ipl-starc-performance-raises-concern

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) নয়া মরসুম। ক্যালেন্ডারের হিসেবে বাকি আর মাত্র দিনদুয়েক। দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে ২২ তারিখ থেকে শুরু হচ্ছে ব্যাট-বলের দ্বৈরথ। ২০২৪ মরসুমে সকলের নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের দিকে। ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা নয় বছর ট্রফিহীন তারা। দ্বিতীয় খেতাব জয়ের দশ বছর পূর্তিতে তৃতীয় ট্রফির সন্ধানে মাঠে নামছে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। সাফল্যের খোঁজে প্রস্তুতিতে কোনো ফাঁক রাখেন নি কেকেআর কর্মকর্তারা। অধিনায়ক হিসেবে জোড়া ট্রফি জিতেছিলেন গৌতম গম্ভীর। এবার মেন্টর হিসেবে ফেরানো হয়েছে তাঁকে। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে দলগঠনের স্ট্র্যাটেজি সাজিয়েছেন তিনিই। আরও একবার গম্ভীরই (Gautam Gambhir) সাফল্যের ভগীরথ হন, চাইছেন নাইট সমর্থকেরা।

গত বছর রিঙ্কু সিং, নীতিশ রানা’র মত তারকারা ভালো পারফর্ম্যান্স করলেও ধারাবাহিকতার অভাব ডুবিয়েছিলো নাইট রাইডার্সকে (KKR)। ছন্দে ছিলেন না সুনীল নারাইন, আন্দ্রে রাসেলের মত মহারথীরা। এছাড়াও বোলিং ব্যর্থতা‘ও কলকাতার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলো বারবার। দশ দলের লীগে তারা শেষ করেছিলো সাত নম্বর স্থানে। গত মরসুমের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার টুর্নামেন্টের শুরু থেকেই সাফল্যের সরণিতে হাঁটছে চাইছে তারা। ১৯ ডিসেম্বরের মিনি নিলামে সাবধানে পা ফেলেছে নাইট শিবির। অনকৃষ রঘুবংশী, চেতন সাকারিয়া, রমনদীপ সিং-এর মত ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখদের দলে নিয়েছে। আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে স্কোয়াডে সামিল করেছে ক্যারিবিয়ান শেরফেন রাদারফোর্ডকে। নিলামে নাইটদের চমক অবশ্যই মিচেল স্টার্ক (Mitchell Starc)। ভাঙাচোরা বোলিং-কে মজবুত করতে অজি তারকার পিছনে ২৪.৭৫ কোটি টাকা খরচ করতেও পিছপা হয় নি তারা।

Read More: IPL 2024: “রোহিতের কাছেই বারবার যেতে হবে…” হার্দিকের নেতৃত্বলাভ নিয়ে বিস্ফোরক নভজ্যোত সিং সিধু !!

প্রস্তুতি ম্যাচে রিঙ্কুর তাণ্ডবে ধরাশায়ী স্টার্ক-

Mitchell Starc | IPL | Image: Instagram
Mitchell Starc | Image: Instagram

গত পরশু কলকাতা এসে পৌঁছেছেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। অজি বাম হাতি পেসার ২০১৫ সালে শেষ খেলেছেন আইপিএল (IPL)। প্রায় ৮ বছরের বিরতির পর ফিরছেন ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টে। মাঝে ২০১৮ সালের নিলামে অংশ নিয়েছিলেন। তখনও কলকাতা নাইট রাইডার্সই (KKR) দলে নিয়েছিলো তাঁকে। কিন্তু খেলতে পারেন নি সেই মরসুমে। এক হিসেবে ২০২৪ তাই তাঁর কাছে ‘হোমকামিং’-এর সুযোগ। বিশাল প্রাইস ট্যাগের চাপ থাকছে তাঁর উপর। বল হাতে ফ্র্যাঞ্চাইজি’র আস্থার দাম দিতে ২০১৫ ও ২০১৯ ওডিআই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী যে চেষ্টার ত্রুটি রাখবেন না, তা বলাই যায়।

পরিবেশ ও পিচের সাথে মানিয়ে নিতে তাঁর কতটা সময় লাগে, তার উপরেই অনেকাংশে নির্ভর করবে স্টার্কের পারফর্ম্যান্স। গতকাল নাইট (KKR) শিবিরের প্রস্তুতি ম্যাচে অংশ নেন তিনি। বেগুনি-সোনালী জার্সিতে প্রথম দিনটা ভালো কাটলো না পৌনে পঁচিশ কোটির মহাতারকার।গতকাল ইডেন গার্ডেন্সে টিম গোল্ড ও টিম পার্পল-এ ক্রিকেটারদের ভাগ করে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছিলো কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। টিম পার্পলে ছিলেন স্টার্ক (Mitchell Starc)। প্রথমে ব্যাটিং করে টিম গোল্ড। নতুন বল হাতে শুরুটাও করেছিলেন স্টার্কই। প্রথম ওভারে রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) ও অনকৃষ রঘুবংশীকে বেশ সমস্যায় ফেলেন। উইকেটও তুলে নেন মাত্র ১ রানের বিনিময়ে। এরপরেই ছন্দপতন হয় স্টার্কের বোলিং-এ।

পরবর্তী দুই ওভারে ১৯ রান খরচ করেছিলেন। ধরাশায়ী হতে হলো টিম গোল্ডের ইনিংসের শেষ ওভারে। অজি তারকার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং রিঙ্কু সিং (Rinku Singh) ও মনীশ পাণ্ডের (Manish Pandey)। ২০ রান খরচ করে বসেন স্টার্ক। ৪ ওভার শেষে পরিসংখ্যান দাঁড়ায় ৪-০-৪০-১। ইকোনমি রেট ১০। ডেথ বোলিং সমস্যা দূর করতেই আনা হয়েছে স্টার্ক’কে (Mitchell Starc)। তিনি যদি দ্রুত ছন্দ খুঁজে না পান, তাহলে আসন্ন মরসুমেও যে চাপে পড়বে দল, তা বুঝতে পেরে আশঙ্কায় সমর্থকেরা। প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন ইংল্যান্ডের ফিল সল্ট (Phil Salt) ও তরুণ পেসার শাকিব হুসেন। টিম পার্পলের হয়ে ওপেন করতে নেমে ৪১ বলে ৭৩ করেন তিনি। শাকিব নেই ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট।  টিম গোল্ডের ১৮৮ রানের জবাবে ২ বল বাকি থাকতে জইয় ছিনিয়ে নেয় টিম পার্পল।

দেখে নিন কারা ছিলেন দুই দলে-

টিম গোল্ড-

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), অনকৃষ রঘুবংশী, মনীশ পাণ্ডে, রিঙ্কু সিং, শেরফেন রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, বৈভব আরোরা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, প্লেয়ার ১, প্লেয়ার ২।

টিম পার্পল-

ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট (উইকেটরক্ষক), কে এস ভরত, অনুকূল রায়, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্ক, শাকিব হুসেন, প্লেয়ার ১।

  • কোনো কোনো ক্রিকেটার দুই দলের হয়েই প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছেন।

Also Read: IPL 2024: আসন্ন মরসুমের জন্য নতুন অধিনায়ক বেছে নিলো দিল্লী ক্যাপিটালস, প্রথম ম্যাচ থেকেই সামলাবেন দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *