ipl-rashid-khan-met-shubman-gill-in-uk

IPL 2024: আইপিএলের দলবদলের বাজারে এবার ব্যাপক ডামাডোল। নেপথ্যে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে ২০২২ সালে তিনি যোগ দিয়েছিলেন গুজরাত টাইটান্সে। তাঁকে অধিনায়কের ভূমিকায় নিয়োগ করেছিলো টাইটান্স (GT) শিবির। নেতা হিসেবে প্রথম মরসুমে খেতাব জেতেন হার্দিক। দ্বিতীয় মরসুমেও দলকে নিয়ে যান ফাইনালে। সফল অধিনায়কের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সম্পর্কে আচমকাই চিড় ধরের গুঞ্জন শোনা গিয়েছিলো দিনকয়েক আগে। হার্দিককে দলে ফেরাতে তৎপর হয়ে ওঠে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ট্রেডিং পদ্ধতিতে ‘ঘরে’ ফিরবেন হার্দিক (Hardik Pandya), জল্পনা ভেসে বেড়াচ্ছিলো ক্রিকেটমহলে। ২৬ নভেম্বর গুজরাতের রিটেনশন তালিকায় হার্দিকের নাম দেখে খানিক স্তিমিত হয়েছিলো তাঁর দলবদলের জল্পনা। কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যেই বদলায় পরিস্থিতি। জানা যায় ১৫ কোটি টাকায় গুজরাত ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সেই (MI) ফিরছেন হার্দিক।

হার্দিক দল ছাড়ায় যে বাড়তি ১৫ কোটি টাকা পেয়েছে গুজরাত (GT), তা তাদের অকশন পার্সকে নিয়ে গিয়েছে ৩৮.১৫ কোটি টাকায়। আগামী ১৯ তারিখের ‘মিনি’ নিলামে ভারতীয় তারকা অলরাউন্ডারের বিকল্পের সন্ধানে থাকবে তারা। নিলাম পর্বের আগেই অধিনায়ক হিসেবে হার্দিকের (Hardik Pandya) জুতোয় কে পা গলাবেন সেই নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে কোচ আশিষ নেহরা, মেন্টর গ্যারি কার্স্টেনদের। বেছে নেওয়া হয়েছে শুভমান গিল’কে (Shubman Gill)। গুজরাত টাইটান্সের মত তারকাসমৃদ্ধ দলে যেখানে একঝাঁক সিনিয়র ক্রিকেটার রয়েছেন, সেখানে শুভমানের মত তরুণ মুখের অধিনায়ক হওয়া অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে বলে মনে করা হয়েছিলো। কিন্তু তেমন ঘটনা যে আদৌ ঘটে নি তার আভাস মিললো রশিদ খানের (Rashid Khan) পোস্ট থেকে। অধিনায়ক শুভমানের পাশেই দাঁড়ালেন আফগানিস্তানের স্পিন জাদুকর।

Read More: IPL 2024: হার্দিকের পর শামিও ছাড়ছে GT-সাথ, নিলামের আগেই ছাড়বে দল !!

আগামী IPL-এ অধিনায়কের ভূমিকায় শুভমান গিল-

Shubman Gill | IPL 2024 | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দল ছাড়ার পর কে হবেন অধিনায়ক তা নিয়ে চলছিলো জল্পনা। গুজরাত টাইটান্স স্কোয়াডে রয়েছেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। সাদা বলের ফর্ম্যাটে নিউজিল্যান্ডের অধিনায়ক তিনি। অভিজ্ঞ কেন’কে নেতা করা হতে পারে বলে মনে করা হয়েছিলো। দৌড়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার (David Miller), আফগানিস্তানের রশিদ খান’ও (Rashid Khan)। কিন্তু শেষমেশ বিদেশী নয়, ভারতীয় অধিনায়কেই আস্থা রাখে গুজরাত টাইটান্স ফ্র্যাঞ্চাইজি। তরুণ শুভমান গিলকেই বেছে নেওয়া হয় অধিনায়ক হিসেবে। গত দুই মরসুমে ব্যাট হাতে টাইটান্স শিবির’কে বহু সাফল্য এনে দিয়েছেন শুভমান (Shubman Gill)। এবার নেতৃত্বের দায়িত্ব যুক্ত হলো তাঁর কাঁধে।

মাত্র ২৪ বছর বয়সে আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক। দায়িত্ব যে বিরাট, তা স্বীকার করেছেন শুভমান গিল (Shubman Gill)। গুজরাত টাইটান্স’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নতুন অধিনায়ক জানিয়েছেন, “এটা খুবই চিত্তাকর্ষক এক চ্যালেঞ্জ হতে চলেছে। এই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখবো। এই শিক্ষা এবং অভিজ্ঞতাগুলো থেকে আশা করছি নিজেকে আরও উন্নত করে তুলতে পারবো। যেটা আগামী বছরগুলোতে আমায় সাহায্য করবে।” উইলিয়ামসন, রশিদ খান (Rashid Khan), ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহাদের (Wriddhiman Saha) মত একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে গুজরাত (GT) স্কোয়াডে। তাঁদের থেকেও পরামর্শ নেবেন বলে জানিয়েছেন শুভমান।

রশিদ খানের সাথে সাক্ষাৎ শুভমানের-

Rashid Khan and Shubman Gill | IPL 2024 | Image: Twitter
Rashid Khan and Shubman Gill | Image: Twitter

২০২২ সালে কলকাতা নাইট রাইডার্স (KKR) ছেড়ে শুভমান গিল (SHubman Gill) যোগ দিয়েছিলেন গুজরাত টাইটান্সে। সেই একই বছর রশিদ খান (Rashid Khan) সাইরাইজার্স হায়দ্রাবাদ ছেড়ে যোগ দেন গুজরাতে। যতদিন হার্দিক অধিনায়ক ছিলেন ততদিন শুভমান নন, বরং তাঁর ডেপুটি হিসেবে সহ-অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে আফগান তারকা স্পিনারকেই। এমনকি চোটের কারণে ২০২৩ মরসুমে হার্দিক (Hardik Pandya) কিছু ম্যাচ বাইরে থাকায় অধিনায়ক হিসেবে মাঠে নামেন রশিদ’ই। দুই বছর সহ-অধিনায়ক থাকার পরেও অধিনায়কের পদে তাঁকে না ভেবে শুভমান গিল’কে সুযোগ দিয়েছে গুজরাত টাইটান্স। এতে ক্ষুব্ধ হতে পারেন রশিদ (Rashid Khan), এমনটাই মনে করেছিলেন ক্রিকেটদুনিয়ার একাংশ। কিন্তু বাস্তবে দেখা গেলো একেবার উলটো ছবি।

বিশ্বকাপে ভারতের মাটিতে এবার চমকে দিয়েছে আফগানিস্তান। চার ম্যাচ জিতে তারা জায়গা করে নিয়েছিলো সেমিফাইনালের দৌড়ে। বিশ্বকাপ মেটার পর আফগান তারকা রশিদ খান (Rashid Khan) উড়ে গিয়েছেন ইংল্যান্ডে। সেখানে লোয়ার ব্যাক-এর অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঘটনাচক্রে শুভমান’ও বর্তমানে রয়েছেন ইংল্যান্ডেই। আইপিএল সতীর্থকে দেখতে হাজির হয়েছিলেন তিনি। শুভমান’কে (Shubman Gill) দেখে খুবই খুশি হয়েছেন রশিদ। দুই তরুণ তুর্কি একসাথে ছবিও তুলেছেন। সেই ছবি নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেছেন রশিদ। ক্যাপশনে লিখেছেন, “দেখা করতে আসার জন্য ধন্যবাদ কাপ্তান সাব।” শুভমানকে অধিনায়ক হিসেবে মেনে নিতে রশিদের যে কোনো আপত্তি নেই, তা স্পষ্ট তাঁর ক্যাপশন থেকেই। গুজরাত ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল প্রোফাইল থেকে কমেন্টে বলা হয়েছে, ‘যেন নজর না লাগে।’

দেখুন রশিদ খানের ইন্সটাগ্রাম পোস্ট’টি-

Also Read: “আমাকে ফিক্সার…ফিক্সার বলেই যাচ্ছিল…’, মাঠের মধ্যেই শ্রীসন্থকে নোংরা অপমান গৌতম গম্ভীরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *