IPL 2025: গত মে মাসে শেষ হয়েছে ২০২৪-এর আইপিএল (IPL)। টুর্নামেন্টের সতেরোতম মরসুমে সেরার শিরোপা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তৃতীয় খেতাব জিতেছে তারা। যবনিকা পতনের পর দুই মাস কাটতে না কাটতেই পরবর্তী মরসুমের জন্য শুরু হয়ে গিয়েছে পরিকল্পনা। ২০২৫-এর আইপিএলের (IPL) আগে রয়েছে মেগা অকশন। সেখানে নতুন করে দল সাজানোর লক্ষ্যে কোমর বেঁধে নামতে প্রস্তুত বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি আবার পুরনো দলের যথাসম্ভব বেশী খেলোয়াড়কে ধরে রাখতে মরিয়া। এখনও পর্যন্ত নিলামের নিয়মকানুন, রিটেনশন ও রাইট টু ম্যাচ সম্পর্কীত কোনোরকম তথ্য সামনে আনে নি বিসিসিআই (BCCI)। নিলামের খুঁটিনাটি নিয়ে আলোচনার জন্যই গতকাল বোর্ডের সদর দপ্তরে এক বৈঠক আয়োজন করা হয়। নিজেদের দাবীদাওয়া পরিষ্কার ভাবে সেখানে তুলে ধরেন দলমালিকেরা।
মুম্বই ইন্ডিয়ান্সের (MI) কর্ণধার আম্বানিরা এই মুহূর্তে রয়েছেন প্যারিসে। তাঁরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন বৈঠকে। তবে দিল্লী ক্যাপিটালসের (DC) কিরণ কুমার গ্রান্ধী, চেন্নাই সুপার কিংসের রূপা গুরুনাথ, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) সঞ্জীব গোয়েঙ্কা, সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) কাব্য মারান, রাজস্থানের রয়্যালসের (RR) মনোজ বাদালে ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) প্রমথেশ মিশ্র প্রমুখ সশরীরে হাজির ছিলেন মুম্বইতে বোর্ডের সদর দপ্তরে। রিটেনশন, স্যালারি ক্যাপের মত নানান গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বিসিসিআই ও দশ আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির মধ্যে। তবে বৈঠকের শুরু থেকে শেষ-সম্পূর্ণটা যে মসৃণ ভাবে এগিয়েছে তেমনটা বলা যাচ্ছে না। সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে যে এক পর্যায়ে দুই মালিকের মতানৈক্যের কারণে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছিলো বৈঠক।
Read More: প্রয়াত কিংবদন্তি অংশুমান গায়কোয়াড় ,শোকের ছায়া ভারতীয় ক্রিকেটমহলে !!
জোর তরজা শাহরুখ ও নেস ওয়াদিয়ার মধ্যে-
মুম্বইতে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর সদর দপ্তরে বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) ও পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া (Ness Wadia)। সংবাদমাধ্যম ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে যে মেগা অকশনের পক্ষপাতী নন শাহরুখ খান। বৈঠকে নিজের মতামত স্পষ্ট করে দেন তিনি। একইসাথে বোর্ডের কাছে যত বেশী সম্ভব ক্রিকেটারকে ধরে রাখা বা ‘রিটেন’ করার ছাড়পত্র দাবী করেন তিনি। শাহরুখের দাবীর সাথে একমত হতে পারেন নি নেস ওয়াদিয়া। এই নিয়ে দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ তীব্র বাগ্বিতণ্ডা চলে বলে খবর। শাহরুখের সমর্থনে এগিয়ে আসেন সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিক কাব্য মারান (Kavya Maran)। “দল তৈরি করতে অনেক সময় লাগে” জানিয়েছেন তিনি।
BCCI-কে একঝাঁক প্রস্তাব কাব্য মারানের-
২০২৪ মরসুমের রানার্স-আপ সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। গতকালের বৈঠকে তাদের কর্ণধার কাব্য মারান একঝাঁক প্রস্তাব রাখেই ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর কাছে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে অন্তত ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার ব্যপারে বোর্ডের সম্মতি চেয়েছেন তিনি। একইসাথে রাইট টু ম্যাচ (RTM) বা আরটিএম কার্ড ফেরানোর দাবীতেও সরব হয়েছেন তিনি। কাব্য (Kavya Maran) জানিয়েছেন ছয়জনকে ‘রিটেন’ করার অনুমতি যদি একান্তই দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে চারটি রিটেনশন ও দুটি আরটিএম বিকল্প অথবা দুটি রিটেনশন, চারটি আরটিএম বিকল্প অথবার ছ’টি আরটিএম বিকল্পের নীতিও মেনে নিতে সমস্যা নেই তাঁর। রিটেনশনের ক্ষেত্রে ক্রিকেটারদের সাথে ফ্র্যাঞ্চাইজির আলোচনার সুযোগ থাকা উচিৎ বলেও জানিয়েছেন তিনি।
নিলামে দল পাওয়ার পর চোট ব্যতীত অন্য কোনো কারণে কোনো ক্রিকেটার যদি আইপিএলে (IPL) অংশ নিতে অসম্মত হন, সেক্ষেত্রে তাঁকে ব্যান করার ব্যপারেও জোর সওয়াল করেছেন কাব্য (Kavya Maran)। প্রসঙ্গত ইতিপূর্বে জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুকের মত ক্রিকেটার এভাবে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ক্ষতির সম্মুখীন হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। ভবিষ্যতে তেমন ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে বোর্ডের কাছ থেকে কড়া নীতির দাবী জানিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) কর্ণধার। বর্তমানে তিন বছর ছাড়া ছাড়া আইপিএলের (IPL) মেগা নিলাম আয়োজন করা হয়। সেই নীতি থেকে সরে এসে দুই মেগা নিলামের মাঝে অন্তত পাঁচ বছরের তফাৎ রাখার প্রস্তাবও রেখেছেন তিনি। ক্যাপড, আনক্যাপড বা বিদেশী খেলোয়াড় রিটেনশনের ক্ষেত্রে উর্দ্ধসীমা না রাখার প্রস্তাবও দিয়েছেন কাব্য (Kavya Maran)।