চোটের কারণে টি-২০ বিশ্বকাপে অনিশ্চিত রিঙ্কু, সুযোগ পেতে চলেছেন এই দুর্দান্ত ‘ফিনিশার’ !! 1

মাঝপথে আইপিএল। প্রহর গোণা শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup)। জুন মাসের গোড়াতেই ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে চলেছে প্রতিযোগিতার আসর। ইতিমধ্যেই গ্রুপ বিন্যাস ও টুর্নামেন্টের নির্ঘন্ট সামনে এনেছে আয়োজক সংস্থা আইসিসি। ৫ জুন নিজেদের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। গ্রুপ-এ’তে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এরপর ৯ তারিখ ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ১২ ও ১৫ তারিখ গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে। এগারো বছর আইসিসি ট্রফিহীন ভারত এবারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিততে মরিয়া।

Read More: আসন্ন T20 বিশ্বকাপে শুভমান গিল নয় বরং রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান !!

রিঙ্কু সিং-এর উপর আস্থা রেখেছিলো দল-

Rinku Singh | T20 World Cup 2024 | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

২০২২-এর কুড়ি-বিশের বিশ্বকাপের (T20 World Cup 2022) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ছিটকে যেতে হয়েছিলো ভারতীয় দলকে। তারপর থেকেই টুর্নামেন্টের পরবর্তী সংস্করণের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলো বিসিসিআই। রোহিত শর্মা (Rohit Shrama), বিরাট কোহলিদের (Virat Kohli) মত তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিলো ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে। জায়গা করে দেওয়া হয়েছিলো একঝাঁক তরুণ তুর্কিকে। তিলক বর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়দের মতই এই তালিকায় ছিলেন রিঙ্কু সিং-ও (Rinku Singh)। কলকাতা নাইট রাইডার্স জার্সিতে ২০২৩ আইপিএলে চমকপ্রদ পারফর্ম্যান্স করার পর দ্রুত জাতীয় দলের জার্সিতেও তাঁকে সুযোগ দিয়েছিলেন নির্বাচকরা।

২০২৩ আইপিএলে ১৪ ম্যাচে প্রায় ৬০ গড়ে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু (Rinku Singh)। এরপর টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েও বোর্ডের আস্থার দাম দিতে দেরী করেন নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ইনিংসেই ঝড় তুলেছিলেন। পেয়েছিলেন ম্যাচের সেরার সম্মান। এরপর এশিয়াম গেমসে সোনাজয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে জ্বলে ওঠেন রিঙ্কু (Rinku Singh)। খেলেন একাধিক চমকপ্রদ ইনিংস। গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম অর্ধশতক আসে তাঁর ব্যাট থেকে। ২০২৪-এ আফগানিস্তানের বিরুদ্ধেও করেন অর্ধশতক। বর্তমানে দেশের হয়ে ১৫ ম্যাচে ৮৯ গড়ে তাঁর রান সংখ্যা ৩৫৬। অনেকেই ভেবেছিলেন টি-২০ বিশ্বকাপে রিঙ্কুর সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা।

চোট বাধা হয়ে দাঁড়াচ্ছে রিঙ্কুর সামনে-

Rinku Singh | T20 World Cup | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

গত আইপিএলের (IPL) দুর্দান্ত পারফর্ম্যান্সের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে নেমেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। তবে এবার ধারাবাহিকতা চোখে পড়ে নি তাঁর খেলায়। গুটিকয়েক ম্যাচে চমৎকার ক্যামিও খেললেও আগের বছরের মত নিয়মিত বড় রান করতে পারেন নি। এর জন্য রিঙ্কুর অফ ফর্মের চেয়েও তাঁর ব্যাটিং পজিশনকেই বেশী দায়ী করছেন বিশেষজ্ঞরা। ছয় নম্বরে যখন মাঠে নামছেন রিঙ্কু (Rinku Singh), তাঁর কাছে সুযোগই থাকছে না বড় ইনিংস খেলার। তারমধ্যেও অবশ্য কিছু ম্যাচে ঝোড়ো ইনিংস খেলে জাত চিনিয়েছেন।

রিঙ্কুর (Rinku Singh) রান খরা নিয়ে উদ্বেগের মাঝেই চিন্তা বাড়িয়েছে তাঁর চোট। গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ম্যাচ ছিলো নাইট রাইডার্সের (KKR)। ধুন্ধুমার ম্যাচে শেষ বলে রাজস্থানকে জয় এনে দেন জস বাটলার। প্রথমে ব্যাটিং করেছিলো নাইটরা। ২২৩ রান করে তারা। রিঙ্কুও ৯ বলে ২০* রানের ইনিংস খেলেন। কিন্তু ফিল্ডিং করতে মাঠে দেখা যায় নি তাঁকে। খেলা শেষে নিজেই বলেন যে চোটের কারণে খেলতে পারেন নি তিনি। দলের হারেও হতাশা প্রকাশ করেন তিনি। জানান, “এটা ওর (বাটলারের) দিন ছিলো। আমিও যখন এক ওভারে পাঁচটা ছক্কা মেরেছিলাম, প্রতিপক্ষের কিছু করার ছিলো না। আজও তাই।”

রিঙ্কুর বিকল্প হতে পারেন রিয়ান পরাগ-

Riyan Parag | T20 World Cup 2024 | Image: Getty Images
Riyan Parag | Image: Getty Images

চোট কতটা গুরুতর সেই সম্পর্কে মুখ খোলেন নি রিঙ্কু সিং (Rinku Singh)। তবে তিনি যে সম্পূর্ণ ফিট নন তা গতকালের রাজস্থান বনাম কলকাতা ম্যাচের পর স্পষ্ট করেছেন বছর ২৬-এর ক্রিকেটার। সামনেই টি-২০ বিশ্বকাপ, যদি চোটের কারণে সরে দাঁড়াতে বাধ্য হন রিঙ্কু, তাহলে হয়ত শিকে ছিঁড়তে পারে রিয়ান পরাগের (Riyan Parag) ভাগ্যে। অসমের ২২ বর্ষীয় তরুণ এই মরসুমে যেন বদলে ফেলেছেন নিজেকে। গত বছর ৭ ম্যাচে সুযোগ পেয়ে তিনি করেছিলেন মাত্র ৭৮ রান। গড় ছিলো ১৩.০০। আর এই মরসুমে তাঁর ব্যাটেই দেখা দিচ্ছে রানের বন্যা। কমলা টুপির লড়াইতে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের জোর টক্কর দিচ্ছেন তিনি।

এখনও অবধি চলতি আইপিএলে ৭টি ম্যাচ খেলেছেন রিয়ান (Riyan Parag)। ৬৩.৬০ গড় ও ১৩৪ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৩১৮ রান। ৭ ম্যাচের মধ্যে ছয়টিতে জিতে রাজস্থান রয়্যালস যে রয়েছে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থানে, তার কৃতিত্ব অনেকটাই রিয়ানের। এর মধ্যেই তিনটি অর্ধশতক করেছেন। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও তিনিই  রাজস্থান রয়্যালসের হয়ে প্রত্যাঘাত শুরু করেন। রিয়ানের (Riyan Parag) তৈরি করা ভিতের উপরেই জয়ের ইমারত গড়লেন বাটলার, রোভম্যান পাওয়েলরা। ইতিমধ্যেই তাঁকে জাতীয় দলে খেলানোর গুঞ্জন শুরু হয়েছে। রিঙ্কু সরে দাঁড়ালে মসৃণ ভাবে টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারেন অসমের তরুণ।

Also Read: হুবহু যেন শ্রদ্ধা কাপুর, IPL চলাকালীন নজর কাড়লেন গ্যালারির তরুণী, দেখুন ছবি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *