IRE vs IND: বর্তমানে ভারতীয় দল রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেখানে টেস্ট, একদিনের সিরিজের পর টি-২০ খেলছে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজের পর দল উড়ে যাবে আয়ারল্যান্ড। কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অবশ্য যাচ্ছেন না দলের সঙ্গে। শুভমান গিল (Shubman Gill), ঈশান কিষণের (Ishan Kishan) মত ক্রিকেটারকেও আয়ারল্যান্ড সফরের দলে রাখে নি বিসিসিআই। এশিয়া কাপ এবং বিশ্বকাপে তাঁদের তরতাজা রাখার জন্য বিশ্রাম দিয়েছে ভারতীয় বোর্ড। আইরিশদের মোকাবিলা করতে তরুণ এক ভারতীয় দলকে পাঠাচ্ছে তারা। এশিয়ান গেমসের আগে যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়দের দেখে নিতে চায় ‘মেন ইন ব্লু।’
আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের জন্য এক বছরের জন্য মাঠের বাইরে ছিলেন ডানহাতি পেসার। অস্ত্রোপচারের পর চলে লম্বা রিহ্যাব পর্ব। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পর ফের বোলিং রান-আপে দেখা যাবে তাঁকে। এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে বুমরাহকে (Jasprit Bumrah) যথেষ্ট পরিমাণ ম্যাচ প্র্যাক্টিস দেওয়ার জন্যই যুক্ত করা হয়েছে আয়ারল্যান্ড সফরে। করা হয়েছে ভারতীয় দলের অধিনায়কও। বুমরাহ’র প্রত্যাবর্তনের অপেক্ষায় প্রহর গুণতে থাকা ক্রিকেটবিশ্বকে অবশ্য ছোটোখাটো একটি চমক দিলো ক্রিকেট আয়ারল্যান্ড। ভারতীয় দলের নেতা হিসেবে ডান হাতি ফাস্ট বোলারের বদলে তারা বেছে নিলো সঞ্জু স্যামসনকে (Sanju Samson)।
Read More: বিচ্ছেদই হচ্ছে শোয়েব মালিক-সানিয়া মির্জার, জল্পনায় সিলমোহর দিলেন ক্রিকেট তারকা !!
ভারতীয় দলের মুখ হলেন সঞ্জু স্যামসন-

জাতীয় দলের হয়ে সঞ্জু স্যামসনের (Sanju Samson) কেরিয়ার গিয়েছে নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে। কখনও দলে সুযোগ পেয়ে ভালো পারফর্ম করেও বাদ পড়তে হয়েছে। আবার কখনও তাঁকে ভাবনাতেও আনেন নি জাতীয় নির্বাচকেরা। কেরলের উইকেটরক্ষক-ব্যাটারের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ার তাঁর বিরুদ্ধে হওয়া অবিচারের প্রতিবাদ করেছেন। ভারতীয় দলে সঞ্জুকে (Sanju Samson) দেখতে চেয়ে সরব হয়েছেন। দীর্ঘ সময় অন্ধকারে থাকার পর সঞ্জুর কেরিয়ার অবশেষে আলোর মুখ দেখে এই বছরের মার্চ মাসে। কেন্দ্রীর চুক্তির আওতায় আনা হয় তাঁকে। রাখা হয় সি-ক্যাটেগরিতে। তখনই বোঝা গিয়েছিলো তিনি রয়েছেন ভারতীয় দলের রেডারে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। খেলানো হয়েছে দুটি একদিনের ম্যাচ। একটিতে ৯ রান করে আউট হলেও, দ্বিতীয় সুযোগে ঝোড়ো ৫১ রান করেন তিনি। আপাতত প্রথম টি-২০ ম্যাচেও দলের অংশ ছিলেন তিনি। উইন্ডিজ সফরের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধেও বুমরাহ’র (Jasprit Bumrah) নেতৃত্বে জাতীয় দলের হয়ে দেখা যাবে তাঁকে। দলের সাধারণ সদস্য হিসেবে সুযোগ পেলেও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সটান নেতার আসনে বসিয়ে দিয়েছে তাঁকে। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভারত সিরিজের জন্য যে পোস্টার আপলোড করা হয়েছে তাতে ভারতীয় দলের মুখ হিসেবে দেখানো হয়েছে সঞ্জুকেই (Sanju Samson)। সাধারণত কোনো দেশের অধিনায়ককেই রাখা হয় পোস্টারে। সেক্ষেত্রে বুমরাহ’র বদলে সঞ্জুর ছবু ব্যবহার বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
দেখে নিন সেই পোস্টারটি-

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘোষিত দল-
জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান।
IRE vs IND সিরিজের ক্রীড়াসূচি-
ম্যাচ | তারিখ | ভেন্যু |
প্রথম টি-২০ | ১৮/০৮/২০২৩ | দ্য ভিলেজ, ডাবলিন |
দ্বিতীয় টি-২০ | ২০/০৮/২০২৩ | দ্য ভিলেজ, ডাবলিন |
তৃতীয় টি-২০ | ২৩/০৮/২০২৩ | দ্য ভিলেজ, ডাবলিন |