IPL 2024: ঘরের মাঠে গতকাল মুখ থুবড়ে পড়লো গুজরাত টাইটান্স (GT)। গত আইপিএলের (IPL) রানার্স-আপদের কাছে সুযোগ ছিলো চতুর্থ জয় ছিনিয়ে নিয়ে লীগ তালিকায় উপরের দিকে জায়গা করে নেওয়ার। কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে রীতিমত নাস্তানাবুদ হতে হলো টাইটান্সদের। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো দিল্লী। ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ভাঙনের মুখে পড়ে গুজরাত টাইটান্স। প্রথমেই ফেরেন খোদ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। ৮ রান করেন তিনি। এরপর ঋদ্ধিমান সাহাকে আউট করেন মুকেশ কুমার। সাই সুদর্শন রান আউট হওয়ার পর ঘোরতর সমস্যার সম্মুখীন হতে হয় গুজরাতকে।
ডেভিড মিলার, অভিনব মনোহর থেকে শাহরুখ খান-দিল্লী বোলিং-এর বিরুদ্ধে এঁটে উঠতে পারেন নি কেউই। শেষ বেলায় খানিক প্রতিরোধ দেখা যায় রশিদ খানের (Rashid Khan) ব্যাটে। ৩১ রানের ইনিংস খেলেন তিনি। গুজরাত (GT) গুটিয়ে যায় মাত্র ৮৯ রানে। চলতি আইপিএলে এক ইনিংসে এটাই সর্বনিম্ন রান। জবাবে ব্যাট করতে নেমে পৃথ্বী শ দ্রুত ফিরলেও ফের একবার নজর কাড়লেন জেক ফ্রেজার ম্যাকগার্ক (Jake Fraser MGruk)। প্রতিভাবান অজি তরুণ ১০ বলে ২০ করে আক্রমণাত্মক সুরে বেঁধে দেন দিল্লীর ইনিংস। এরপর শে হোপ, অভিষেক পোড়েলকেও দেখা যায় চার-ছক্কা হাঁকাতে। শেষমেশ ঋষভ পন্থ (Rishabh Pant) ও সুমিত কুমারের ব্যাটে নিশ্চিত হয় জয়।
Read More: চোটের কারণে টি-২০ বিশ্বকাপে অনিশ্চিত রিঙ্কু, সুযোগ পেতে চলেছেন এই দুর্দান্ত ‘ফিনিশার’ !!
তরুণীর সৌন্দর্য্যে মোহিত শুভমান-
মাত্র ৮.৫ ওভারেই গুজরাতের (GT) ছুঁড়ে দেওয়া ৯০ রানের লক্ষ্য পেরিয়ে যায় দিল্লী (DC)। গতকালের হারের পর নবম স্থান থেকে এক লাফে দিল্লী ক্যাপিটালস উঠে এলো ষষ্ঠ স্থানে। মরসুমে তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে তারা ফিরলো প্লে-অফের দৌড়ে। অন্যদিকে নীচে নামলো গুজরাত (GT)। আপাতত তারা রয়েছে সাতে। খেলা শেষে আত্মসমালোচনার পথেই হাঁটতে দেখা গেলো টাইটান্স অধিনায়ক শুভমান গিল’কে। সাক্ষাৎকারে তিনি জানান, “আমাদের ব্যাটিং খুবই সাধারণ মাণের ছিলো। উইকেটে কোনো সমস্যা ছিলো না। আমি, ঋদ্ধি বা সাই সুদর্শন-কেউই পিচের কারণে আউট হই নি। আমাদের শট বাছাইয়ের সমস্যা হয়েছে।” প্রতিপক্ষের পারফর্ম্যান্সের তারিফ করতেও শোনা যায় শুভমানকে।
অধিনায়ক হিসেবে তরুণ তুর্কির এটাই প্রথম মরসুম। কঠিন পরীক্ষার মুখে শুভমান (Shubman Gill) । গতকালের একপেশে ম্যাচে তাঁর দল যখন সমস্যায়, তখন ডাগ-আউটে থমথমে মুখেই বসে ছিলেন তিনি। তবে মুড বদলেছিলো কয়েক মুহূর্তের জন্য। তখন ব্যাটিং চলছে গুজরাতের। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন গ্যালারিতে উপবিষ্ট এক তরুণী। টেলিভিশন স্ক্রিনের পাশাপাশি মাঠের জায়ান্ট স্ক্রিনেও ফুটে ওঠে তাঁর ছবি। ঐ তরুণীর সৌন্দর্য্য সম্ভবত মোহিত করেছিলো শুভমানকেও। তা নিজের অভিব্যক্তির মাধ্যমে ফুটিয়ে তুলতে দেখা যায় গুজরাত অধিনায়ককে। আইপিএল চলাকালীন প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন কোনো না কোনো সুন্দরী দর্শক। গতকাল শুভমানের প্রতিক্রিয়ার পর আহমেদাবাদের তরুণীর পরিচয় নিয়ে শুরু হয়েছে অনুসন্ধান।
দেখে নিন ভিডিও-
Shubman Thrill 🤡#GTvDC pic.twitter.com/1KdyuXuCuK
— Ankit (@revengeseeker07) April 17, 2024