IPL 2024: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মহিলা দল উইমেন্স প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হওয়ার পর আইপিএলে (IPL) প্রত্যাশা বেড়েছিলো বিরাট কোহলিদের থেকে। কিন্তু এখনও অবধি তা পূরণ করতে ব্যর্থই হয়েছে বেঙ্গালুরুর পুরুষ দল। প্রথম ম্যাচেই চেন্নাইয়ের বিরুদ্ধে ধরাশায়ী হতে হয়েছিলো তাদের। দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামীতে পাঞ্জাব কিংস-কে (PBKS) হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলো দল। আশায় বুক বেঁধেছিলেন সমর্থকেরা। কিন্তু তৃতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ফের মুখ থুবড়ে পড়েছে বেঙ্গালুরু। ১৯ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়ে গিয়েছে বেগুনি-সোনালী শিবির। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা বেশ কয়েক যোজন পিছনে ফেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্সকে।
গত শুক্রবার চিন্নাস্বামীতে সম্মুখসমরে নেমেছিলো কলকাতা ও বেঙ্গালুরু। টসে জিতে প্রথমে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। রান পান নি ফাফ দু প্লেসি। বেঙ্গালুরুর হয়ে প্রতিরোধ গড়ে তোলেন বিরাট কোহলি (Virat Kohli)। কখনও ক্যামেরন গ্রিন আবার কখনও গ্লেন ম্যাক্সওয়েলের সাথে জুটি বেঁধে ইনিংসকে এগিয়ে নিয়ে যান তিনি। অপরাজিত থাকেন ৮৩ রান করে। নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স। রান তাড়া করতে নেমে কলকাতা শুরু করে ধুন্ধুমার মেজাজে। দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নাইরানকে (Sunil Narine) দেখা যায় বেঙ্গালুরু বোলিং নিয়ে রীতিমত ছেলেখেলা করতে। ওপেনিং জুটিতেই ম্যাচ ঢলে পড়েছিলো নাইটদের দিকে। এরপর ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়স আইয়ার জয় নিশ্চিত করেন কলকাতার। একপেশে ম্যাচ হেরে সমালোচনায় বিদ্ধ বেঙ্গালুরু। বোলারদের একহাত নিলেন স্টুয়ার্ট ব্রড (Stuart Broad)।
Read More: BAN vs SL: তিনজনের চেষ্টাতেও ধরা গেলো না ক্যাচ, বাংলাদেশের ফিল্ডারদের কাণ্ডে হাসির রোল ক্রিকেটদুনিয়ায় !!
বেঙ্গালুরু বোলারদের তীব্র আক্রমণ করলেন ব্রড-

বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচের পর নিজের মতামত দিতে গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বোলারদের তীব্র আক্রমণ করেছেন স্টুয়ার্ট ব্রড। বলেন, “আন্দ্রে রাসেল যে লেন্থে বোলিং করেছিলো, ঠিক সেটাই অনুসরণ করতে হত ওদের (বেঙ্গালুরু বোলারদের), কিন্তু ওরা অনেক শর্ট বল করেছে বা স্লোয়ার বল করেছে স্লটে। আমি মনে করি আন্দ্রে রাসেল দারুণ বোলিং করেছে। ব্যাক অফ দ্য হ্যান্ড নয়, কেবল কাটারের উপর ভরসা রেখেছে। স্টাম্পের উপরের লাইন রেখেছিলো। ব্যাটারদের মুশকিলে পড়তে হচ্ছিলো খেলার সময়। যখন আপনি কাটার করছেন, যদি খুব বেশী শর্ট বা ফুল লেন্থে পড়ে যায় তাহলে ব্যাটাররা সময় পেয়ে যায় মানিয়ে নেওয়ার। কিন্তু যদি আপনি সঠিক লেন্থে রাখেন, তাহলে কঠিন হয় খেলা। বেঙ্গালুরু নিজেদের লেন্থই ঠিক রাখতে পারে নি।”
এই ম্যাচে বেঙ্গালুরুর আরও ভালো পারফর্ম করা উচিৎ ছিলো বলে মনে করছেন ব্রড (Stuart Broad)। তিনি চাঁচাছোলা ভাষাতে জানিয়েছেন, “ওরা যেহেতু প্রথমে ব্যাটিং করেছিলো, আপনি আশা করবেন যে প্রথম বোলিং করা দলের থেকে ওরা শিক্ষা নেবে। যা যা তথ্য মিলছে তা বিশ্লেষণ করে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে মাঠে নামবে। কেকেআর যা যা জিনিস দুর্দান্ত ভাবে করেছে, তার সম্পূর্ণ তথ্য ওদের কাছে ছিলো। কিন্তু বেঙ্গালুরু সেগুলো কিছুই কাজে লাগাতে পারলো না। আমার মনে হয় আরসিবি অধিনায়ক ও কোচিং স্টাফ দলের পারফর্ম্যান্সে বেশ হতাশ হবেন।” কেবল বোলিং নয়, বিতর্কের কেন্দ্রে বিরাট কোহলির স্ট্রাইক রেট’ও। ৫৯ বল খেলে ৮৩ করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪০.৬৮। যেহেতু তিনি সম্পূর্ণ ম্যাচ খেলেছেন সেহেতু আরও খানিক দ্রুত গতিতে ব্যাট করা উচিৎ ছিলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Also Read: IPL 2024: “আসল যোদ্ধা তো এমনই হয়…” অর্ধশতক পন্থের, দিল্লী অধিনায়ককে প্রশংসায় ভরালো নেটদুনিয়া !!