IPL 2024: রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ আজ পাঞ্জাব কিংস (RR vs PBKS)। জয়পুরের সোয়াই মানসিংহ্ স্টেডিয়াম নয়, বরং আজ নিজেদের দ্বিতীয় হোমগ্রাউন্ড গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলবেন সঞ্জু স্যামসনরা (Sanju Samson)। শুরুটা ভালো হলেও শেষ তিন ম্যাচে টানা হেরেছে দল। আচমকা ফর্মের গ্রাফ নীচের দিকে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ নিশ্চয়ই পড়বে রাজস্থান (RR) ক্রিকেটারদের। তবে গতকাল লক্ষ্ণৌর হারে প্লে-অফের যোগ্যতা অর্জন করে খানিক স্বস্তি পেয়েছেন তাঁরা। আজ জিতে লীগ তালিকায় প্রথম দুই স্থানের মধ্যে জায়গা নিশ্চিত করতে চাইবে রয়্যালস শিবির। অপরদিকে পাঞ্জাব কিংসের (PBKS) খেতাব স্বপ্ন শেষ ইতিমধ্যেই। তারা রয়েছে পয়েন্ট তালিকার দশম স্থানে। আজ জিতে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাইবেন শশাঙ্ক, আশুতোষরা।
Read More: IPL 2024: প্লে-অফের স্বপ্ন এখনও বেঁচে দিল্লীর, এই পথে শেষ চারে পা রাখতে পারে ঋষভ অ্যান্ড কোং !!
IPL ম্যাচের সময়সূচি-
রাজস্থান রয়্যালস (RR) বনাম পাঞ্জাব কিংস (PBKS)
ম্যাচ নং- ৬৫
তারিখ- ১৫/০৫/২০২৪
ভেন্যু- বর্ষাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Guwahati Pitch and Weather Report (পিচ ও আবহাওয়া)-

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ফিরছে আইপিএল। আজ মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব ইনিংস (RR vs PBKS)। ইতিপূর্বে এখানে যে কয়টি টি-২০ ম্যাচ দেখা গিয়েছে প্রতিটিতেই বড় রান উঠেছে। পিচ ব্যাটিং সহায়কই হয়ে থাকে সাধারণত। বিশেষ সাহায্য পান না বোলাররা। পরিসংখ্যান বলছে এখানে আজ অবধি ২টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে দুটিতেই প্রথম ব্যাট করা দল জয় পেয়েছে। রান তাড়া করে মেলে নি সাফল্য। এখানে প্রথম ইনিংসের গড় ১৯৮। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৬৭। সন্ধ্যের ম্যাচ হওয়ায় শিশিরের কথা ভেবে টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করতে পারেন।
গুয়াহাটি শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। গুয়াহাটির বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫৯ শতাংশ। যা নিঃসন্দেহে ম্যাচ চলাকালীন অস্বস্তিতে ফেলবে ক্রিকেটারদের। এছাড়াও বায় প্রবাহের গতিবেগ ৬ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়াবিদ্দের মতে বৃষ্টির সম্ভাবনা কেবল ৪ শতাংশ। খেলার পথে আবহাওয়া বাধা হবে না বলেই মনে করা হচ্ছে।
দুই দলের প্রথম একাদশ-

রাজস্থান রয়্যালস (RR)-
যশস্বী জয়সওয়াল, টম কোহলার ক্যাডমোর ✈, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, রোভম্যান পাওয়েল ✈, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, সন্দীপ শর্মা, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।
বিকল্প- কেশব মহারাজ, কুলদীপ সেন, ডোনাভন ফেরেইরা ✈, তনুষ কোটিয়ান, নান্দ্রে বার্গার ✈।
পাঞ্জাব কিংস (PBKS)-
প্রভসিমরণ সিং, জনি বেয়ারেস্টো ✈, রাইলি রুশো ✈, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), স্যাম কারান ✈ (অধিনায়ক), হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, নাথান এলিস ✈, রাহুল চাহার, আর্শদীপ সিং।
বিকল্প- তনয় ত্যাগরাজন, আশুতোষ শর্মা, ঋষি ধাওয়ান, বিদ্ব্যাৎ কাভেরাপ্পা, হরপ্রীত ভাটিয়া।
টসের পর দুই অধিনায়কের মন্তব্য-
সঞ্জু স্যামসন-
আমরা প্রথমে ব্যাটিং করবো। এটা আমাদের কাছে ‘সেকেন্ড হোম’। দলের অনেকেই এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছে। আমরা দেখেছি এখানে দ্বিতীয় ইনিংসের সময় বিশেষ শিশির দেখা যায় না। দলের ব্যাটিং, বোলিং-দুই বিভাগই ভালো করছে। আমরা এখানে একটা ভালো ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। প্লে-অফের যোগ্যতা লাভ করে স্বস্তি পাই নি তা বললে মিথ্যা বলা হবে। আমাদের শিবিরের প্রত্যেকেই অনেকটা রিল্যাক্সড রয়েছে। জস (বাটলার)-এর অভাব আমরা অনুভব করবো। টম কোহলার ক্যাডমোর খেলছে। পরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে ডোনোভান ফেরেইরা।
স্যাম কারান-
আজ আমরা একটা ভালো ম্যাচ খেলতে চলেছি। আমরা বেশ কিছু দলের যাত্রাভঙ্গ করতে পারি। নিজেরাও শেষটা মাথা উঁচু করে করতে পারবো। আমাদের দলটা সত্যিই ভালো। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় অনেক সময় আমরা সেরাটা দিতে পারি নি। আর ২-৩টে ম্যাচ জিতলেও (প্লে-অফের) যোগ্যতা অর্জন করা যেত, কিন্তু আমরা তা পারি নি কারণ আসল মুহূর্তগুলোয় সেরাটা দিতে পারি নি। আমরা আজ একটা ভালো দল নিয়ে মাঠে নামছি। আমি চারিত্রিক দৃঢ়তায় বিশ্বাস করি। আমি কোনো মতেই আজ হারতে চাই না। আশা করি দলের বাকিদের মধ্যেও সেই মানসিকতা প্রতিফলিত হবে। আমরা বেশ কয়েকজনকে হারিয়েছি। কাগিসো রাবাডা নেই, নাথান এলিস খেলছে। (হরপ্রীত) ব্রার দলে ফিরছে।
RR vs PBKS, টস রিপোর্ট-
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলো রাজস্থান রয়্যালস।