IPL 2024: নিজেদের দ্বিতীয় হোমগ্রাউন্ড গুয়াহাটির বর্ষাপাড়ায় আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস (RR vs PBKS)। টানা তিন ম্যাচ হেরে খানিক ব্যাকফুটে সঞ্জু স্যামসনরা (Sanju Samson)। তবে গতকাল লক্ষ্ণৌর বিরুদ্ধে দিল্লী ক্যাপিটালস জয়লাভ করায় প্লে-অফের ছাড়পত্র আদায় করতে নিতে পেরেছে রাজস্থান (RR)। যা আজ মাঠে নামার আগে স্বস্তি যোগাবে তাদের। শেষ চারে পৌঁছে গেলেও এই ম্যাচকে হাল্কাভাবে নিচ্ছে না রাজস্থান। আজ জিতলে লীগ তালিকার প্রথম দুই স্থানে জায়গা নিশ্চিত করতে পারবে তারা। আপাতত সঞ্জু, রিয়ানদের লক্ষ্য সেটাই। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে ছিটকেই গিয়েছে পাঞ্জাব (PBKS)। আপাতত শেষতম স্থানে রয়েছে তারা। সেই গ্লানি মুছতে জয় দরকার জিতেশ, শশাঙ্কদের।
জস বাটলার দেশে ফিরেছেন। আজ রাজস্থানের হয়ে ওপেনিং-এ যশস্বী জয়সওয়ালের সঙ্গী হতে পারেন স্বয়ং অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। রানের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি। নিজের চেনা মাঠে রান পেতে চাইবেন রিয়ান পরাগ’ও (Riyan Parag)। অসমের ঘরের ছেলে আজ খেলতে পারেন তিন নম্বরে। চারে দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরাকে খেলানো হতে পারে আজ। পাঁচ ও ছয়ে দুই ক্যারিবিয়ান তারকা শিমরণ হেটমায়ার (Shimron Hetmyer) ও রোভম্যান পাওয়েলকে দেখা যাওয়ার সম্ভাবনা। বিগ হিট মারতে সিদ্ধহস্ত দুজনেই। এরপর থাকতে পারেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। স্পিন বিভাগে চাহালের সঙ্গী হবেন অশ্বিন। পেস বিভাগে থাকছেন ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা। যুক্ত হতে পারেন আবেশ খান’ও।
জনি বেয়ারেস্টো দেশে ফিরেছেন ইতিমধ্যে। পাঞ্জাবের হয়ে আজ প্রভসিমরণ সিং-এর সাথে ওপেন করতে নামতে পারেন অথর্ব তাইডে। তিনে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোকে। বেঙ্গালুরুর বিরুদ্ধে ঝোড়ো অর্ধশতকের পর ফের বড় রান চাইবেন তিনি। চারে তুলে আনা হতে পারে শশাঙ্ক সিং-কে (Shashank Singh)। দুর্ধর্ষ মরসুমের শেষটাও ভালোভাবে করতে চাইবেন তিনি। এরপর দেখা যেতে পারে আশুতোষ শর্মা’কে। আরও একবার আশুতোষ-শশাঙ্কের জুটিকে সফল হতে দেখতে চাইবেন ক্রিকেটজনতা। সিকান্দার রাজা, লিয়াম লিভিংস্টোনের মত খেলোয়াড় নেই। দেশের ফিরেছেন স্যাম কারানও (Sam Curran)। ছয় নম্বরে তাই নামতে পারেন হরপ্রীত ব্রার। হর্ষল, রাবাডা ও আর্শদীপের পেস আক্রমণের সাথে যুক্ত হতে পারে রাহুল চাহারের স্পিন।
Read More: IPL 2024: ফাইনালের আগেই KKR ছাড়ছেন সল্ট-গুরবাজ, খেতাবী যুদ্ধে এই ক্রিকেটারই হতে পারেন ‘অন্ধের যষ্টি’ !!
IPL ম্যাচের সময়সূচি-
রাজস্থান রয়্যালস (RR) বনাম পাঞ্জাব কিংস (PBKS)
ম্যাচ নং- ৬৫
তারিখ- ১৫/০৫/২০২৪
ভেন্যু- বর্ষাপাড়া স্টেডিয়াম, গুয়াহাটি
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Guwahati Pitch and Weather Report (পিচ ও আবহাওয়া)-
আজ অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস (RR vs PBKS)। এই মাঠে সাম্প্রতিক কালে যতগুলি টি-২০ ম্যাচ হয়েছে সেখানে বড় রান চোখে পড়েছে। আজকের ম্যাচেও তেমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। এখানের বাইশ গজ বরাবরই ব্যাটিং সহায়ক। আইপিএলে এখনও অবধি এখানে ২টি ম্যাচ খেলা হয়েছে। দুটিতেই প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় স্কোর ১৯৮। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৬৭। আজকের ম্যাচ যেহেতু সন্ধ্যেবেলা, সেহেতু রান তাড়া করার প্রয়াস থাকতে পারে টসজয়ী অধিনায়কের।
গুয়াহাটির আকাশ আজ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ৪ শতাংশ। কলকাতা বা আহমেদাবাদের মত তা ক্রিকেটের পথে বাধা হয়ে দাঁড়াবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদ্রা। গুয়াহাটিতে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৫৯ শতাংশ। যা অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। খেলা চলাকালীন ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহের সম্ভাবনা।
দুই দলের সম্ভাব্য একাদশ-
রাজস্থান রয়্যালস (RR)-
যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ডোনাভন ফেরেইরা ✈, শিমরন হেটমায়ার ✈, রোভম্যান পাওয়েল ✈, ধ্রুব জুড়েল, রবিচন্দ্রণ অশ্বিন, ট্রেন্ট বোল্ট✈, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল।
বিকল্প- আবেশ খান, টম কোহলার ক্যাডমোর ✈, তনুষ কোটিয়ান, আবিদ মুস্তাক, নভদীপ সাইনি।
পাঞ্জাব কিংস (PBKS)-
প্রভসিমরণ সিং, অথর্ব তাইডে, রাইলি রুশো ✈, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা (অধিনায়ক/উইকেটরক্ষক), আশুতোষ শর্মা, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাডা ✈, রাহুল চাহার, আর্শদীপ সিং।
বিকল্প- তনয় ত্যাগরাজন, নাথান এলিস, ঋষি ধাওয়ান, বিদ্ব্যাৎ কাভেরাপ্পা, হরপ্রীত ভাটিয়া।
RR vs PBKS, Dream 11, Fantasy Tips and Prediction-
ব্যাটার- যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, শশাঙ্ক সিং, রাইলি রুশো
অলরাউন্ডার- রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রণ অশ্বিন
উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন
বোলার- ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল। হর্ষল প্যাটেল, হরপ্রীত ব্রার
অধিনায়ক- রিয়ান পরাগ
সহ-অধিনায়ক- রাইলি রুশো
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।