বেঙ্গালুরুকে IPL জিতিয়েই অবসরে বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত দল মালিকের !! 1

সপ্তদশ আইপিএলের (IPL) অন্যতম চমক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। গত ষোলো বছরে একবারও ট্রফি জেতে নি তারা। এই বছর উইমেন্স প্রিমিয়ার লীগে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির মহিলা দল ট্রফি জেতায় আশা জেগেছিলো সমর্থকদের মনে। কিন্তু আইপিএল (IPL) শুরু হতেই মুখ থুবড়ে পড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli), ফাফ দু প্লেসিরা। হেরে মরসুম শুরু করেছিলেন তাঁরা। দ্বিতীয় ম্যাচে জিতলেও এরপর টানা ছয় ম্যাচে পরাজিত হতে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্সকে (RCB)। আশার প্রদীপ নিভে গিয়েছে বলেই ধরে নিয়েছিলেন বিশেষজ্ঞরা। তুমুল নিন্দার মুখে পড়তে হয়েছিলো বেঙ্গালুরু দলকে। খাদের কিনারায় পৌঁছে যাওয়া দল আচমকাই যেন কোনো জাদুবলে ঘুরে দাঁড়ায় এপ্রিলের শেষ সপ্তাহ থেকে।

সানরাইজার্সকে হারিয়ে অক্সিজেন পেয়েছিলেন বিরাটরা (Virat Kohli)। এরপর গুজরাতকে দুইবার ও পাঞ্জাবকে অ্যাওয়ে ম্যাচে হারিয়ে টিকিয়ে রেখেছিলেন অস্তিত্ব। ঘরের মাঠে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে জয় প্লে-অফের দৌড়ে জায়গা করে দেয় বেঙ্গালুরুকে (RCB)। শেষ ম্যাচে সামনে ছলো চেন্নাই (CSK)। কেবল দুই পয়েন্ট নয়, সাথে অঙ্কের জটিল হিসেব’ও মাথায় রাখতে হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্সকে। কিন্তু তাদের অশ্বমেধের ঘোড়ার সামনে মাথানত করে যাবতীয় বাধাবিপত্তি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২৭ রানে হারিয়ে অসম্ভবকে সম্ভব করে বেঙ্গালুরু। জায়গা করে নেয় প্রথম চারে। আইপিএল (IPL) ইতিহাসে অন্যতম সেরা পারফর্ম্যান্সকে প্রশংসায় ভরাচ্ছেন সমর্থকেরা। উদ্বেল প্রাক্তন মালিক বিজয় মাল্য’ও (Vijay Mallya)।

Read More: প্রথম কোয়ালিফায়ারে SRH’কে হারিয়ে চতুর্থ বারের জন্য ফাইনালে পৌঁছালো KKR !!

আবেগঘণ পোস্ট করলেন বিজয় মাল্য-

Virat Kohli and Vijay Mallya | IPL | Image: Twitter
Virat Kohli and Vijay Mallya | Image: Twitter

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) দুর্দান্ত প্রত্যাবর্তন চমকে দিয়েছে গোটা দেশের ক্রিকেটমহলকে। আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আরসিবি। টানা ব্যর্থতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়া সমর্থকেরা এবারের পারফর্ম্যান্স থেকে খুঁজে পাচ্ছেন আশাবাদী হওয়ার রসদ। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে জমা পড়ছে বেঙ্গালুরু দলের স্তুতি। কোটি কোটি সাধারণ ক্রিকেটপ্রেমীর সাথে আরসিবি বন্দনায় মাততে দেখা গিয়েছে দলের প্রাক্তন মালিক বিজয় মাল্যকেও (Vijay Mallya)। বর্তমানে ঋণ খেলাপের দায়ে অভিযুক্ত হয়ে দেশ ছেড়ে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন মাল্য। তবুও নিজের পুরনো দলের প্রতি যে টান এখনও রয়েছে, তা বোঝা গিয়েছে তাঁর পোস্ট থেকে।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকেও (Virat Kohli)। মাল্য লেখেন, “আমি যখন আরসিবি ফ্র্যাঞ্চাইজি ও বিরাট কোহলির জন্য বিড করেছিলাম, তখন আমার মন বলেছিলো যে এর থেকে ভালো পছন্দ আর কিছু হতে পারে না। এখন আমার মন বলছে যে এটাই আরসিবি’র খেতাব জয়ের সেরা সুযোগ। আগামীর জন্য শুভেচ্ছা রইলো।” এর আগে ইংল্যান্ডে ভারতের একটি ম্যাচ মাঠে বসে দেখতে গিয়েছিলেন মাল্য (Vijay Mallya)। সেই সময় সমর্থকদের থেকে রীতিমত হেনস্থার মুখে পড়তে হয়েছিলো তাঁকে। ঋণ খেলাপের দায়ে অভিযুক্ত শিল্পপতির উদ্দেশ্যে উড়ে এসেছিলো কটাক্ষ, কটূক্তি। আরসিবি-কে শুভেচ্ছা জানানোর পোস্ট করেও সেসব এড়াতে পারেন নি তিনি।

দেখে নিন কি লিখেছেন মাল্য-

Also Read: IPL 2024: “তৃতীয় খেতাব আসছেই…” সানরাইজার্সকে গুঁড়িয়ে ফাইনালে নাইট’রা, উচ্ছ্বাসে ভাসছে নেটপাড়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *