আইপিএলের (IPL 2025) মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য ভরসার অন্যতম মঞ্চ হয়ে উঠেছে। এছাড়াও এই টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম্যান্স করে অভিজ্ঞ তারকারাও জাতীয় দলে কামব্যাক করার চেষ্টা করেন। ২০২৬ আইপিএলের আগে ইতিমধ্যেই দলগুলি টুর্নামেন্টের জন্য তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। একাধিক ক্রিকেটারের দল বদলের জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে।
বহু বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে অংশগ্রহণ করার পর সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) হয়ে এই বছর মাঠে নেমেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। এবার তার কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) আসার খবর সামনে এলো।
Read More: বিরাট-রোহিত নন, এই তারকাকে সেরা টেস্ট অধিনায়ক হিসেবে বাছলেন গৌতম গম্ভীর !!
কলকাতায় ঈশান কিষাণ-

মুম্বাই ইন্ডিয়ান্স দীর্ঘদিন ধরে অসংখ্য তরুণ ক্রিকেটারকে তৈরি করেছে। যাদের মধ্যে অনেকেই বর্তমানে জাতীয় দলের মেরুদন্ড। ঈশান কিষাণ মুম্বাই থেকেই নিজের পরিচয় তৈরি করেন। তবে এই বছর আইপিএলের আগে তাকে দল ছেড়ে দেয়। ১১.২৫ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদ নিলামে জায়গা দেয় এই তারকা ব্যাটসম্যানকে। এই দলের হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই দুরন্ত শতরান হাঁকিয়ে শুরু করেন তিনি।
তবে মাঝ পথে ছন্দ হারিয়ে ফেলেছিলেন ঈশান কিষাণ। এই মরসুমে ১৪ ম্যাচে তিনি সংগ্রহ করেন মাত্র ৩৫৪ রান। সূত্র অনুযায়ী এই রকম পরিস্থিতিতে আগামী মরসুমের আগে এই ব্যাটসম্যানকে ছেড়ে দিতে চাইছে হায়দ্রাবাদ। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেওয়ার জন্য ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। চুক্তি হতে পারে কয়েক কোটি টাকা। নাইটদের হয়ে ওপেনার হিসেবে কুইন্টন ডি কক (Quinton de Kock) এবং সুনীল নারিন (Sunil Narine) ভূমিকা পালন করতে ব্যর্থ হন। ফলে ঈশান কিষাণ এই জায়গায় নিজেকে নতুনভাবে মেলে ধরতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
পেতে পারেন নেতৃত্বের দায়িত্ব-

এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলে ছিলেন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তিনি ব্যাট হাতে ধারাবাহিকতা দেখালেও দলকে সফলতা এনে দিতে ব্যর্থ হয়েছিলেন। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায় দলটি। ফলে ঈশান কিষাণ ২০২৬ আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলে তাকে অধিনায়ক হিসেবে বাছাই করা হতে পারে বলে খবর সামনে এসেছে।
মুম্বাই ইন্ডিয়ান্স তাকে সম্মান দিতে না পারলেও নাইট রাইডার্স তার মতো অভিজ্ঞ তারকাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে চমক দিতে পারে। এই বছর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025) ঝাড়খণ্ডের হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন ঈশান কিষাণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমে হাঁকিয়েছে দুরন্ত শতরান। উল্লেখ্য এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে ১১৯ টি আইপিএল ম্যাচে ২৯৯৮ রান এসেছে।