ire-vs-ind-twitter-welcome-rinku-singh

IRE vs IND: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হারের পর এক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরছে ভারতীয় দল। আয়ারল্যান্ডের ম্যালাহাইডের মাঠে আজ নামছে ‘মেন ইন ব্লু।’ ফ্লোরিডা থেকে ডাবলিন আসার পথে টিম ইন্ডিয়ার (Team India) খোলনলচে অবশ্য বদলে গিয়েছে অনেকটাই। অধিনায়ক হার্দিক পান্ডিয়া নেই দলের সঙ্গে। বিশ্রাম দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব, শুভমান গিল, যুজবেন্দ্র চাহাল, ঈশান কিষণদের মত প্রতিষ্ঠিত তারকাদেরও। আয়ারল্যান্ডে আসেন নি কোচ রাহুল দ্রাবিড়ও। বদলে এক ঝাঁক নতুন মুখকে সাথে নিয়ে আইরিশ চ্যালেঞ্জের মোকাবিলা করতে আজ মাঠে নামবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। গত বছর ইংল্যান্ডে পিঠে চোট পাওয়ার পর এই প্রথম জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে।

Read More: IPL 2024: আবারও RCB’তে এন্ট্রি নিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স, কিংবদন্তী নিজেই করলেন কনফর্ম !!

Jasprit Bumrah | IRE vs IND | Image: Twitter
Jasprit Bumrah | IRE vs IND | Image: Twitter

‘দ্য ভিলেজ’ মাঠে টসে জিতলেন ভারত অধিনায়ক বুমরাহ’ই। ১৪ মাস পরে মাঠে ফিরছেন তিনি। শুরুতেই বল হাতে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বুমরাহ। প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিং-এর আমন্ত্রণ জানিয়েছেন। তিন ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার প্রধান বোলিং ভরসা তিনি। বুমরাহ’র (Jasprit Bumrah) প্রত্যাবর্তনে তাই মুখরিত সোশ্যাল মিডিয়া। সমস্বরে অনেকেই বলছেন, “ওয়েলকাম ব্যাক বুমরাহ।” ১৪ মাসের বিরতির পর সেরা ছন্দে ফিরে আসুন ডান হাতি পেসার, এমনটাই এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপের আগে প্রার্থনা করছেন ক্রিকেট অনুরাগীরা। একই সাথে চোট সারিয়ে দলে জায়গা করে নিয়েছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)। আজ প্রথম আন্তর্জাতিক টি-২০ খেলতে নেমেছেন তিনি। তাঁকেও অভিষেকের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

Rinku Singh and Jasprit Bumrah | IRE vs IND | Image: Twitter
Rinku Singh and Jasprit Bumrah | IRE vs IND | Image: Twitter

বুমরাহ’র প্রত্যাবর্তনের পাশাপাশি পল স্টার্লিং-এর আয়ারল্যান্ডের বিরুদ্ধে রিঙ্কু সিং-এর (Rinku Singh) দিকেও নজর রয়েছে ভারতীয় ভক্তদের। আইপিএলে এক ওভারে পাঁচ ছক্কা মেরে মাতিয়ে দিয়েছিলেন আলিগড়ের রিঙ্কু। প্রায় ১৫০ স্ট্রাইক রেট ও ৬০ ব্যাটিং গড়ে ৪৭৪ রান করেছিলেন ২০২৩ মরসুমে। আজ প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকেও। ‘ফিনিশার’-এর ভূমিকায় তরুণ বাঁ-হাতিকে ব্যবহারের ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। মহেন্দ্র সিং ধোনির জুতোয় রিঙ্কু (Rinku Singh) পা গলাতে পারেন কিনা তা নিয়ে রয়েছে আগ্রহ। “আইপিএলের ছন্দেই দেখতে চাই রিঙ্কু’কে” লিখেছেন জনৈক নেটিকেন। “এবার আন্তর্জাতিক ক্রিকেটেও রিঙ্কু শো” মন্তব্য আরেক উৎসাহী নেটনাগরিকের। উইন্ডিজের বিরুদ্ধে জুটেছিলো ব্যর্থতা, তা ভুলে আয়ারল্যান্ডের বিরুদ্ধের দলের বিজয় নিশান ওড়ানো দেখতে চায় ভারতবাসী।

দেখে নিন ট্যুইটার চিত্র-

Also Read: WC 2023: ইন্ডিয়া-পাক ম্যাচের আগে আকাশ ছোঁয়া হলো হোটেল ও ফ্লাইটের দাম, মাথায় হাত ক্রিকেট প্রেমীদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *