ipl-shubman-trolled-after-dc-debacle

IPL 2024: ঘরের মাঠে গুজরাত টাইটান্স আজ মুখোমুখি দিল্লী ক্যাপিটালসের। ২০২২-এর আইপিএল(IPL) চ্যাম্পিয়ন গুজরাত। ২০২৩ সালেও জুটেছিলো রানার্স-আপের তকমা। স্বাভাবিকভাবেই এই মরসুমেও প্রত্যাশা অনেক ছিলো তাদের থেকে। কিন্তু নেতৃত্বে বদল আসার পরেই চেনা ছন্দে দেখা যায় নি তাদের। চলতি আইপিএলে ৩ জয় ও ৩ হারের সুবাদে আপাতত ৬ নম্বরে রয়েছে তারা। প্লে-অফের দৌড়ে সামনের দিকে এগোতে আজ জয় অত্যন্ত প্রয়োজন গুজরাত শিবিরের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে টাইটান্সদের প্রতিদ্বন্দ্বী দিল্লী ক্যাপিটালস শিবির।

Read More: টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়া নিশ্চিত হার্দিক পান্ডিয়া, এই ‘অবাধ্য’ প্লেয়ার ছিনিয়ে নেবেন জায়গা !!

ওপেন করতে নেমেছিলেন শুভমান গিল। গুজরাত টাইটান্স অধিনায়কের সাথে ফিরেছিলেন ঋদ্ধিমান সাহা। চেনা মাঠে রানের প্রত্যাশা ছিলো ভারতের তরুণ তুর্কির থেকে। কিন্তু আজ অনুরাগীদের হতাশই করলেন শুভমান। দিল্লীর বিরুদ্ধে দীর্ঘায়িত করতে পারলেন না তাঁর ইনিংস। শুরুতে দুটি চার মারলেন ঠিকই, কিন্তু তারপরেই ঈশান্ত শর্মা’র বলে উইকেট হারাতে হলো তাঁকে। ২০১৮ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ দলে নিজের সতীর্থ পৃথ্বী শ-এর হাতেই ক্যাচ দিয়ে বসেন আজ গুজরাত অধিনায়ক। ৬ বলে ৮ রান করেই ফিরতে হয় সাজঘরে। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মাত্র ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় গুজরাত।

জুন মাসে রয়েছে টি-২০ বিশ্বকাপ। সব ঠিক থাকলে এপ্রিলের শেষে বা জুন মাসের শুরুতেই দল ঘোষণা করে দেবেন অজিত আগরকাররা। ফর্মের দশা এমন হলে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমানে যে জায়গা মিলবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাঁকে কটাক্ষে বিঁধে জনৈক নেটনাগরিকের মন্তব্য, ‘এমন চলতে থাকলে দলে জায়গা পাওয়ার আশা ছেড়ে দেওয়াই ভালো।’ সম্প্রতি শোনা গিয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ভাবা হচ্ছে ওপেনার হিসেবে। সেই প্রসঙ্গ টেনেও খোঁচা দিয়েছেন অনেকে। ‘এই ফর্মের দশা। রোহিতের সাথে কোহলিই বরং ওপেন করুক। অন্তত কিছু রান আসবে।’ আজ ব্যর্থ হওয়ার পর শুভমানকে শুনতে হয়েছে ‘গত মরসুমের কমলা টুপি জেতার পর এমন অধঃপতন আশা করা যায় নি।’

দেখে নিন ট্যুইটচিত্র-

.

Also Read: IPL-এ গ্লেন ম্যাক্সওয়েল’কে পাচ্ছে না বেঙ্গালুরু, এই মারাত্মক কারণেই ছিটকে গেলেন অজি অলরাউন্ডার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *