[ভিডিও] আইপিএলের বল নিয়ে পালাচ্ছিল রিঙ্কু সিং, পুলিশ ধরে দিলো দুই ঘা !! 1

চলতি আইপিএলে (IPL) দুর্দান্ত গতিতে এগোচ্ছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। মেন্টর হয়ে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ডাগ-আউটে ফেরার পর থেকেই যেন অপ্রতিরোধ্য দেখাচ্ছে নাইটদের। গত দুই মরসুমে প্লে-অফের স্বাদ পায় নি তারা। দুইবারই শেষ করতে হয়েছিলো সপ্তম স্থানে। এবার অবশ্য ছবিটা ভিন্ন। দারুণ ক্রিকেট খেলে খেতাবের অন্যতম দাবীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গত ২৩ মার্চ ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে জয় দিয়ে অভিযান শুরু করেছিলো তারা। মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে মরসুমের শেষ হোম ম্যাচেও ছিনিয়ে নিলো দুই পয়েন্ট। প্রথম দল হিসেবে নাইটরা পৌঁছে গেলো প্লে-অফে।

গত শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইডেনে ম্যাচ ছিলো নাইটদের (KKR)। ক্রিকেটের পথে কাঁটা বিছিয়ে দিয়েছিলো প্রকৃতি। ঝমঝমিয়ে বৃষ্টি নামায় নির্ধারিত সময় ম্যাচ শুরু করা যায় নি। প্রায় দেড় ঘন্টা অপেক্ষার পর খেলার বিষয়ে সবুজ সংকেত দেন আম্পায়াররা। ২০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ১৬ ওভারে। টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুরুতে দুই ওপেনারকে হারালেও পরে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, নীতিশ রানাদের ব্যাটিং-এর সুবাদে ১৫৭ রান তোলে কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই আটকে যায় ১৩৯ রানে। ১৮ রানে জেতে নাইট’রা। হোম টিমের জয়ের পাশাপাশি এক মজার মুহূর্তেরও সাক্ষী হলো ইডেন। তার সাথে জড়ালো রিঙ্কু সিং-এর নাম।

Read More: DC vs LSG, Match-64, Dream 11 Prediction in Bengali: সম্মুখসমরে দিল্লী ও লক্ষ্ণৌ, ফ্যান্টাসি ক্রিকেটে কারা করবেন বাজিমাত? জেনে নিন সব তথ্য এক ক্লিকে !!

বল উদ্ধারে নামতে হলো কলকাতা পুলিশ’কে-

Scuffle between fan and cop | IPL | Image: Twitter
Scuffle between fan and cop at Eden Gardens | IPL | Image: Twitter

নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এক মজার মুহূর্ত দেখা গেলো ইডেন গার্ডেন্সে। তখন ব্যাটিং করছিলো নাইট শিবির। ছক্কা মারেন কলকাতার (KKR) ব্যাটার। বল সটান উড়ে গিয়ে পড়ে দর্শকদের মধ্যে। বল মাঠে ফিরিয়ে দেওয়াই দস্তুর। কিন্তু হাতে ম্যাচ বল’টি পেয়ে তা পকেটে ভরে মাঠের বাইরের দিকে রওনা দিয়েছিলেন জনৈক নাইট রাইডার্স ভক্ত। বলের অপেক্ষায় মাঠের ক্রিকেটাররা যখন প্রায় বিরক্ত হয়ে উঠেছেন, তখন আসরে নামে কলকাতা পুলিশ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে অল্পবয়সী যে তরুণ বল পকেটে ভরে মাঠ ছাড়ার পরিকল্পনা করছিলেন, তাকে রীতিমত দৌড়ে গিয়ে পাকড়াও করছেন এক পুলিশকর্মী। তার থেকে বল কেড়ে নিয়ে তিনি ফিরত দেন মাঠে। রীতিমত ধমকধামক’ও খায় সেই তরুণ।

এই ঘটনার সাথে যুক্ত তরুণকে দেখা গিয়েছিলো রিঙ্কু সিং-এর (Rinku Singh) ৩৫ নম্বর জার্সি গায়ে। সাথে সাথে হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায়। ‘আসল রিঙ্কু যেমন কোহলির ব্যাটের পিছনে পড়েছিলেন, ইনি তেমন বলের আশায় ছিলেন’ মস্করা করে লিখেছেন এক নেটিজেন। এই ঘটনায় খেলায় সাময়িক বিঘ্ন ঘটলেও বড় কোনো সমস্যা অবশ্য হয় নি। কলকাতা বনাম মুম্বই (KKR vs MI) ম্যাচ শেষে হতে পেরিয়ে গিয়েছিলো মধ্যরাত। তবুও হোম টিমের জন্য গলা ফাটানোর কমতি দেখা যায় নি ইডেন গার্ডেন্সে। কানায় কানায় পরিপূর্ণ ছিলো স্টেডিয়াম। দুই পয়েন্ট ছিনিয়ে নিয়ে প্লে-অফের ছাড়পত্র আদায় করার পর পতাকা হাতে ইডেন পরিক্রমাও করেন ক্রিকেটাররা। সাথে ছিলেন মালিক শাহরুখ খান, ছিলেন মেন্টর গৌতম গম্ভীরও।

দেখে নিন সেই ভিডিও-

Also Read: IPL 2024: DC-র বিরুদ্ধে নামার আগে সমস্যায় LSG, অধিনায়কত্ব ছাড়লেন KL রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *