IPL 2024: গতকাল এক নাটকীয় ম্যাচের সাক্ষী থাকলো দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়াম। হোম টিম দিল্লী ক্যাপিটালসের (DC) মুখোমুখি হয়েছিলো রাজস্থান রয়্যালস (RR)। দুই দলের কাছেই অতি গুরুত্বপূর্ণ ছিলো এই ম্যাচ। আইপিএল (IPL) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে দিল্লীকে জিততেই হত। অন্যদিকে নিজেদের প্লে-অফ বার্থ নিশ্চিত করতে রাজস্থানেরও প্রয়োজন ছিলো জয়। লড়াই হলো হাড্ডাহাড্ডি। শেষ ওভার অবধি জারি রইলো ম্যাচের উত্তেজনা। কিন্তু শেষমেশ বাজিমাত ঋষভ পন্থদেরই (Rishabh Pant)। ২০ রানের ব্যবধানে ম্যাচ জিতে এক লাফে লীগ তালিকার পঞ্চম স্থানে উঠে এলো দিল্লী। অন্যদিকে টুর্নামেন্টে দারুণ শুরু করে আবার বেকায়দায় রাজস্থান (RR)। টানা দ্বিতীয় ম্যাচে হারলো তারা।
টস জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। আরও একবার ঝড় তোলেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। ২০ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন অজি তরুণ। গতকাল জ্বলে ওঠেন বাংলার অভিষেক পোড়েল’ও (Abhishek Porel)। ৬৫ রানের দুর্দান্ত ইনিংস আসে তাঁর ব্যাট থেকেও। ট্রিস্টাস স্টাবসের ঝোড়ো ৪১ রানের সুবাদে দিল্লী স্কোরবোর্ডে তোলে ২২১ রান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালকে হারালেও অধিনায়ক সঞ্জুর (Sanju Samson) ব্যাটেই ঘুরে দাঁড়ায় রাজস্থান। অসামান্য ইনিংস খেলেন তিনি। তবে ডেথ ওভারে চমৎকার বোলিং করে ম্যাচের পাল্লা দিল্লীর দিকে ঝুঁকিয়ে দেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রসিক দার সালাম। অনবদ্য ম্যাচ হলেও এড়ানো গেলো না বিতর্ক। কেন্দ্রে রইলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।
Read More: BCCI-এর এই তিন ভুল সিদ্ধান্তে টি-২০ বিশ্বকাপ হাতছাড়া হতে চলেছে টিম ইন্ডিয়ার !!
সঞ্জুর আউট নিয়ে চলছে বিতর্ক-
ইনিংসের দ্বিতীয় বলেই রাজস্থান রয়্যালস খুইয়েছিলো যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। ১৭ বলে ১৯ রান করে আউট হন জস বাটলার’ও। এরপরেই রিয়ান পরাগকে সাথে নিয়ে দিল্লীর বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রয়াস শুরু করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। চলতি আইপিএলে (IPL) অনেকটা পরিণত দেখিয়েছে তাঁকে ব্যাট হাতে। শট বাছাইয়ের ক্ষেত্রে গতকাল’ও মুন্সীয়ানা দেখালেন তিনি। সামনেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে নিজেকে প্রথম পছন্দ হিসেবে প্রতিষ্ঠা করতেই যেন সংকল্প নিয়েছিলেন তিনি। রিয়ান ফিরলেও টলানো যায় নি তাঁকে। একা কুম্ভ হয়ে লড়াই চালাচ্ছিলেন। এগোচ্ছিলেন নিজের শতরানের দিকেও। কিন্তু তাল কাটে ১৬তম ওভার। ৮৬ রান করে আউট হন তিনি।
সঞ্জুর (Sanju Samson) আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে। মুকেশ কুমারের (Mukesh Kumar) বলে লং অনে শে হোপের (Shai Hope) হাতে ধরা পড়েন তিনি। কিন্তু ক্যাচ তালুবন্দী করার সময় ক্যারিবিয়ান ক্রিকেটারের পা বাউন্ডারি লাইনে লেগেছিলো কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। ধারাভাষ্যকারদের অনেকেই জানান যে খালি চোখে মনে হয়েছে পা লেগেছে বাউন্ডারি লাইনে। সেক্ষেত্রে ছক্কা দেওয়ার কথা আম্পায়ারের। কিন্তু তৃতীয় আম্পায়ার ভিডিও খতিয়ে দেখে আউটের সিদ্ধান্ত দেন। গুরুত্বপূর্ণ সময় সাজঘরে ফিরতে হওয়ায় খুশি ছিলেন না সঞ্জু (Sanju Samson)। তিনি মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছোঁড়েন। কেরলের ক্রিকেটারকে সাধারণত মেজাজ হারাতে দেখা যায় না। কিন্তু গতকাল রীতিমত উত্তেজিত হয়ে তর্ক করেন তিনি।
তর্কে জড়িয়ে জরিমানা দিতে হচ্ছে সঞ্জুকে-
তৃতীয় আম্পায়ার রিচার্ড গফ আউটের সিদ্ধান্ত ঘোষণার পরেও বেশ খানিকক্ষণ মাঠ ছেড়ে যান নি সঞ্জু স্যামসন (Sanju Samson)। বরং তাঁকে দেখা যায় মাঠে উপস্থিত দুই আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন ও উল্লাস গান্ধের সাথে বিতণ্ডায় জড়াতে। রাজস্থান রয়্যালস (RR) দলের হেড কোচ কুমার সাঙ্গাকারাকে (Kumar Sangakkara) সেই সময় ধরে সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা। হতাশা, ক্ষোভ জমেছিলো তাঁর মুখেও। যদিও পরে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি তৃতীয় আম্পায়ারের পাশেই দাঁড়িয়েছিলেন। জানান, “এটা নির্ভর করে রিপ্লে ও কোণের উপর। কখনও মনে হতে পারে পা (বাউন্ডারি লাইন) ছুঁয়েছে। তৃতীয় আম্পায়ারের পক্ষেও এটা নির্ণয় করা কঠিন। ক্রিকেটে এমনটা হয়ে থাকে। প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে কিন্তু দিনের শেষে আপনাকে আম্পায়ারের সিদ্ধান্তকেই মেনে নিতে হবে…”
তাৎক্ষণিক মেজাজ হারালেও পরে শান্ত হন স্যামসন’ও (Sanju Samson)। ২০ রানের পরাজয়ের পর সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, “ক্রিকেট এমনই। কখনও সিদ্ধান্ত আপনার পক্ষে যায়, কখনও বিপক্ষে যায়।” শান্ত হলেও অবশ্য শাস্তি এড়াতে পারলেন না রাজস্থান অধিনায়ক। আইপিএলের (IPL) শৃঙ্খলারক্ষা কমিটির তদন্তের ফল সামনে এসেছে ম্যাচ শেষের পরেই। জানানো হয়েছে আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে টুর্নামেন্টের আদর্শ আচরণবিধি বা ‘কোড অফ কন্ডাক্ট’ ভঙ্গ করেছেন সঞ্জু স্যামসন। ২.৮ ধারার লেভেল-১ অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে তা। সঞ্জুর ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছেন দিল্লী অধিনায়ক ঋষভ পন্থ’ও।