকাল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো তারা। সীমিত সাধ্য নিয়েও শক্তিশালী ভারতের বিরুদ্ধে যথেষ্ট লড়াই উপহার দিলো মার্কিন দল। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো রোহিত শর্মা। অধিনায়কের আস্থার মর্যাদা দেন পেসাররা। শুরুতেই জোড়া উইকেট তুলে আমেরিকার ব্যাটিং-এ ভাঙন ধরান আর্শদীপ সিং (Arshdeep Singh)। পরে আরও দুটি উইকেট পান তিনি। ভালো বোলিং করেন হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। আমেরিকার ছুঁড়ে দেওয়া ১১১ রানের লক্ষ্য ১৮.২ ওভারে তাড়া করে ফেলে টিম ইন্ডিয়া। জেতে ৭ উইকেটের ব্যবধানে।

আমেরিকার বিরুদ্ধে জয়ের আগে গ্রুপ-এ’তে আরও দুই ম্যাচে সম্পূর্ণ পয়েন্ট হাসিল করেছে ভারত। ৫ জুন আয়ারল্যান্ডের (IRE) বিরুদ্ধে ৮ উইকেটের ব্যবধানে এসেছে জয়। দ্বিতীয় ম্যাচে রোহিত বাহিনী ৬ রানে হারিয়েছে পাকিস্তানকে (PAK)। নিউ ইয়র্কের বাইশ গজে নজর কেড়েছে দলের বোলিং বিভাগ। ৩ ম্যাচ মিলিয়ে ৭টি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং (Arshdeep Singh) ও হার্দিক পান্ডিয়া। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় রয়েছেন দুজনেই। বল হাতে জাদু দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। আমেরিকার বিরুদ্ধে উইকেটশূন্য থাকলেও বাকি দুই ম্যাচেই সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। দলের প্রায় প্রত্যেক সদস্যই এখনও অবধি সাফল্য নিজেদের যোগদান রাখলেও ব্যতিক্রম রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বাম হাতি অলরাউন্ডারকে যেন খুঁজে পাওয়া যায় নি মাঠে।

Read More: বন্যায় বিপর্যস্ত ফ্লোরিডা, অনিশ্চিত ভারত-কানাডা দ্বৈরথ, সুতোয় ঝুলে পাকিস্তানের ভাগ্য !!

জাদেজার দেখা নেই গোটা ম্যাচে-

Ravindra Jadeja | T20 World Cup 2024 | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images

আইপিএলের পারফর্ম্যান্সের ভিত্তিতে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ১৪ ম্যাচে ৪৪.৫০ গড়ে ২৬৭ রান করেন তিনি। নিয়েছিলেন ৮ উইকেট’ও। ফিল্ডিং-এও নজর কেড়েছিলেন তারকা অলরাউন্ডার। কিন্তু টি-২০ বিশ্বকাপে যেন সেই পারফর্ম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেন নি তিনি। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং-এর সুযোগ পেয়ে ৬ বলে তিনি করেন ৪ রান। বল হাতেও প্রভাব ফেলতে পারেন নি তিনি। ২ ওভার হাত ঘুরিয়েও মেলে নি উইকেট। রোহিত (Rohit Sharma), ঋষভদের দাপটএ মূলপর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং করতে হয় নি তাঁকে। বল হাতেও ছিলেন নিষ্প্রভ। ১ ওভারে ৭ রান খরচ করে উইকেটের ঝুলি শূন্য ছিলো তাঁর। পাকিস্তানের বিপক্ষে করেন ‘গোল্ডেন ডাক’। দুই ওভারে ১০ রান খরচ করে পান নি কোনো উইকেট।

তৃতীয় ম্যাচে তো মাঠে তাঁর অস্তিত্বই বিশেষ চোখে পড়লো না। পাকিস্তানের বিরুদ্ধে দল জিতলেও সমালোচনার আঙুল উঠেছিলো জাদেজা (Ravindra Jadeja) ও শিবম দুবের দিকে। ব্যাট হাতে প্রায়শ্চিত্ত করলেন দুবে, কিন্তু আঁধারেই থাকলেন জাদেজা। স্পিন বোলিং অলরাউন্ডারকে বোলিং করতেই ডাকেন নি অধিনায়ক রোহিত। যদিও হাত ঘোরান অক্ষর প্যাটেল, নেন উইকেট’ও। সূর্যকুমার যাদব ও শিবম দুবের ব্যাটে জয় নিশ্চিত হয়ে যাওয়ায় নিউ ইয়র্কের মাঠে আর ব্যাট হাতে নামতে হয় নি জাদেজাকে। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই তাঁকে এমন ম্রিয়মান দেখে ক্ষোভ জন্মেছে সমর্থকদের মধ্যে। দলের পারফর্ম্যান্সে এখনও অবধি শূন্য যোগদান রাখা জাদেজার বদলে আগামী ম্যাচ থেকে বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদবকে খেলানো হোক, উঠছে দাবী।

Also Read: T20 World Cup: “ঘাম দিয়ে জ্বর ছাড়লো…” আমেরিকার বিপক্ষে কষ্টার্জিত জয় ভারতের, স্বস্তির নিঃশ্বাস ফেলছে নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *