ire-vs-ind-1st-t20-bumrah-wins-potm

IRE vs IND: গত বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ছিটকে গিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে। এরপর টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখে বেশ কয়েকবার তড়িঘড়ি মাঠে ফেরার চেষ্টা করেছেন। তবে তাতে হিতে বিপরীত হতেই দেখা গিয়েছিলো। স্ট্রেস ফ্র্যাকচারের ফলে লম্বা সময়ের জন্য মাঠ থেকে দূরে থাকতে হয়েছে তাঁকে। খেলতে পারেন নি টি-২০ বিশ্বকাপ। আইপিএল এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও। বাধ্য হয়েই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয় তাঁকে। ক্রাইস্টচার্চে অপারেশনের পর বেশ কয়েকমাস বুমরাহ’র কেটেছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব সেরে। অবশেষে এক বছরেরও বেশী সময়ের বিরতির পর আজ মাঠে ফিরলেন তিনি।

অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ডের (IRE vs IND) বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। আর প্রত্যাবর্তনের ম্যাচেই বল হাতে বুমরাহকে (Jasprit Bumrah) দেখা গেলো আগুন ঝরাতে। প্রথম ওভারের প্রথম বলটিকে স্কোয়্যার লেগের বাউন্ডারিতে পাঠিয়েছিলেন অ্যান্ড্রু বালবির্নি (Andrew Balbirinie)। দ্বিতীয় বলেই তাঁর অফস্টাম্প ওড়ান বুমরাহ। সেই একই ওভারে তাঁর শিকার হন লোরকান টাকার (Lorcan Tucker)। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রানের বিনিময়ে আজ ২ উইকেট পান তিনি। বৃষ্টিস্নাত ম্যাচে ভারত ২ রানে জিতলো ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে। পরপর দুই বলে যশস্বী ও তিলক বর্মাকে খুইয়েও সিরিজে ১-০ এগিয়ে গেলো টিম ইন্ডিয়া। আর জোড়া উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরষ্কার পেলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

Read More: IRE vs IND: “লড়াই সহজ হবে না…” DLS মেথডে ভারত ম্যাচ জিতলেও আইরিশদের লড়াইকে কুর্নিশ নেটজনতার !!

‘এখনও অনেকটা পথ চলা বাকি’ বলছেন বুমরাহ-

Indian Cricket Team | IRE vs IND | Image: Getty Images
Indian Cricket Team | IRE vs IND | Image: Getty Images

লম্বা একটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাঁকে, সহ্য করতে হয়েছে যন্ত্রণা। আদৌ তাঁর কেরিয়ার আর দীর্ঘায়িত করা সম্ভব হবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। সকল প্রশ্নের জবাব দিয়ে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। আয়ারল্যান্ডের বিরুদ্ধে (IRE vs IND) মাঠে ফিরে প্রথম ওভারেই তুলে নিলেন জোড়া উইকেট। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় পাওয়ার পর ভারত অধিনায়ক বুমরাহ জানান, “দারুণ অনুভূতি ছিলো। এনসিএ-তে এত অনুশীলন করেছি, আমার একবারের জন্যও মনে হয় নি অনেক কিছু ‘মিস’ করেছি বা আজ নতুন কিছু করছি।”

প্রত্যাবর্তনের পিছনে সাপোর্ট স্টাফদের অবদান স্বীকার করেছেন ভারতীয় পেসার। বুমরাহ (Jasprit Bumrah) বলেন, “স্টাফদের কৃতিত্ব দিতেই হয়। ওরা সবসময় আমার মন-মেজাজ ভালো রেখেছিলেন।” অধিনায়কত্বের গোড়া কথা উচ্চারণ করতে শোনা গেলো তাঁকে। বলেন, “মাঠে নিজের নয়, বাকিদের কথাও ভাবতে হয়।” লম্বা বিরতির পর মাঠে ফিরে তাঁর প্রতিক্রিয়াও জানান বুমরাহ (Jasprit Bumrah)। খেলা শেষে বলেন, “স্নায়ুর চাপে ভুগছি না। আমি খুবই খুশি।” স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে ভারতীয় অধিনায়ক জানান, “শুরুর দিকে স্যুইং ছিলো খানিক। সেটা কাজে লাগানোর প্রয়াস করেছি। সৌভাগ্যক্রমে আমরা টস জিতেছিলাম এবং বলগুলো ঠিক জায়গায় ছিলো। আবহাওয়াও বেশ খানিকটা সাহায্য করেছে।”

মাঠে ফিরতে পেরে তিনি যে খুশি, তা আরও একবার জানিয়েছেন বুমরাহ (Jasprit Bumrah)। এখনও নিজের ও দলের উন্নতির জায়গা রয়েছে বলে মনে করেন তিনি। জানান, “প্রতিটা ম্যাচেই আপনি আরও বেশী কিছু আশা করেন। ওরা (আয়ারল্যান্ড) প্রথমে চাপে পড়লেও পরে বেশ ভালো খেলেছে। কৃতিত্ব দিতেই হবে। যখন আপনি জেতেন তার পরেও উন্নতির জায়গা থাকে। আমাদের দলের প্রত্যেকেই খুব আত্মবিশ্বাসী, আমরা তৈরি।” প্রস্তুতির জন্য আইপিএল সাহায্য করে বলেই জানিয়েছেন বুমরাহ। ‘দ্য ভিলেজ’ মাঠে ভারতীয় সমর্থকদের প্রাচুর্য্য সম্পর্কে তাঁর উক্তি, “এটা সবসময় ভালো। আমরা যেখানেই যাই ওনারা আমাদের পাশে থাকেন। আমাদের মানসিকভাবে চাঙ্গা থাকতে সেটা সাহায্য করে।”

Also Read: IND vs IRE: ডাকওয়ার্থ লুইসে লক্ষীলাভ ভারতের, ডাবলিনের বৃষ্টিভেজা ম্যাচে দুই রানে জয় পেল টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *