গতকাল থেকে পথচলা শুরু করেছে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। শুরুতেই জমে উঠেছে টুর্নামেন্ট। আস্তে আস্তে মাঠে নামা শুরু করেছে হেভিওয়েট দেশগুলি। ভারতের প্রথম ম্যাচ আগামী বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে। প্রতীক্ষার প্রহর গুণছে নাসাও কাউন্টির নবনির্মিত ক্রিকেট স্টেডিয়াম। ট্রফি জয়ের জন্য ঝাঁপাতে টিম ইন্ডিয়া (Team India) যে তৈরি তা তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে। দলের অন্যতম অস্ত্র বিরাট কোহলিকে (Virat Kohli) ছাড়াই ৬০ রানে জয় ছিনিয়ে নিয়েছে তারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে কোহলি যোগ দেওয়ায় দল যে শক্তিশালী হবে তা চোখ বুজেই বলে দেওয়া যায়। মহারণে অবতীর্ণ হওয়ার আগে টিম ইন্ডিয়াকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইরফান পাঠান। বাতলে দিলেন আদর্শ প্রথম এগারো।
Read More: সারাকে ধোঁকা দিচ্ছেন শুভমান গিল, এই এই অভিনেত্রীর সাথে পড়ছেন সাত পাকে বাঁধা !!
বাদ যশস্বী, ওপেনিং-এ রো-কো জুটি-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের দিন যত এগিয়ে আসছে ততই ভারতের ওপেনিং জুটিতে বদল আনার দাবী জোরালো হচ্ছে। এবারের আইপিএলে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেন নি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ তুর্কিকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মত বড় আসরে নামানোর ঝুঁকি নেওয়ার বিপক্ষে ক্রিকেটমহল। দিনকয়েক আগে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এক সাক্ষাৎকারে অধিনায়ক রোহিত শর্মা’র সাথে বিরাট কোহলিকে (Virat Kohli) ওপেনার হিসেবে দেখতে চেয়ে সওয়াল করেছিলেন। এবার একই পথে হাঁটতে দেখা গেলো আরেক প্রাক্তনী ইরফান পাঠানকে (Irfan Pathan)। স্টার স্পোর্টসের বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন তিনি। বলেন, “আমার মনে হয় যশস্বীর ওপেন করা জরুরী, কিন্তু প্রস্তুতি ম্যাচের পর বলা যায় যে রোহিত আর কোহলিই হয়ত ওপেন করবে।”
তিন নম্বরে ঋষভ পন্থকে (Rishabh Pant) রেখেছেন ইরফান। জানান, “তিন নম্বরে ঋষভকে রাখার পরিকল্পনাটা আমার বেশ পছন্দ। প্রথমত আপনি একজন বাম হাতি প্লেয়ার পাবেন। ও যদি পাওয়ার-প্লে’তে ব্যাটিং-এর সুযোগ পায় তাহলে ফিল্ডিং নিষেধাজ্ঞা কাজে লাগিয়ে বিধ্বংসী হতে পারে ও। অফসাইডে যেভাবে সমস্যায় ফেলার চেষ্টা হয় ওকে, সেটা হবে না।” চার নম্বরে ইরফানের পছন্দ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি-২০ র্যাঙ্কিং-এ শীর্ষে থাকা সূর্যের থেকে অনবদ্য পারফর্ম্যান্সের আশায় গোটা দেশ। পাঁচ ও ছয় নম্বরে দুই পেস বোলিং অলরাউন্ডারকে রেখেছেন ইরফান। প্রস্তুতি ম্যাচে রান না পেলেও আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে শিবম দুবেকে (Shivam Dube) দেখছেন তিনি। হয়ত পাঁচ নম্বরে খেলতে পারেন তিনি। মত ইরফানের। ফর্মের ফেরার আভাস দেওয়া হার্দিককে (Hardik Pandya) তিনি রেখেছেন ছয় নম্বরে।
দুই স্পিনার ও তিন পেসার চাইছেন ইরফান-
সুনীল গাওস্কর দিনকয়েক আগে কোচ রাহুল দ্রাবিড়কে পরামর্শ দিয়ে জানিয়েছিলেন যে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) তিন স্পিনার ও দুই পেসার খেলাক টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে এর উল্টো পথে চলার পরামর্শ দিলেন ইরফান পাঠান (irfan Pathan)। তাঁর পছন্দ তিন পেসার ও দুই স্পিনার। ঘূর্ণির জালে প্রতিপক্ষকে বেঁধে ফেলতে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) উপর আস্থা রাখছেন তিনি। বাইরে রাখছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও অক্ষর প্যাটেলকে। ব্যাটিং অর্ডারে সাতে জাদেজা ও আটে কুলদীপকে চান ভারতীয় প্রাক্তনী। একই সাথে আয়ারল্যান্ডের বিরুদ্ধে গতির ঝড় তুলতে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও আর্শদীপ সিং (Arshdeep Singh) ত্রয়ীকে একসাথে ভারতীয় একাদশে দেখতে চান তিনি। তবে পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করে দল বাছতে বলেছেন তিনি।
ইরফান সাক্ষাৎকারে জানান, “যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে খেলা, সেহেতু আমি চাইবো তিন ফাস্ট বোলার। যেই মুহূর্তে ভারত খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজের মাঠে, তখন এই তিন ফাস্ট বোলারের স্ট্র্যাটেজি বদলে দুই ফাস্ট বোলার করে দিতে হবে। তখন আপনি লম্বা ব্যাটিং পেয়েছে যাবেন অক্ষর প্যাটেলকে (একাদশে) সুযোগ দিলে। ও আট নম্বরে খেলবে। কিন্তু এই ম্যাচের (আয়ারল্যান্ড) জন্য আমার প্লেয়িং ইলেভেনে অক্ষর প্যাটেলকে রাখতে পারলাম না। কিন্তু ও পরে খেলবে।” নিউ ইয়র্কের নাসাও কাউন্টির মাঠে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) মূলপর্বের তিনটি ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে বাকি এখনও দিনদুয়েক। এর মধ্যে টিম ম্যানেজমেন্ট কি পরিকল্পনা নেয় নজর থাকবে সেইদিকে।