IRE vs IND: “বুম-বুম ইজ ব্যাক…” মাঠে ফিরেই বোলিং জাদুতে জোড়া উইকেট বুমরাহ’র, উদ্বেল সমাজমাধ্যম !! 1

IRE vs IND: গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে পিঠের পেশীতে চোট পান জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে দ্রুত মাঠে ফেরার প্রয়াস করেছিলেন। তাতে হিতে বিপরীত হয়। অনেকখানি বেড়ে যায় চোট। দুই বড় প্রতিযোগিতার একটিতেও খেলতে পারেন নি তিনি। পিঠে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে ভারতের পয়লা নম্বর বোলিং ভরসার। রিহ্যাবে কাজ না হওয়ায় বাধ্য হয়েই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে উড়ে গিয়েছিলেন অস্ত্রোপচারের জন্য। আইপিএল খেলতে পারেন নি, খেলতে পারেন নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালও। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে চলেছে মাঠে ফেরার নিরন্তর লড়াই। অবশেষে ক্যালেন্ডারের হিসেবে ১৪ টা মাস পর পুরোপুরি সুস্থ হয়ে জাতীয় দলের হয়ে মাঠে ফিরলেন তিনি।

Read More: IRE vs IND: “এবার রিঙ্কু শো-এর অপেক্ষা…” বুমরাহ’র প্রত্যাবর্তনের ম্যাচে সোশ্যাল মিডিয়ার চর্চায় দুই অভিষেককারী !!

Jasprit Bumrah | IRE vs IND | Image: Twitter
Jasprit Bumrah | IRE vs IND | Image: Twitter

 

আয়ারল্যান্ডগামী দলে অধিনায়ক হিসেবে রয়েছেন বুমরাহ (Jasprit Bumrah)। আজ ম্যালাহাইডের ‘দ্য ভিলেজ’ মাঠে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথম ওভারেই বল হাতে তুলে নেন ভারত অধিনায়ক। ১৪ মাস পরে মাঠে ফিরে প্রথম বলেই চার রান খরচ করতে হয় তাঁকে। অ্যান্ড্রু বালবির্নি (Andrew Balbirnie) স্কোয়ার লেগ বাউন্ডারিতে পাঠান বুমরাহ’র ডেলিভারিকে। তবে দ্বিতীয় বলেই জাত চেনালেন ভারতীয় পেস তারকা। বুমরাহ’র (Jasprit Bumrah)ভেতরে আসা বলকে ড্রাইভ করতে চেয়েছিলেন বালবির্নি, ব্যাটের ভিতরের দিক ছুঁয়ে তা আছড়ে পড়ে উইকেটে। দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন তিনি। একই ওভারে বুমরাহ ফেরালেন তিনে নামা উইকেটরক্ষক-ব্যাটার লোরকান টাকারকে (Lorcan Tucker)। স্কুপ করতে গিয়েছিলেন টাকার, কিন্তু বলের গতির হেরফের বুঝতে পারেন নি তিনি। ব্যাটের কোণে লেগে আকাশে উঠে যাওয়া বল সহজেই দস্তানাবন্দী করেন সঞ্জু স্যামসন।

Jasprit Bumrah | IRE vs IND | Image: Getty Images
Jasprit Bumrah | IRE vs IND | Image: Getty Images

আসন্ন এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপে ভারতের অন্যতম বড় ভরসা হতে চলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি কেমন পারফর্ম করেন, সেদিকে নজর ছিলো ক্রিকেটপ্রেমীদের। তাঁদের আশঙ্কা অনেকটাই দূর করেছেন বুমরাহ নিজের আগুনে স্পেল দিয়ে। উদ্বেলিত সমর্থকেরা সমাজমাধ্যমের দেওয়ালে লিখছেন, “বুম-বুম ইজ ব্যাক”, অনেকে লিখেছেন, “এই বোলিং-টার অভাবই অনুভব করছিলাম এতদিন”, আগামীর কথা ভেবে আশাবাদী একদল সমর্থক সমস্বরে জানিয়েছেন, “ভারতের শক্তি অনেকটা বেড়ে গেলো বুমরাহ’র (Jasprit Bumrah)প্রত্যাবর্তনে।” প্রতিবেদন লেখার সময় অবধি বুমরাহ’র বোলিং পরিসংখ্যান ২ ওভারে ১০ রানের বিনিময়ে ২ উইকেট।

দেখে নিন ট্যুইটার চিত্র-.

Also Read: IRE vs IND: আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হচ্ছে রিঙ্কু সিংয়ের, পূরণ হচ্ছে বাবা-মায়ের স্বপ্ন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *