IPL থেকে ব্যান হলেন ঋষভ পন্থ, RCB'র বিরুদ্ধে মাঠে নামার আগেই অন্ধকারে ডুবলো দিল্লী ক্যাপিটালস !! 1

IPL 2024: গত মরসুমে দশ দলের আইপিএলে (IPL) দিল্লী ক্যাপিটালস (DC) ছিলো নবম স্থানে। অধিনায়ক ঋষভ পন্থ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাঠে নামতে না পারাই তাদের পারফর্ম্যান্সের গ্রাফ নীচের দিনে নামার অন্যতম কারণ বলে মনে করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ডেভিড ওয়ার্নারের (David Warner) নেতৃত্বে নিজেদের সেরাটা দিতে পারেন নি দিল্লী ক্রিকেটাররা, এমনটাই ধারণা ছিলো অনেকের। এবার ঋষভের (Rishabh Pant) প্রত্যাবর্তনে আশার আলো দেখেছিলেন অনেকে। ১৪ মাসের রিহ্যাব শেষ করে মাঠে ফেরার পরে ছন্দ খুঁজে নিতেও বিশেষ সময় লাগে নি পন্থের। তাঁর নেতৃত্বে দিল্লী এবার শুরুতে খানিক ধাক্কা গেলেও ঘুরে দাঁড়িয়েছিলো গত কয়েকটা ম্যাচে।

এখনও অবধি ১২টি ম্যাচ ২০২৪ সালের আইপিএলে (IPL) খেলেছে দিল্লী ক্যাপিটালস (DC)। জয়ের সংখ্যা ৬। তারা হেরেছে ৬টিতে। ১২ পয়েন্ট নিয়ে আপাতত লীগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে দিল্লী। বেশ ভালোইভাবেই রয়েছে প্লে-অফের দৌড়ে। বাকি আর মাত্র দুই ম্যাচ। রবিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা। আর লীগ পর্বে ক্যাপিটালস (DC) শিবিরের শেষ ম্যাচ ১৪ তারিখ, ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। বর্তমানে দিল্লীর প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৩৪ শতাংশ। এই দুই ম্যাচ জিতলে তা যে অনেকটাই বাড়বে তা বলা যায় নিশ্চিত করেই। তবে গুরুত্বপূর্ণ সময়ে আচমকাই শক্তিক্ষয় হচ্ছে তাদের। নির্বাসিত হয়ে ছিটকে যাচ্ছেন খোদ অধিনায়কই।

Read More: KKR vs MI, Match-60, Dream 11 Prediction in Bengali: ইডেনে মুম্বইয়ের চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত নাইটরা, কেমন হতে পারে ফ্যান্টাসি টিম? জানুন সব তথ্য এক ক্লিকে !!

বাইরে পন্থ, চাপের মুখে দিল্লী ক্যাপিটালস-

Rishabh Pant and Kuldeep Yadav | IPL 2024 | Image: Getty Images
Rishabh Pant and Kuldeep Yadav | Image: Getty Images

গত ৩১ মার্চ চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে নির্দিষ্ট সময়ে নির্ধারিত ২০ ওভার শেষ করতে পারেন নি দিল্লী বোলার’রা। প্রথমবার স্লো-ওভার রেটের জন্য শাস্তির মুখে পড়তে হয়েছিলো ঋষভকে (Rishabh Pant)। তাঁর জরিমানা করা হয়েছিলো ১২ লক্ষ টাকা। এরপর কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ৩ এপ্রিলের ম্যাচেও নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারে নি ক্যাপিটালস শিবির। দ্বিতীয় বার নিয়মভঙ্গের অপরাধে আইপিএলের শৃঙ্খলারক্ষা কমিটি ২৪ লক্ষ টাকা জরিমানা করে তাঁর।

একই সাথে দলের বাকিদের ৬ লক্ষ অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশের মধ্যে যেটি কম, ঠিক তত টাকা জরিমানা দিতে হয়েছিলো সেই যাত্রায়। কিন্তু দিল্লীর স্লো-ওভার রেটের রোগ সারে নি এরপরেও। যার ফল আপাতত ভুগতে হচ্ছে অধিনায়ক ঋষভকে (Rishabh Pant)।দিনকয়েক আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০ রানের ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিলো দিল্লী ক্যাপিটালস (DC)। দারুণ পারফর্ম করেন জেক ফ্রেজার ম্যাকগার্ক, অভিষেক পোড়েল (Abhishek Porel), ট্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব’রা। দাপুটে জয় সত্ত্বেও স্লো-ওভার রেট কাঁটায় বিদ্ধ হয় দিল্লী।

রাজস্থান ইনিংসের ২০তম ওভারটি করার সময় নির্ধারিত সময়ের থেকে ১০ মিনিট পিছিয়ে ছিলেন ঋষভ’রা (Rishabh Pant)। তৃতীয়বার আইপিএলের ‘কোড অফ কন্ডাক্ট’ ভঙ্গ করার শাস্তি হিসেবে দিল্লী অধিনায়ককে ৩০ লক্ষ টাকা জরিমানা ও এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে। তিনি ১২ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি খেলতে পারবেন না। দলের বাকিদের ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফি’র ৫০ শতাংশের মধ্যে যেটি কম তত টাকা জরিমানা দিতে হবে। পন্থের অনুপস্থিতিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে সম্ভবত দিল্লীর অধিনায়কত্ব করবেন অক্ষর প্যাটেল (Axar Patel)। উইকেটরক্ষকের ভূমিকায় অভিষেক পোড়েলের খেলার সম্ভাবনা।

Also Read: KKR vs MI, IPL 2024 MATCH 60 PREVIEW in Bengali: প্লে-অফের টিকিট কনফার্ম করতে মোরিয়া KKR, পথের কাঁটা হয়ে দাঁড়াতে মুখিয়ে রয়েছে মুম্বই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *