IRE vs IND: ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপ্রত্যাশিত টি-২০ সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর জন্য আয়ারল্যান্ড সফরকেই পাখির চোখ করেছিলো ভারতীয় দল। গত শুক্রবার ডাবলিনে সিরিজের প্রথম ম্যাচ শেষ করা যায় নি বৃষ্টির কারণে। ডাকওয়ার্থ ল্যুইস নিয়মের বদান্যতায় ২ রানে জিতেছিলো টিম ইন্ডিয়া (Team India)। আজ দ্বিতীয় ম্যাচে অবশ্য আবহাওয়া বেশ ভালো। রোদ ঝলমলে ডাবলিনে ঝলমলিয়ে উঠলো ভারতের ব্যাটিং-ও। আগের ম্যাচে শুরুতে বোলিং করেছিলো দল। অভিষেক হলেও এক বলও খেলার সুযোগ পান নি রিঙ্কু সিং। ব্যাট হাতে চার-ছক্কার ঝড় তুলতে দেখা যায় নি শিবম দুবেদেরও। আজ অবশ্য টস হেরে প্রথম ব্যাটিং-এর আমন্ত্রণ মেলায় খুশিই হয়েছিলেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। জিতলেও যে ব্যাটিং-ই বাছতেন তা জানিয়েছিলেন মুক্তকন্ঠে।
গত ম্যাচে ভারতীয় বোলারদের সাফল্য দেখেছিলেন দর্শকেরা। আজ ব্যাট হাতে শুরুতে খানিক নড়বড়ে লাগলেও শেষমেশ নিজেদের ছন্দ ফিরে পেলো টিম ইন্ডিয়া। ঋতুরাজ গায়কোয়াড়ের অর্ধশতক, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রিঙ্কু সিং-দের ঝোড়ো ইনিংস ভারতকে ১৮৫ রানে পৌঁছে দিয়েছিলো। টসের সময় ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ জানিয়েছিলেন স্কোরবোর্ডে বড় রান যোগ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তাঁর দল। সেই কাজে রিঙ্কু-ঋতুরাজরা সফল হওয়ায় চাপ অনেকটাই করে গিয়েছিলো বোলারদের উপরে। কিন্তু আক্রমণ থেকে সরলেন না তাঁরাও। গোড়াতেই উইকেট তুলে আইরিশ ইনিংসের ভিত নড়িয়ে দিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপরের কাজটুকু সারেন রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ’রা। নির্ধারিত ২০ ওভারের শেষে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হলো ১৫২ রানে। ৩৩ রানে সিরিজ জিতে ২-০ এগিয়ে গেলো ভারত। জিতে নিলো সিরিজ।
Read More: Asia Cup 2023: এশিয়া কাপের দল থেকে আউট শ্রেয়াস আইয়ার, টিমে এন্ট্রি নিচ্ছেন তিলক ভার্মা !!
ভারতীয় ইনিংসের ভিত গড়লেন সঞ্জু-ঋতুরাজ-
আজকের ম্যাচেও ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড়ের জুটিকেই বেছে নিয়েছিলো ভারত। ইনিংসের গোড়ায় ব্যাট হাতে সাবলীল লাগছিলো যশস্বীকে। বেশ কয়েকটি সুদৃশ্যও শটও দেখা গিয়েছিলো তাঁর থেকে। কিন্তু গত ম্যাচের মত আজও অতি আগ্রাসী হতে গিয়ে উইকেট খোয়ালেন তিনি। ফের একবার ক্রেগ ইয়ং-এর শিকার হয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। তিলক বর্মার অফ-ফর্মও অব্যাহত ডাবলিনের মাটিতে। গত ম্যাচের শূন্য রানের পর আজ ১ রানের মাথায় বড় শট মারতে গিয়ে ব্যারি ম্যাকার্থির বলে আউট হলেন। দুর্দান্ত একটি ক্যাচ তালুবন্দী করেন জর্জ ডকরেল। ৩৪ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর নড়বড়ে টিম ইন্ডিয়ার ইনিংসকে থিতু করলেন ঋতুরাজ গায়কোয়াড় এবং সঞ্জু স্যামসন।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিনটি টি-২০ ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। বিশেষ কিছু করে উঠতে পারেন নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও আগের দিন মাত্র ১ রান করে অপ্রাজিত ছিলেন তিনি। আজ ব্যাটিং-এর সুযোগের সদ্ব্যবহার করেন তিনি। ২৬ বলে অনবদ্য ৪০ রানের ইনিংস খেললেন কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। প্রথমে সময় নিয়ে পরে ইনিংসের গতি বাড়ান তিনি। ৫টি চার এবং ১টি ছক্কা মারেন তিনি। আজ জ্বলে উঠতে দেখা গেলো ঋতুরাজ গায়কোয়াড়কেও। আইপিএলের সাফল্য আন্তর্জাতিক ক্রিকেটেও প্রতিফলিত করলেন তিনি। ভারতের হয়ে টি-২০তে দ্বিতীয় অর্ধশতক করেন তিনি। ৪৩ বলে ৫৮ রান করেন তিনি।
সঞ্জু ও ঋতুরাজের তৈরি করা মঞ্চে ‘ফিনিশিং টাচ’ দিলেন রিঙ্কু সিং এবং শিবম দুবে। বছর পঁচিশের রিঙ্কুকে আগামী প্রজন্মের ‘ফিনিশার’ বলে ডাকা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ইনিংসে বেশ পরিণতিবোধ দেখালেন তিনি। ডেথ ওভারে হাত খুলতে দেখা গেলো। ২টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৮ করে আউট হন শেষ ওভারে। অপর প্রান্তে রানের মুখ দেখলেন দুবেও। ২২ করে অপরাজিত থাকেন তিনি। দুইটি বিশাল ছক্কা মারতে দেখা গেলো তাঁকে। লেগ সাইডে ফ্লিক করে তাঁর একটি ছক্কা মনে করালো যুবরাজ সিং-কে। শুরুতে জোড়া উইকেট হারিয়েও শেষমেশ ১৮৫ রান তোলে ভারত।
বালবার্নির লড়াই ব্যর্থ, পরাজিত আয়ারল্যান্ড-
আগের ম্যাচে প্রথম স্পেলে দুই ওভার বোলিং করতে দেখা গিয়েছিলো জসপ্রীত বুমরাহ’কে। আজ বোলিং স্ট্র্যাটেজিতে বদল আনতে দেখা গেলো অধিনায়ককে। নিজেকে এক ওভারের বেশী ব্যবহার করেন নি। বরং নতুন বলে জাদু দেখানোর সুযোগ করে দেন প্রসিদ্ধ কৃষ্ণাকে। আগের দিন ২ উইকেট নিয়েছিলেন কৃষ্ণা। আজও শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে আইরিশদের চাপে ফেলে দেন তিনি। শূন্য রান করেই আউট হন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং এবং উইকেটরক্ষক-ব্যাটার লোরকান টাকার। পিছিয়ে রইলেন না রবি বিষ্ণোইও। আজও জোড়া উইকেট জমা হলো তাঁর ঝুলিতেও। আয়ারল্যান্ডের সেরা ব্যাটার হ্যারি টেকটরকে ফেরান তিনি। আগের ম্যাচে কার্যকরী ইনিংস খেলা কার্টিস ক্যাম্ফারকেও আউট করেন তিনি।
অপরপ্রান্তে উইকেট পড়তে থাকলেও আয়ারল্যান্ডকে লড়াইতে রেখেছিলেন পল বালবার্নি। আগের ম্যাচে জসপ্রীত বুমরাহ’র শিকার হয়ে শুরুতেই উইকেট হারিয়েছিলেন তিনি। আজ দায়িত্বশীল ইনিংস খেলতে দেখা গেলো তাঁকে। ৫টি চার এবং ৪টি ছক্কায় ইনিংস সাজাতে দেখা গেলো তাঁকে। ৫১ বলে ৭২ রান করে আর্শদীপ সিং-এর বলে আউট হন তিনি। বালবার্নির উইকেটের সাথে সাথেই আইরিশদের জয়ের আশাও নিভে গিয়েছিলো। গত ম্যাচে আইরিশদের সেরা ব্যাটার ব্যারি ম্যাকার্থিকে ফেরালেন জসপ্রীত বুমরাহ।
গত ম্যাচে খানিক জড়োসড় লেগেছিলো বুমরাহ’কে। আজ নিয়মিত ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পর্শ করলো তাঁর বলের গতি। বুমরাহ বোঝালেন ছন্দে ফিরছেন তিনি। শেষমেশ অলরাউন্ডার মার্ক অ্যাডায়ার বেশ কিছু চার-ছক্কা হাঁকিয়ে ম্যাচের উত্তেজনা বাড়ালেও ফলাফলে কোনো বদল আনতে পারেন নি। বুমরাহ’র শিকার হয়ে ফিরলেন তিনি। ২০তম ওভারে উইকেট মেডেন এলো ভারত অধিনায়কের ঝুলিতে। ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ২ উইকেট নিলেন তিনি। আয়ারল্যান্ড থামলো ১৫২ রানে। ৩৩ রানে ম্যাচ জিতে সিরিজ আজই পকেটে পুরে নিলো ভারত।