IPL-এ দুরন্ত পারফর্ম্যান্সে হৃদয় জিতেছেন রিঙ্কু সিং,শীঘ্রই পাচ্ছেন জাতীয় দলের ডাক !! 1

IPL ট্রফির গায়ে খোদাই করে লেখা রয়েছে একটি শ্লোক- ‘যাত্রা প্রতিভা অবসরা প্রাপ্নোতি’। বাংলা করলে দাঁড়ায়, “যেখানে প্রতিভা সুযোগ খুঁজে পায়।” ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লীগ সম্পর্কে একদম সঠিক মূল্যায়ন সম্ভবত করা যায় এই শ্লোকটির মাধ্যমেই। সত্যিই আইপিএল প্রতিভাদের আত্মপ্রকাশের মঞ্চ। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেটের (IPL) দুনিয়ায় যে চারাগাছগুলির জন্ম দেয় তা সময়ের সাথে বড় হয়ে ডালপালা বিস্তার করে হয়ে মহীরুহে পরিণত হতে দেখা যায়। ব্যতিক্রম ছিলো না ২০২৩ এর আইপিএল’ও। রিঙ্কু সিং (Rinku Singh), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), তিলক বর্মা, ধ্রুব জুড়েলদের (Dhruv Jurel) মত ভবিষ্যতের তারকাদের সাথে পরিচয় করে নিতে ক্রিকেট দর্শকদের সাহায্য করেছে আইপিএলের ষোড়শ মরসুম।

মাত্র ২১ বছর বয়স যশস্বী, তিলক বর্মাদের। রিঙ্কু সিং-এর বয়স মাত্র ২৪। এখনও বিস্তর ক্রিকেটজীবন পড়ে রয়েছে সামনে। আগামী দশকে তাঁরা ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা মুখ হয়েই আত্মপ্রকাশ করবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই উঠতে শুরু করেছে আইপিএলে ভালো খেলা তরুণদের জাতীয় দলে জায়গা করে দেওয়ার দাবী। রাজস্থান রয়্যালস জার্সিতে দুর্দান্ত খেলার পুরষ্কার পেয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে ভারতীয় দলের সাথে স্ট্যান্ড-বাই হিসেবে পাঠানো হয়েছে ইংল্যান্ডে। সূত্র মোতাবেক জানা যাচ্ছে যে রিঙ্কু সিং’কে (Rinku Singh) নিয়েও বড় ভাবনা রয়েছে বিসিসিআই নির্বাচকদের। জুন মাসের শেষের দিকে যে আফগানিস্তান সিরিজ রয়েছে তাতে জাতীয় দলের নীল জার্সিতে দেখা যাবে রিঙ্কুকে।

Read More: আগামী মরসুমে নেতা বদলের পথে হাঁটবে এই ৫ ফ্র্যাঞ্চাইজি !!

আফগানিস্তানের বিরুদ্ধে জাতীয় দলে রিঙ্কু-

Rinku Singh and Yashasvi Jaiswal | IPL 2023 | image: Twitter
Yashasvi Jaiswal and Rinku Singh | Image: Twitter

একজন ওপেনার আর একজন ফিনিশার। এবারের আইপিএলে দুই তরুণের ব্যাটিং কেবল সমর্থকদের নয়, বরং মন ভরিয়েছে ক্রিকেটবিশেষজ্ঞদের। দুই বাঁ-হাতিকে দরাজ সার্টিফিকেট দিতে দেখা গিয়েছে তাঁদের। রাজস্থানকে একাধিক ম্যাচে জয় এনে দিয়েছেন যশস্বী (Yashasvi Jaiswal)। মুম্বই ইন্ডিয়ান্স্-এর (MI) বিরুদ্ধে তাঁর অবিশ্বাস্য ১২৪ রানের ইনিংসকে টুর্নামেন্টের অন্যতম সেরা ইনিংস বলছেন সকলে। সেই ম্যাচে জয় না পেলেও আইপিএল জনতার নয়নের মণি হয়ে উঠেছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ১৩ বলে অর্ধশতক করে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের নজিরও গড়েন তিনি। বছর ২১-এর যুবক যে ভারতের বিশ্বকাপ ভাবনায় রয়েছে তা প্রমাণ হয়ে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ইংল্যান্ডগামী দলের সাথে তাঁকে জুড়ে দেওয়া থেকে। আফগানিস্তান সিরিজে তাঁকে মাঠে নামার সুযোগ দিতে পারে বোর্ড।

যশস্বীর মতই এবারের আইপিএলকে রাঙিয়ে দিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। উত্তরপ্রদেশের আলিগড় জেলার দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কু কলকাতা নাইট রাইডার্সের বেগুনি-সোনালী জার্সির ঔজ্জ্বল্য বজায় রাখলেন একাই। আন্দ্রে রাসেল, নীতিশ রানারা বিশেষ সুবিধা করতে না পারলেও বারবার জ্বলে উঠতে দেখা গেলো রিঙ্কুর  (Rinku Singh) ব্যাট। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচ ছয় মেরে অবিশ্বাস্য ম্যাচ জেতান তিনি। পাঞ্জাবের বিরুদ্ধেও শেষ বলে চার হাঁকিয়ে এনে দেন দুই পয়েন্ট। সানরাইজার্সের বিরুদ্ধে জয়েও রিঙ্কুর অবদান বিশাল। এমনকি শেষ ম্যাচেও তাঁর ৩৩ বলে অপরাজিত ৬৭-র বদান্যতাতেই লজ্জাজনক হার এড়াতে পেরেছিলো নাইট বাহিনী। শেষমেশ হারে মাত্র ১ রানে। মহেন্দ্র সিং ধোনির বিদায়ের পর ভারতীয় দলে একজন ভালো ‘ফিনিশার’-এর অভাব দেখা যাচ্ছে। সেই ভূমিকায় রিঙ্কুকে (Rinku Singh) খেলিয়ে দেখা হতে পারে আফগানিস্তানের বিরুদ্ধে। ২৩ থেকে ৩০ জুন অবধি চলবে ৩ একদিনের ম্যাচের এই সিরিজ।

IPL 2023-এ যশস্বী এবং রিঙ্কু সিং-এর পারফর্ম্যান্স-

Rinku Singh | IPL 2023 | image: Twitter
Rinku Singh | Image: Twitter

এবারের আইপিএলে আগুন লাগিয়ে দিয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং রিঙ্কু সিং। রাজস্থানের হয়ে ওপেন করতে নেমে ১৪ ম্যাচে যশস্বী করেছেন ৬২৫ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে। সামনে কেবল শুভমান গিল, ফাফ দু প্লেসি, ডেভন কনওয়ে এবং বিরাট কোহলি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ চার মেরেছেন তিনি (৮২)। রয়েছে একটি শতরান এবং ৫টি অর্ধশতক। ৪৮ গড়ে ১৬৩.৬১ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছেন তিনি। আইপিএলের ইতিহাসে এটাই কোনো আনক্যাপড ক্রিকেটারের এক মরসুমে সর্বোচ্চ রান। আশা করা যায় আফগানিস্তানের বিরুদ্ধে ‘আনক্যাপড’ তকমা ঘুচবে যশস্বীর। জাতীয় দলের নীল জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে তাঁকে।

ফিনিশার হিসেবে আগুনে ব্যাটিং করেছেন রিঙ্কু সিং’ও (Rinku Singh)। গুজরাত, লক্ষ্ণৌ, পাঞ্জাবের মত দলের বিরুদ্ধে দাপটের সাথে খেলেছেন তিনি। ১৪ ম্যাচ খেলে এই বছর রিঙ্কুর সংগ্রহ ৪৭৪ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় নয় নম্বরে রয়েছেন তিনি। রিঙ্কুর স্ট্রাইক রেট ১৪৯.৫৩ এবং ব্যাটিং গড় ৫৯.২৫। টুর্নামেন্টে ২৯ টি ছক্কা এবং ৩১ টি চার মেরেছেন রিঙ্কু (Rinku Singh)। ফিনিশার হিসেবে রশিদ খান, নূর আহমেদ, ফজলহখ ফারুখিদের বিরুদ্ধে ভারতের নীল জার্সিতে দেখা যেতে পারে তাঁকে।

Also Read: আইপিএলের ব্যার্থতা কাটিয়ে নুতন কাজে যুক্ত হলেন সৌরভ গাঙ্গুলী, WTC ফাইনালে এই ভূমিকায় দেখা যাবে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *