ipl-srh-vs-rr-match-50-toss-report

IPL 2024: নিজামের শহরে সানরাইজার্স হায়দ্রাবাদের আজকের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (SRH vs RR)। চলতি মরসুমে নজর কেড়েছে দুই শিবিরই। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান (RR) এখনও অবধি হেরেছে কেবল একটমাত্র ম্যাচে। ৯ ম্যাচের মধ্যেই ১৬ পয়েন্ট ছিনিয়ে নিয়ে তারা নিশ্চিত করেছে প্লে-অফের বার্থ। আজকের জয় তাদের প্রথম দুইয়ে শেষ করার রাস্তা আরও মসৃণ করে দেবে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মরসুম গিয়েছে ওঠানামার মধ্যে দিয়ে। ব্যাটিং বিক্রমে একের পর এক শৃঙ্গ জয় করলেও মাঝেমধ্যেই পরাজয়ের খাদে তলিয়ে গিয়েছেন প্যাট কামিন্সরা। চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে আজ রাজস্থানের মহড়া নিতে নামছে সানরাইজার্স। ঘরের মাঠে কামিন্সবাহিনীর নজর থাকবে দুই পয়েন্ট ছিনিয়ে নিয়ে শেষ চারের দৌড়ে নিজেদের প্রতিষ্ঠিত করা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় দর্শকেরা।

Read More: অবশেষে দল ঘোষণা পাকিস্তানের, বাবর বা শাহীন নয়, এই তারকা পেলেন অধিনায়কত্ব !!

IPL ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) বনাম রাজস্থান রয়্যালস (RR)

ম্যাচ নং- ৫০

তারিখ– ০২/০৫/২০২৪

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Hyderabad Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

Rajiv Gandhi International Cricket Stadium, Hyderabad | SRH vs RR | Image: Getty Images
Rajiv Gandhi International Cricket Stadium, Hyderabad | Image: Getty Images

উপ্পলের মাঠে আজ সম্মুখসমরে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালস (SRH vs RR)। সানরাইজার্সের ঘরের মাঠে এই মরসুমে ব্যাটিং বান্ধব উইকেটই দেখা গিয়েছে। একের পর এক ম্যাচে রানের পাহাড় গড়তে দেখা গিয়েছে দলগুলিকে। আজকেও তার অন্যথা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই মাঠকে চলতি মরসুমে বোলারদের বধ্যভূমি বলা হচ্ছে। আজও এখানে বড় রান ওঠারই সম্ভাবনা। উপ্পলে আজ অবধি ৭৪টি ম্যাচের মধ্যে ৩৩টিতে জয় পেয়েছে প্রথম ব্যাটিং করা দল। বাকি ৪১টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৮। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৬০। তবে আজ গড় স্কোরের চেয়ে বেশী রানই ওঠার সম্ভাবনা।

নিজামের শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪১ ডিগ্রীর আশেপাশে। উষ্ণ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রীর আশেপাশে ঘোরাফেরা করার সম্ভাবনা। এছাড়া হায়দ্রাবাদ শহরের বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ১৫ শতাংশ। ম্যাচের সময় ৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা। ক্রীড়াপ্রেমী জনতাকে আশার আলো দেখিয়েছে আহবাওয়া দপ্তর। সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের ধুন্ধুমার ম্যাচ বৃষ্টিপাতের জন্য বাধাপ্রাপ্ত হওয়ার কোনো সুযোগ আজ নেই। সম্পূর্ণ ৪০ ওভার ম্যাচ হওয়ার সম্ভাবনাই উজ্জ্বল।

দুই দলের প্রথম একাদশ-

SRH vs RR | Image: Twitter

সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)-

অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ✈, আনমোলপ্রীত সিং, হেনরিখ ক্লাসেন ✈(উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, মার্কো ইয়ানসেন✈, আব্দুল সামাদ, প্যাট কামিন্স ✈(অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন।

বিকল্প- উমরান মালিক, মায়াঙ্ক মারকণ্ডে, এইডেন মার্করাম ✈, সানবীর সিং, জয়দেব উনাদকাট।

রাজস্থান রয়্যালস (RR)-

যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার ✈, রোভম্যান পাওয়েল ✈, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল

বিকল্প- জস বাটলার ✈, টম কোহলার ক্যাডমোর, শুভম দুবে, নভদীপ সাইনি, তনুষ কোটিয়ান।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Pat Cummins and Sanju Samson | Image: Twitter
Pat Cummins and Sanju Samson | Image: Twitter

প্যাট কামিন্স-

আমরা প্রথমে ব্যাটিং করবো। আমরা যে ম্যাচগুলোতে জিতেছি, আগে ব্যাটিং করেই জিতেছি। সম্ভবত সেটাই আমাদের শক্তি। উইকেট দেখে ভালোই লাগছে।

সঞ্জু স্যামসন-

পরিস্থিতি দেখে আমরাও প্রথমে ব্যাটিং-ই করতে চেয়েছিলাম। দলের জন্য সেটা ভালোই হত। আমরা দুটোই (প্রথমে ব্যাটিং ও বোলিং) করে সাফল্য পেয়েছি। এই টুর্নামেন্টে ছন্দই আসল। অনেক কিছুই ঠিকঠাক কাজ করছে। সেগুলো ঠিক কি কি সেটা খুঁজে পাওয়া ও তার উপর আস্থা রাখাই লক্ষ্য।

SRH vs RR, টস রিপোর্ট-

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নিলো সানরাইজার্স হায়দ্রাবাদ।

Also Read: T20 World Cup 2024 Semi Finalist: দল ঘোষণার আগেই বিশ্বকাপ থেকে বাদ পড়ল পাকিস্তান, শেষ চারে কোয়ালিফাই করা দেশে নেই ভারত !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *