IPL 2024: আইপিএলের (IPL) আসরে এক জমজমাট ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। যে দল জিতবে তাদের সামনে থাকছে টুর্নামেন্টের প্লে-অফের ছাড়পত্র আদায় করে নেওয়ার সুবর্ণ সুযোগ। মাঠে নামার আগে খানিক এগিয়ে চেন্নাই (CSK)। তারা চলতি আইপিএলে (IPL) একবার ইতিমধ্যে হারিয়েছে বেঙ্গালুরুকে (RCB)। একইসাথে পয়েন্ট তালিকাতেও আপাতত ১৫ পয়েন্ট-সহ চার নম্বরে রয়েছে তারা। আজ জিতলে বা ১ পয়েন্ট পেলেই শেষ চার নিশ্চিত তাদের। সুযোগ থাকছে ম্যাচ হারলেও। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে সাতে থাকা বেঙ্গালুরুর সামনে জয় ছাড়া পথ খোলা নেই। কেবল জিতলেই চলবে না কোহলিদের, পেরোতে হবে গাণিতিক সমীকরণের বাধাও। সর্বস্ব মাঠে উজাড় করতে দেখা যাবে তাদের।
‘ডু অর ডাই’ ম্যাচে আজ বেঙ্গালুরুর হয়ে ওপেন করতে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli) ও ফাফ দু প্লেসিকে। অতীতে বহুবার দলকে উদ্ধার করেছে এই জুটি। আজ অভিজ্ঞতার শেষ বিন্দুটুকু কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে চাইবেন তাঁরা। উইল জ্যাকস নেই। তাঁর বদলে তিনে ব্যাট করতে পারেন রজত পতিদার (Rajat Patidar)। ফর্মে আছেন তিনি। চারে দেখা যেতে পারে গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell)। গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরতে পারেন তিনি। পাঁচে থাকছেন অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। এরপর ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন দীনেশ কার্তিক। স্বপ্নীল সিং-কে ব্যাটে-বলে বড় ভূমিকা পালক করতে হবে আজ। তাঁর সাথে স্পিন বিভাগে থাকতে পারেন কর্ণ শর্মা। যশ দয়াল ও মহম্মদ সিরাজের সাথে গতির আগুন ছোটাতে পারেন লকি ফার্গুসন।
চেন্নাইয়ের হয়ে ইনিংসের সূচনা করতে পারেন ঋতুরাজ গায়কোয়াড় ও অজিঙ্কা রাহানে। তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলকে। এরপর থাকছেন শিবম দুবে (Shivam Dube)। গত কয়েকটি ম্যাচে সেরা ছন্দে নেই তিনি। আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর থেকে আরও একটা ধুন্ধুমার ইনিংসের আশায় চেন্নাই সমর্থকেরা। এরপর থাকছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ব্যাট হাতে দলকে ভরসা দেওয়ার পাশাপাশি বল হাতেও উইকেট তোলার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে। মঈন আলি না থাকায় দায়িত্ব বেড়েছে তাঁর। সাতে ব্যাট করতে নামতে পারেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর ইনিংসের দিকে তাকিয়ে থাকবেন দর্শকেরা। এরপর থাকছেন শার্দুল ঠাকুর। মিচেল স্যান্টনারের বাম হাতি স্পিনের উপরও আস্থা রাখছে সুপার কিংস-রা। থাকছেন পেসার রিচার্ড গ্লিসন ও তুষার দেশপাণ্ডে।
Read More: IPL 2024: ফাইনাল খেলার আগেই আবারও ধাক্কা নাইট শিবিরে, ধোঁকা দিলো এই কোটি টাকার খেলোয়াড় !!
IPL ম্যাচের সময়সূচি-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম চেন্নাই সুপার কিংস (CSK)
ম্যাচ নং- ৬৮
তারিখ- ১৮/০৫/২০২৪
ভেন্যু- এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Bengaluru Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

চিন্নাস্বামী স্টেডিয়ামে সম্মুখসমরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। বোলারদের বদ্ধভূমি নামে পরিচিত এই মাঠে সাধারণত ছড়ি ঘোরাতে দেখা যায় ব্যাটারদেরই। দ্রুত আউটফিল্ড ও ছোটো বাউন্ডারি পক্ষে যায় বিগ হিটারদের। প্রচুর চার-ছক্কা আজও দেখতে পাওয়ার সম্ভাবনা। পরিসংখ্যান বলছে এই মাঠে এখনও অবধি খেলা হয়েছে ৯৪টি আইপিএল ম্যাচ। তার মধ্যে ৪০টি খেলায় জয় পেয়েছে প্রথমে ব্যাটিং করা দল। রান তাড়া করে সাফল্য এসেছে ৪৯ ম্যাচে। বাকি ৪টি ম্যাচ থেকেছে অমীমাংসিত। আজ টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
বেঙ্গালুরু শহরের সর্বোচ্চ তাপমাত্রা আজ ঘোরাফেরা করতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রী সেলসিয়াস থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ হওয়ার সম্ভাবনা। খেলার সময় ৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হতে পারে। গত কয়েকদিনে বৃষ্টি বারবার বাধা দিয়েছে ক্রিকেটে। কলকাতা-মুম্বই, লক্ষ্ণৌ-মুম্বই ম্যাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টিতে। ভেস্তে গিয়েছে গুজরাত-কলকাতা, সানরাইজার্স-গুজরাত ম্যাচ। তেমন আশঙ্কা থাকছে আজও। জানা গিয়েছে বেঙ্গালুরুতে আজ বৃষ্টির সম্ভাবনা ৪৬ শতাংশ।
দুই দলের সম্ভাব্য একাদশ-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-
ফাফ দু প্লেসি (অধিনায়ক) ✈, বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ✈, ক্যামেরন গ্রিন ✈, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), স্বপ্নীল সিং, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল, লকি ফার্গুসন ✈।
বিকল্প- বিজয়কুমার বৈশাখ, মহীপাল লোমরোর, মায়াঙ্ক ডাগর, সুয়শ প্রভুদেশাই, অনুজ রাওয়াত।
চেন্নাই সুপার কিংস (CSK)-
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল ✈, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনার ✈, সিমরণজিৎ সিং, রিচার্ড গ্লিসন ✈, তুষার দেশপাণ্ডে।
বিকল্প- অজয় মণ্ডল, সাইক রশিদ, নিশান্ত সিন্ধু, সমীর রিজভি, রচিন রবীন্দ্র ✈।
RCB vs CSK, Dream 11, Fantasy Cricket Prediction-
ব্যাটার- বিরাট কোহলি, রজত পতিদার, ঋতুরাজ গায়কোয়ায়
অলরাউন্ডার- শিবম দুবে, ক্যামেরন গ্রিন, ড্যারিল মিচেল
উইকেটরক্ষক- দীনেশ কার্তিক
বোলার- সিমরণজিৎ সিং, মহম্মদ সিরাজ, তুষার দেশপাণ্ডে, স্বপ্নীল সিং
অধিনায়ক- বিরাট কোহলি
সহ-অধিনায়ক- ঋতুরাজ গায়কোয়াড়
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: “অতি চালাকের গলায় দড়ি…” দশম স্থানে সিজিন শেষ করার পর সমাজ মাধ্যমে ট্রোলের মুখে মুম্বই পল্টন !!