IPL 2024: ২০২২ সালে আইপিএলে (IPL) পথচলা শুরু করেছে গুজরাত টাইটান্স। প্রথম মরসুমেই ট্রফি জিতে শোরগোল ফেলে দিয়েছিলো তারা। দ্বিতীয় মরসুমেও গুজরাত হয়েছিলো রানার্স-আপ। তৃতীয় মরসুমে মাঠে নামার আগে বড়সড় রদবদলের সম্মুখীন হতে হয়েছে টাইটান্স (GT) শিবিরকে। দল ছেড়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বছর ২৪-এর শুভমান গিলকে (Shubman Gill)। গত বছর ৮৯০ রান করে কমলা টুপি জিতেছিলেন তরুণ তুর্কি। এবার নেতৃত্বের বাড়তি দায়িত্বও সামলাতে হচ্ছে তাঁকে। এখনও অবধি প্লে-অফের লড়াইতে রয়েছে গুজরাত। জিতেছে তিনটে ম্যাচ, হার তিনটিতে।
ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে উদীয়মান তারকাদের মধ্যে নিঃসন্দেহে প্রথম সারিতে থাকবেন শুভমান গিল (Shubman Gill)। ২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত হয়েছেন বেশী দিন হয় নি। এর মধ্যেই নিজের একটি ফ্যানবেস বানাতে সক্ষম হয়েছেন পাঞ্জাবের ওপেনার। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই শুভমানের ফলোয়ারের সংখ্যা ছুঁয়েছে ১৪ মিলিয়নের গণ্ডী। উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা। ক্রিকেটার শুভমানের (Shubman Gill) ক্রেজ ঠিক কতটা, তার প্রমাণ পাওয়া গেলো আহমেদাবাদের হোটেলে। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ জিতে ফেরার পর শুভমানকে দেখে আবেগে ভাসলেন এক তরুণী।
Read More: IPL 2024, KKR vs RR, Match-31: ইডেনে নাইটদের প্রতিপক্ষ রাজস্থান, লীগ তালিকার শীর্ষে পৌঁছতে ছক সাজাচ্ছেন গুরু গম্ভীর !!
শুভমানকে দেখে খুশিতে আত্মহারা তরুণী-
জয়পুরে রাজস্থান রয়্যালস (RR) বনাম গুজরাত টাইটান্স (GT) ম্যাচ শেষে আহমেদাবাদের হোটেলে ফিরছিলেন গুজরাত ক্রিকেটাররা। ম্যাচে ৪৪ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলে টাইটান্স শিবিরের জয়ে বড় অবদান রেখেছিলেন শুভমান (Shubman Gill)। তাঁর তৈরি করা মঞ্চের উপরেই জয়ের ইমারত গড়েন রাহুল তেওয়াটিয়া (Rahul Tewatia) ও রশিদ খান (Rashid Khan)। তাঁদের ক্যামিও ইনিংস ২ পয়েন্ট নিশ্চিত করে গুজরাতের। হোটেলে ফেরার সময় স্বভাবতই খোশমেজাজে ছিলেন শুভমান সহ গুজরাত টাইটান্স (GT) তারকারা। লবিতে ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছিলেন একঝাঁক সমর্থক। শুভমান গিলকে তাঁদের মধ্যে এক তরুণীর প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
প্রিয় ক্রিকেট তারকাকে চোখের সামনে দেখে যেন বিশ্বাসই করতে পারছিলেন না সেই তরুণী। তাকিয়ে ছিলেন বিস্ফারিত নেত্রে। রোদ চশমায় চোখ ঢাকা শুভমান (Shubman Gill) অবশ্য দেখতে পান নি তাঁর সেই তরুণী ভক্তকে। হোটেল কর্মীদের এগিয়ে দেওয়া উত্তরীয় গলায় পরে তিনি এগিয়ে যান সামনের দিকে। সামনের চ্যালেঞ্জ যে কঠিন তা রাজস্থান ম্যাচ শেষে স্বীকার করে নিয়েছেন শুভমান গিল। হর্ষ ভোগলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, “দলের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে আমার।” হর্ষ তাঁকে বলেন, “একটা সময় মনে হচ্ছিলো, ম্যাচ বুঝি হাতছাড়া হয়ে গিয়েছে তোমাদের।” হাসি মুখে শুভমানের খোঁচা, “যখন গুজরাত টাইটান্স খেলবে, তখন এমন ভাবনা মাথায় রাখবেন না।”
দেখে নিন ভিডিও-
The reaction on Shubman Gill’s entry. ⭐ pic.twitter.com/H8da86rMKQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 15, 2024