IPL 2024: আসন্ন আইপিএল মরসুমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের সাফল্যের পথে ‘বাধা’ হয়ে দাঁড়াতে পারেন এই তিন ক্রিকেটার !! 1

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) নতুন মরসুম। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে ২২ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এবারের ক্রীড়াসূচি প্রকাশিত হতে চলেছে দুই পর্বে। প্রথম পর্বে সে সূচি সামনে এনেছে তা অনুযায়ী ২২ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে চারটি ম্যাচ খেলতে চলেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ২০২২ মরসুমে পথচলা শুরু করার পর টানা দুইবার প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে তারা। কিন্তু পেরোতে পারে নি এলিমিনেটরের বাধা। এবার সেই ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগোনোর লড়াই লক্ষ্ণৌ’র। শক্তিশালী দল গড়ার দিকে নজর ছিলো কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। পুরনো দলের ‘নিউক্লিয়াস’ অপরিবর্তিত রেখে ২০২৪ মরসুমের জন্য সই করানো হয়েছে ডেভিড উইলি, দেবদত্ত পাডিক্কালদের। খাতায়-কলমে লক্ষ্ণৌ (LSG) খেতাবের অন্যতম দাবীদার হলেও তাদের চিন্তায় রেখেছেন এই তিন ক্রিকেটার।

Read More: “ঐতিহাসিক ভুল হতে চলেছে…” বিরাট কোহলি’কে টি-২০ বিশ্বকাপের বাইরে রাখার ভাবনা না-পসন্দ নেটদুনিয়ার !!

কে এল রাহুল-

KL Rahul | IPL 2024 | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

আসন্ন আইপিএলে (IPL 2024) লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন খোদ তাদের অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। গত বছর আইপিএল-এর মাঝপথে চোট পেয়েছিলেন তিনি। ছিটকে যেতে হয়েছিলো টুর্নামেন্ট থেকে। এরপর লন্ডনে অস্ত্রোপচারও হয় তাঁর। সেপ্টেম্বরের এশিয়া কাপে কামব্যাক করেছিলেন। এরপর ফের নতুন বছরের জানুয়ারিতে চোটের শিকার হয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন কোয়াড্রিসেপস পেশীতে সমস্যা ধরা পড়েছে রাহুলের। একমাত্র হায়দ্রাবাদে প্রথম টেস্টটি খেলার পরেই ছিটকে গিয়েছেন মাঠ থেকে। এখনও অবধি তাঁকে ফিট ঘোষণা করে নি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি। বোর্ড সচিব জয় শাহ’ও (Jay Shah) জানিয়েছেন, “ইঞ্জেকশনের প্রয়োজন রয়েছে রাহুলের। তাঁর রিহ্যাব চলছে বেঙ্গালুরুতে।”

চোট-আঘাত সমস্যার পাশাপাশি চিন্তা রয়েছে লক্ষ্ণৌ অধিনায়কের (LSG) ফর্ম নিয়েও। ২০২২-এর পর আন্তর্জাতিক টি-২০ খেলেন নি কে এল রাহুল (KL Rahul)। ১৪ মাস পর বিরাট কোহলি, রোহিত শর্মাদের আফগানিস্তান সিরিজে ফেরানো হলেও বাইরেই রাখা হয়েছে কর্ণাটকের ক্রিকেটারকে। গত মরসুমে ৯টি ম্যাচ খেলেছিলেন তিনি। ১১৩.২২ স্ট্রাইক রেটে কেবল ২৭৪ রান করেছিলেন। পাওয়ার প্লে’তে রাহুলের মন্থর ব্যাটিং নিয়ে সমালচনা হয়েছিলো বিস্তর। ব্যাটিং গড়’ও নেমে দাঁড়িয়েছিলো ৩৪.২৫-এ। যা তাঁর আইপিএলের কেরিয়ার গড় ৪৬.৭৮-এর তুলনায় বেশ কম। গত আইপিএলের (IPL) পর থেকে টি-২০ প্রতিযোগিতায় অংশ নেন নি রাহুল। খেলেছেন কেবল ওয়ান ডে ও টেস্ট ম্যাচ। দ্রুত ২০ ওভারের ফর্ম্যাটের সাথে মানিয়ে নিতে না পারলে সমস্যায় পড়তে পারেন তিনি।

অমিত মিশ্র-

KL Rahul and Amit Mishra | IPL 2024 | Image: Getty Images
KL Rahul and Amit Mishra | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হতে পারেন লেগস্পিনার অমিত মিশ্র (Amit Mishra)। গত মরসুমে অভিজ্ঞ লেগস্পিনারকে বেশ কিছু ম্যাচে ব্যবহার করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। বিশেষ করে ডেথ ওভারে বল হাতে তুলে নিতে দেখা গিয়েছিলো হরিয়ানার ক্রিকেটারকে। পারফর্ম্যান্সও খারাপ ছিলো না তাঁর। ৭ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। রান খরচ করেছিলেন ৭.৮৪ ইকোনমি রেটে।  বোলিং গড় ছিলো ২১.২৯। গতবারের পারফর্ম্যান্সের ভিত্তিতে তাঁকে আসন্ন মরসুমের জন্য ‘রিটেন’ করেছে লক্ষ্ণৌ (LSG) ফ্র্যাঞ্চাইজি। তবে তাদের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। অফ ফর্ম নয়, বরং বয়স তাঁর বিপক্ষে যেতে পারে বলে মনে করছেন তাঁরা। বর্তমানে অমিত মিশ্রের বয়স প্রায় ৪২ ছুঁইছুঁই। এই বয়সে কব্জির মোচড়ে প্রতিপক্ষ ব্যাটারদের তিনি কতদূর চাপে ফেলতে পারবেন, তা নিয়ে থাকছে সংশয়।

অমিত মিশ্রকে (Amit Mishra) নিয়ে চিন্তা আরও বাড়াচ্ছে তাঁর নিয়মিত ক্রিকেটের মধ্যে না থাকা। দিনকয়েক আগেও জিও সিনেমার স্টূডিওতে বিশেষজ্ঞের মতামত দিতে দেখা গিয়েছে তাঁকে। শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ২৭ অক্টোবর। সাম্প্রতিক পরিসংখ্যানও বিশেষ আহামরি নয় তাঁর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT 2023) মেঘালয়ের বিরুদ্ধে ১০ রানের বিনিময়ে ২ উইকেট নেওয়ার একমাত্র উল্লেখযোগ্য পারফর্ম্যান্স। ম্যাচের মধ্যে না থাকা ক্রিকেটার যদি আইপিএলের মূল মঞ্চে ছন্দ খুঁজে না পান, তাহলে সমস্যায় পড়তে পারে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। সমস্যা এড়াতে বিশেষজ্ঞদের অনেকেই প্রথম একাদশে তাঁকে না রাখার পরামর্শ দিচ্ছেন। বদলে তাঁদের প্রথম পছন্দ তরুণ রবি বিষ্ণোই।

নিকোলাস পুরান-

Nicholas Pooran | IPL 2024 | Image: Getty Images
Nicholas Pooran | Image: Getty Images

গত মরসুমে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) হয়ে ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছিলো নিকোলাস পুরানকে (Nicholas Pooran)। একাধিক ম্যাচে ঝড়ের গতিতে রান তুলে দলকে প্লে-অফের গণ্ডী পার করতে সাহায্য করেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার। পুরানের দৌরাত্ম্যে ক্যুইন্টন ডি ককের মত তারকাকেও রিজার্ভ বেঞ্চে রেখে দল মাঠে নামানোর সাহস দেখাতে পেরেছিলেন তৎকালীন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও মেন্টর গৌতম গম্ভীর। গত মরসুমে ১৫ ম্যাচে প্রায় ৩০ গড়ে ১৭২.৯৫ স্ট্রাইক রেটে ৩৫৮ রান করেছিলেন নিকোলাস পুরান (Nicholas Pooran), ছিলো দুটি অর্ধশতক’ও। ২০২৩-এর আইপিএলের পরেও ফর্মের সোনালি সময় দেখা গিয়েছিলো তাঁর ব্যাটে। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজেও সেরা খেলোয়াড়ের পুরষ্কার পেয়েছিলেন। কিন্তু নতুন বছরে সেই ফর্মের ছিটেফোঁটাও নেই তাঁর ব্যাটে। যা চিন্তা বাড়িয়েছে লক্ষ্ণৌ (LSG) সমর্থকদের।

২০২৩-এর পারফর্ম্যান্সের পুরষ্কার হিসেবে নিকোলাস পুরান’কে (Nicholas Pooran) এবার সহ-অধিনায়কের পদে বসিয়েছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। কে এল রাহুলের চোট না সারলে সম্ভবত বেশ কিছু ম্যাচে অধিনায়কত্ব’ও করতে পারেন তিনি। কিন্তু তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্স বিশেষ আশাবাদী করছে না ক্রিকেট বিশেষজ্ঞদের। শেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে অর্ধশতক করতে পেরেছেন নিকোলাস পুরান। আইএলটি-২০তে এম আই এমিরেটসের হয়ে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৫৭ রান। বাকি নয় ইনিংসের মধ্যে ছয়টিতে আউট হয়েছেন ২০ রান করার আগে। অফ ফর্ম কাটিয়ে উঠতে না পারলে লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামের মন্থর উইকেটে খেলা কঠিন হবে তাঁর পক্ষে।

Also Read: IPL 2024: ১৪ মাসের অপেক্ষার অবসান, ঋষভ পন্থের মাঠে ফেরার খবরে সিলমোহর দিলো BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *