ire-vs-ind-fans-hail-indian-batting

IRE vs IND: আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ শেষ করা যায় নি বৃষ্টির কারণে। ডাকওয়ার্থ ল্যুইস নিয়মের বদান্যতায় ২ রানে জিতেছিলো টিম ইন্ডিয়া। আজ দ্বিতীয় ম্যাচে অবশ্য আবহাওয়া বেশ ভালো। রোদ ঝলমলে ডাবলিনে ঝলমলিয়ে উঠলো ভারতের ব্যাটিং-ও। আগের ম্যাচে শুরুতে বোলিং করেছিলো দল। অভিষেক হলেও এক বলও খেলার সুযোগ পান নি রিঙ্কু সিং। ব্যাট হাতে চার-ছক্কার ঝড় তুলতে দেখা যায় নি শিবম দুবেদেরও। আজ অবশ্য টস হেরে প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ মেলায় খুশিই হয়েছিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। জিতলেও যে ব্যাটিং-ই বাছতেন তা জানিয়েছিলেন মুক্তকন্ঠে।

Read More: IRE vs IND: ফর্ম উধাও তিলক বর্মা’র ব্যাটে, দ্বিতীয় টি-২০’তেও দ্রুত ফিরতে হলো সাজঘরে !!

Sanju Samson | IRE vs IND | Image: Getty Images
Sanju Samson | IRE vs IND | Image: Getty Images

আগের দিনের মত আজও শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল। তবে অতি আগ্রাসী হতে গিয়ে ফের একবার বিপদ ডেকে আনলেন যশস্বী। ফিরলেন ক্রেগ ইয়ং-এর বলে। বেশীদূর এগোতে পারেন নি তিলক বর্মাও। ১ রান করে ফেরেন ব্যারি ম্যাকার্থির বলে। চারে নেমে ভারতের ইনিংসকে স্থিরতা দেন সঞ্জু স্যামসন। কেরলের উইকেটরক্ষক আজ অর্ধশতক হাতছাড়া করলেও ২৬ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। দারুণ ছন্দে দেখা গেলো ঋতুরাজ গায়কোয়াড়কে। তিনি টি-২০ ক্রিকেটে নিজের দ্বিতীয় অর্ধশতক করলেন। ঋতুরাজের ৫৮ রানের ইনিংস ভারতীয় ইনিংসকে এগিয়ে দেয় অনেকখানি।

Rinku Singh | IRE vs IND | Image: Twitter
Rinku Singh | IRE vs IND | Image: Twitter

সঞ্জু ও ঋতুরাজের তৈরি করা মঞ্চে ‘ফিনিশিং টাচ’ দিলেন রিঙ্কু সিং এবং শিবম দুবে। বছর পঁচিশের রিঙ্কুকে আগামী প্রজন্মের ‘ফিনিশার’ বলে ডাকা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে বেশ পরিণতিবোধ দেখালেন তিনি। ডেথ ওভারে হাত খুলতে দেখা গেলো। ২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৮ করে আউট হন শেষ ওভারে। অপর প্রান্তে রানের মুখ দেখলেন দুবেও। ২২ করে অপ্রাজিত থাকেন তিনি। দুইটি বিশাল ছক্কা মারতে দেখা গেলো তাঁকে। রিঙ্কু ও দুবের প্রশংসায় মুখরিত সমাজমাধ্যম। ‘এই দলটাকেই ধরে রাখতে হবে। তাহলেই সাফল্য আসবে’ লিখেছেন্ জনৈক নেটিজেন। ‘রিঙ্কুর জাতীয় দলে অন্তর্ভুক্তি যেন এক ঝলক টাটকা বাতাস’ মন্তব্য আরেক জনের। ভারত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে তুলেছে ১৮৫ রান।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs IRE: দ্বিতীয় টি-২০’তে প্রথমে ব্যাট করে বড় রান ভারতের, জিততে হলে ১৮৬ করতে হবে আইরিশদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *