জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব বাড়ানোর পথে হেঁটেছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। রজার বিনি, জয় শাহ’রা (Jay Shah) স্পষ্ট করে দিয়েছেন যে রঞ্জি ট্রফির মত প্রতিযোগিতায় অংশ না নিলে মিলবে না ভারতীয় টেস্ট দলে সুযোগ। জাতীয় দলের হয়ে নিয়মিত মাঠে নামা ক্রিকেটারদেরও জানানো হয়েছে যে ফিট থাকলে মরসুমে কিছু রঞ্জি ম্যাচ অন্তত খেলতেই হবে তাঁদের। সম্প্রতি ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির বা ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএল বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট খেলার যে প্রবণতা চোখে পড়েছে তা রুখতে সচেষ্ট হয়েছে বিসিসিআই। ঘরোয়া ক্রিকেটই যে আন্তর্জাতিক আঙিনায় পা রাখার লঞ্চপ্যাড, বিশাখাপত্তনমে ভারত বনাম ইংল্যান্ড টেস্টের পর সাংবাদিক সম্মেলনে তা স্পষ্ট করেছেন কোচ রাহুল দ্রাবিড়’ও (Rahul Dravid)।
Read More: IND vs ENG: ঝোড়ো শতরান বেন ডাকেটের, রাজকোটে বড় রান তুলেও স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া !!
রঞ্জি খেলতে এখনও রাজী নন ঈশান-দীপক-
গত কয়েকদিনে ঝাড়খণ্ডের ঈশান কিষণকে (Ishan Kishan) নিয়ে রীতিমত তোলপাড় ভারতীয় ক্রিকেটমহল। দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে জাতীয় দল থেকে অব্যাহতি চেয়েছিলেন ঈশান। তা মঞ্জুরও করেছিলো বিসিসিআই (BCCI)। কিন্তু এরপর তাঁর কার্যকলাপ ভালো চোখে দেখে নি বোর্ডের কর্মকর্তারা। জানা যায় দুবাইতে বর্ষবরণের পার্টিতে অংশ নিয়েছেন ঈশান। একই সাথে একটি বেসরকারী চ্যানেলের টেলিভিশন শো’তেও দেখা গিয়েছে তাঁকে। তিনি আদৌ মাঠে ফিরতে প্রস্তুত কিনা সে সম্পর্কে কোনো রকম তথ্যও তিনি বোর্ডকে জানান নি বলে প্রকাশ্যেই মন্তব্য করেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
দক্ষিণ আফ্রিকা সফরের পর আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে রাখা হয় নি ঈশানকে। আদতে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে শাস্তিই দিয়েছে বোর্ড, মত বিশেষজ্ঞদের।সম্প্রতি ক্রিকেটারদের রঞ্জি খেলার যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তার নিশানায় মূলত ঈশান (Ishan Kishan) বলেই মনে করছেন অনেক ক্রিকেটবোদ্ধা। একই সঙ্গে দীপক চাহার (Deepak Chahar), শ্রেয়স আইয়ারদেরও ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার নিদান দেওয়া হয়েছিলো। কিন্তু তিনজনের কেউই গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে মাঠে নামেন নি রাজ্য দলের হয়ে।
ঈশান ঘরোয়া ক্রিকেট না খেলে উড়ে গিয়েছিলেন বরোদায়। সেখানে হার্দিক ও ক্রুনাল পান্ডিয়ার সাথে আইপিএলের প্রস্তুতিতেই ব্যস্ত রয়েছেন তিনি। তাঁর অবর্তমানে ঝাড়খণ্ডের শেষ গ্রুপ ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে কুমার কুশাগ্রকে। ইতিমধ্যেই পরবর্তী পর্বে পা রেখেছে শ্রেয়সের (Shreyas Iyer) দল মুম্বই। গুরত্বহীন ম্যাচে না খেললেও তিনি পরের নক-আউট পর্বে খেলেন কিনা নজর থাকবে সেইদিকে। রাজস্থানের হয়ে মাঠে নামেন নি দীপক চাহার (Deepak Chahar)। বিসিসিআই-এর (BCCI) নির্দেশ অমান্য করায় তাঁদের শাস্তির মুখে পড়তে হয় কিনা তা নিয়ে চলছে জল্পনা।
ঘরোয়া ক্রিকেটের আসরে ফিরলেন মুকেশ কুমার-
ঈশান কিষণ (Ishan Kishan), দীপক চাহাররা বিসিসিআই (BCCI) নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকলেও উলটো পথে হাঁটলেন বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar)। তিনি ছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ তিন টেস্টের স্কোয়াডে। কিন্তু গতকাল রাজকোটের প্রথম এয়ারোয় জায়গা না হওয়ায় কোচ ও টিম ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে তিনি উড়ে যান রঞ্জি ট্রফি খেলতে। আজ বাংলার হয়ে বিহারের বিরুদ্ধে মাঠেও নেমেছেন তিনি। বল হাতে দুরন্ত পারফর্ম্যান্স করতেও দেখা গেলো তাঁকে। ইডেন গার্ডেন্সে ১৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি। ৪ উইকেট নেন সূরজ সিন্ধু জয়সওয়াল’ও। বিহারকে মাত্র ৯৫ রানে গুটিয়ে দেয় বাংলা। ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলার স্কোর ২ উইকেটে ১১৮। ক্রিজে রয়েছেন অভিমণ্যু ঈশ্বরণ ও অনুষ্টুপ মজুমদার।