fielding-gaffe-during-ban-vs-sl-test

BAN vs SL: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (BAN vs SL) টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিলেটে প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৩২৮ রানের বিশাল ব্যবধানে পর্যুদস্ত করেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টেও চালকের আসনে দ্বীপরাষ্ট্রই। শ্রীলঙ্কা ব্যাটারদের বিক্রমের সামনে রীতিমত ধরাশায়ী শাকিব আল হাসান (Shakib Al Hasan), নাজমুল হোসেন শান্ত’রা। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন শ্রীলঙ্কান ব্যাটাররা। দিমুথ করুণারত্নে ৮৬, কুশল মেণ্ডিস ৯৩ ও কামিন্দু মেণ্ডিস (Kamindu Mendis) করেন ৯২* রান। অর্ধশতক মাদুষ্কা ও ধনঞ্জয় ডি সিলভার’ও। শ্রীলঙ্কা ইনিংস থেমেছে ৫৩১ রানে। জবাবে বাংলাদেশ আপাতত ৫৫/১।

Read More: IPL 2024: “টেনে মাটিতে ফেলে দিল…”, উড়ন্ত হায়দ্রাবাদকে পর্যুদস্ত করা গুজরাটকে নিয়ে উল্লাস টুইটারে !!

ভারত বনাম পাকিস্তানের পর এই উপমহাদেশীয় ক্রিকেটের দ্বিতীয় উত্তেজন লড়াই হিসেবে নিঃসন্দেহে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার (BAN vs SL) দ্বৈরথ। ২০১৭ সালের নিদাহাস ট্রফি থেকে শুরু করে হালের ওডিআই বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউজের টাইমড-আউট হওয়া, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন ঘটনার ঘনঘটা। ব্যতিক্রম ঘটলো না বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (BAN vs SL) সিরিজের দ্বিতীয় টেস্টেও। এবার অবশ্য বিতর্কিত নয়, বরং হাস্যকর এক ঘটনার সাক্ষী থাকলো চট্টগ্রামের স্টেডিয়াম। শ্রীলঙ্কা ইনিংসের বয়স তখন ১২০ ওভার ৫ বল। ব্যাট করছিলেন প্রভাত জয়সূর্য। বোলিং করছিলেন খালেদ আহমেদ। ড্রাইভ মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন জয়সূর্য। বল তাঁর ব্যাটের কোণায় লেগে যায় স্লিপ কর্ডনের দিকে। আপাতদৃষ্টিতে সহজ ক্যাচ মনে হলেও ধরতে গিয়ে নাভিশ্বাস ছুটলো বাংলাদেশের ফিল্ডারদের।

প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত হাত বাড়িয়েও ক্যাচ ধরতে পারেন নি। বল দুইবার তাঁর হাতে লাগলেও শেষমেশ বেরিয়ে যায়। তখন ক্যাচ তালুবন্দী করতে ঝাঁপান দ্বিতীয় স্লিপে থাকা শাহদাত হোসেন দীপু। ধরতে পারেন নি তিনিও। তাঁর হাতে লেগে বল যায় তৃতীয় স্লিপে দাঁড়ানো জাকির হাসানের দিকে। শরীর ছুঁড়ে দিয়েও বল নাগালে আনতে পারেন নি জাকির। তিনজনের মিলিত প্রচেষ্টা সত্ত্বেও ক্যাচ ফস্কায় বাংলাদেশ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টাইগার্সদের ফিল্ডিং-এর অবস্থা হাসির রোল ফেলেছে সমাজমাধ্যমে। জয়সূর্য যখন জীবন ফিরে পেয়েছিলেন, তখন ব্যাটিং করছিলেন ৬ রানে। শাকিবের বলে আউট হওয়ার আগে ২৮ রান করে যান লঙ্কান অফস্পিনার।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: BAN vs SL: বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে ‘টাইম আউট’ সেলিব্রেশন শ্রীলঙ্কা ক্রিকেটারদের, দেখে হইচই ক্রিকেট মহলে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *